শনিবার, ২০ সেপ্টেম্বর ২০২৫ ।। ৪ আশ্বিন ১৪৩২ ।। ২৮ রবিউল আউয়াল ১৪৪৭

শিরোনাম :
বকেয়া বেতনের দাবিতে ভালুকায় শ্রমিকদের মহাসড়ক অবরোধ শিশু-কিশোর সংগঠন 'অংকুর' এর সীরাতুন্নবী সা. কুইজ প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠিত জুলাই সনদের ভিত্তিতে পিআর পদ্ধতিতে নির্বাচন চাই - খুলনা ইসলামী আন্দোলন  কাতারের মধ্যস্থতায় আফগানিস্তানে কারাবন্দি ব্রিটিশ দম্পতির মুক্তি মাদকের বিরুদ্ধে মুরাদনগরে ওলামা পরিষদের মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ পাকিস্তানে পৃথক বিস্ফোরণে নিহত অন্তত ১১ ইসলামি বইমেলা পরিদর্শনে জাতীয় মসজিদের খতিব প্রাথমিকে গানের নয়, ধর্মীয় শিক্ষক নিয়োগ দিতে হবে: শায়খে চরমোনাই পীর সাহেব চরমোনাইয়ের সঙ্গে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের ‘মিট আপ’ আফগানিস্তানের বাগরাম বিমান ঘাঁটি আবারও নিয়ন্ত্রণে নিতে চায় যুক্তরাষ্ট্র

আবারও শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল আফগানিস্তান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আবারও শক্তিশলী ভূমিকম্পে কাঁপল আফগানিস্তান। আজ বুধবার (১১ অক্টোবর) এ ভূমিকম্প হয়েছে।

জার্মান ভূতাত্বিক জরিপ সংস্থা জানিয়েছে, বুধবার দেশটিতে ৬ দশমিক ৩ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। এ ভূমিকম্পের উত্তপত্তিস্থল ছিল ভূপৃষ্ঠ থেকে ১০ কিলোমিটার গভীরে।

যুক্তরাষ্ট্রের ভূতাত্বিক জরিপ সংস্থা জানিয়েছে, বুধবার স্থানীয় সময় ভোর ৫টা ১০ মিনিটে এ ভূমিকম্প অনুভূত হয়। দেশটির পশ্চিমাঞ্চলের হেরাত প্রদেশের রাজধানী থেকে ২৯ কিলোমিটার দূরে ভূমিকম্পের মূল উৎপত্তিস্থল। তবে এতে হতাহতের কোনো খবর জানায়নি সংবাদমাধ্যম। এর আগে একই প্রদেশে গত শনিবার স্থানীয় সময় বেলা ১১টার দিকে ৬ দশমিক ৩ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে আঘাত হানে। এতে মৃতের সংখ্যা ২ হাজার ছাড়িয়ে গেছে। ওই ভূমিকম্পের পর পাঁচটি বড় ধরনের আফটারশক হয়; যার কেন্দ্রস্থল ছিল ওই অঞ্চলের বৃহত্তম শহরের কাছে।

মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস বলছে, আঘাত হানা প্রথম ভূমিকম্পের মাত্রা ছিল ৬ দশমিক ২। ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল হেরাত শহর থেকে ৪০ কিলোমিটার উত্তর-পশ্চিমাঞ্চলে। এই ভূমিকম্পের পর দেশটিতে ৫ দশমিক ৫, ৪ দশমিক ৭, ৬ দশমিক ৩, ৫ দশমিক ৯ ও ৪ দশমিক ৬ মাত্রার পাঁচটি শক্তিশালী আফটারশক অনুভূত হয়েছিল।

তালেবান সরকারের এক মুখপাত্র জানান, ভূমিকম্প শুরু হওয়ার সঙ্গে সঙ্গে হেরাতের বাসিন্দা ও দোকানদাররা ভবন থেকে রাস্তায় নেমে আসেন। এ সময় তাড়াহুড়ো করে গিয়ে অনেকে আহত হয়েছেন।

সূত্র:  খবর রয়টার্স

টিএ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ