রবিবার, ২১ সেপ্টেম্বর ২০২৫ ।। ৬ আশ্বিন ১৪৩২ ।। ২৯ রবিউল আউয়াল ১৪৪৭

শিরোনাম :
নির্বাচন পদ্ধতি নিয়ে সিদ্ধান্ত নেবে রাজনৈতিক দলগুলো: প্রেসসচিব আফগানিস্তানের এক ইঞ্চি মাটিও নিয়ে কোনো চুক্তি নয়: প্রতিরক্ষা কর্মকর্তা বক্তা আমির হামজার ক্ষমা প্রার্থনা, সতর্ক করল জামায়াত আফগানের পানি ও বিদ্যুৎমন্ত্রীর সঙ্গে বাংলাদেশের আলেম প্রতিনিধি দলের সাক্ষাৎ ধর্মীয় অনুশাসনের শিথিলতা পরিবারব্যবস্থা সংকটাপন্ন করে তুলছে: শায়খ আহমাদুল্লাহ বাগরাম বিমানঘাঁটি ফেরত না দিলে খারাপ কিছু ঘটবে, হুমকি ট্রাম্পের আ.লীগকে দল হিসেবে দ্রুত বিচারের আওতায় আনা উচিত : নাহিদ ইসলাম সিলেটে ১ মাস ধরে নিখোঁজ আবিদুল মিয়া সিলেট মহানগরীর ২০নং ওয়ার্ড যুব জমিয়তের আহবায়ক কমিটি গঠন সম্পন্ন পেশীশক্তি ও কালো টাকার দৌরাত্ম বন্ধে পিআর পদ্ধতির প্রয়োজন- আহমদ আবদুল কাইয়ূম

সরকারকে স্বীকৃতির বিষয়ে যা বলল যুক্তরাষ্ট্র

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ফাইল ছবি

বাংলাদেশের নতুন সরকারকে স্বীকৃতি না দেওয়ার ভাবনা নাকচ করেছে যুক্তরাষ্ট্র। বৃহস্পতিবার (১৮ জানুয়ারি) রাতে মার্কিন পররাষ্ট্র দপ্তরের সংবাদ ব্রিফিংয়ে এ সংক্রান্ত একটি প্রশ্ন করা হয়েছিল।

একজন সাংবাদিক মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ম্যাথু মিলারকে বলেন, 'আপনি যখন বলেন, বাংলাদেশের নির্বাচন অবাধ ও সুষ্ঠু ছিল না, তখন এর অন্তর্নিহিত অর্থ আপনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার টানা চতুর্থ মেয়াদে ক্ষমতায় আসাকে স্বীকৃতি দেন না?' এমন ভাবনা নাকচ করে ম্যাথু মিলার দুবার বলেন, 'না।'

ব্রিফিংয়ে বাংলাদেশে নির্বাচনী রাজনৈতিক সহিংসতাগুলোর স্বচ্ছ ও বিশ্বাসযোগ্য তদন্ত করতে বাংলাদেশ সরকারকে উৎসাহিত করছে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্র।

ব্রিফিংয়ে এক সাংবাদিক মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্রকে বলেন, যুক্তরাষ্ট্র বলেছে, বাংলাদেশের নির্বাচন অবাধ ও সুষ্ঠু হয়নি। বাংলাদেশে গণতন্ত্রের অবক্ষয় এবং কয়েক হাজার বিরোধী সদস্যকে কারারুদ্ধ করার পাশাপাশি 'জালিয়াতি নির্বাচনের' প্রতিক্রিয়ায় যুক্তরাষ্ট্র কী পদক্ষেপ নেবে?

জবাবে ম্যাথু মিলার বলেন, কয়েক হাজার বিরোধী রাজনৈতিক সদস্যকে গ্রেপ্তার এবং নির্বাচনের দিন অনিয়মের খবরে আমরা উদ্বিগ্ন। নির্বাচন অবাধ ও সুষ্ঠু হয়নি বলে অন্যান্য পর্যবেক্ষকরা যে মতামত দিয়েছেন তার সঙ্গে আমরাও একমত।

মিলার বলেন, সব দল নির্বাচনে অংশ না নেওয়ায় আমরা দু:খিত।

আমরা নির্বাচনের সময় এবং এর আগের মাসগুলোতে সংঘটিত সহিংসতার নিন্দা জানাই। আমরা এখন বাংলাদেশ সরকারকে সহিংসতার প্রতিবেদনগুলি বিশ্বাসযোগ্য এবং স্বচ্ছভাবে তদন্ত করতে, অপরাধীদের জবাবদিহি করতে উত্সাহিত করছি।
ম্যাথু মিলার বলেন, 'আমরা সকল পক্ষকে রাজনৈতিক সহিংসতা প্রত্যাখ্যান করার আহ্বান জানাচ্ছি।'

ব্রিফিংয়ে পাকিস্তানের নির্বাচন নিয়ে প্রশ্নেও বাংলাদেশ প্রসঙ্গ আসে।

মুখপাত্র বলেন, নীতিগত অবস্থানের কারণে যুক্তরাষ্ট্র সারাবিশ্বেই অবাধ ও সুষ্ঠু নির্বাচনের কথা বলে।

এনএ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ