রবিবার, ২১ সেপ্টেম্বর ২০২৫ ।। ৬ আশ্বিন ১৪৩২ ।। ২৯ রবিউল আউয়াল ১৪৪৭

শিরোনাম :
জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্রে যাচ্ছেন সিরিয়ার প্রেসিডেন্ট নির্বাচন পদ্ধতি নিয়ে সিদ্ধান্ত নেবে রাজনৈতিক দলগুলো: প্রেসসচিব আফগানিস্তানের এক ইঞ্চি মাটিও নিয়ে কোনো চুক্তি নয়: প্রতিরক্ষা কর্মকর্তা বক্তা আমির হামজার ক্ষমা প্রার্থনা, সতর্ক করল জামায়াত আফগানের পানি ও বিদ্যুৎমন্ত্রীর সঙ্গে বাংলাদেশের আলেম প্রতিনিধি দলের সাক্ষাৎ ধর্মীয় অনুশাসনের শিথিলতা পরিবারব্যবস্থা সংকটাপন্ন করে তুলছে: শায়খ আহমাদুল্লাহ বাগরাম বিমানঘাঁটি ফেরত না দিলে খারাপ কিছু ঘটবে, হুমকি ট্রাম্পের আ.লীগকে দল হিসেবে দ্রুত বিচারের আওতায় আনা উচিত : নাহিদ ইসলাম সিলেটে ১ মাস ধরে নিখোঁজ আবিদুল মিয়া সিলেট মহানগরীর ২০নং ওয়ার্ড যুব জমিয়তের আহবায়ক কমিটি গঠন সম্পন্ন

রাশিয়ার সামরিক বিমান বিধ্বস্ত, ৬৫ জন ইউক্রেনীয় যুদ্ধবন্দী নিহত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ফাইল ছবি

ইউক্রেন সীমান্তের কাছাকাছি এলাকায় ইউশিন আইএল-৭৬ নামে রাশিয়ার একটি সামরিক বিমান বিধ্বস্ত হয়েছে। বুধবার রাশিয়ার বেলগোরোদ প্রদেশের করোচা জেলায় বিমানটি মাটিতে বিধ্বস্ত হয়।

রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বরাত দিয়ে এ খবর জানিয়েছে দেশটির রাষ্ট্রীয় বার্তাসংস্থা আরআইএ। এতে বিমানের ভেতর থাকা ৬৫ যাত্রীর মৃত্যু হয়েছে। খবরে বলা হয়, বিমানে রুশ বাহিনীর হাতে বন্দী হওয়া ইউক্রেনীয় সেনারা ছিলেন। খবর আলজাজিরার।

বেলগোরোদ প্রদেশের গভর্নর ভায়াচেসলাভ গ্লাদকোভ বলেন, ‘বিমান দুর্ঘটনা সম্পর্কে আমি জানতে পেরেছি। তবে বিস্তারিত কিছু জানি না।’

সামাজিক যোগাযোগ মাধ্যম টেলিগ্রাম প্রকাশিত ভিডিওতে দেখা যাচ্ছে, স্থানীয় সময় সকাল ১১টার দিকে ইয়াবলোনোভো গ্রামে একটি বিমান আছড়ে পড়ছে খাড়াভাবে। বিমানটি বিধ্বস্ত হওয়ার আগে একটি বিস্ফোরণের শব্দ শোনা গেছে।

বিমান বিধ্বস্তের সত্যতা নিশ্চিত করে রুশ প্রেসিডেন্টের দপ্তর ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকোভ বলেন, ‘বিমান বিধ্বস্তের বিষয়ে আমরা জানতে পেরেছি। তবে এখনও বিস্তারিত কিছুই জানি না।’

আইএল-৭৬ বিমানটি তৈরি করা হয়েছে সেনা, কার্গো, সামরিক সরঞ্জাম ও অস্ত্র পরিবহনের জন্য। বিমানটিতে সাধারণত পাঁচজন ক্রু থাকেন এবং এটি সর্বোচ্চ ৯০ যাত্রী বহনে সক্ষম।

খবরে বলা হয়, ওই বিমানে ৬৫ যুদ্ধবন্দি ছাড়াও আরও ৯ যাত্রী ছিলেন। যাদের মধ্যে ৬ জন ছিলেন ক্রু।

তবে ইউক্রেনের প্রভাবশালী ইংরেজি সংবাদমাধ্যম ইউক্রেন্সকা প্রাভাদার খবরে বলা হয়েছে, বিমানটি ইউক্রেনীয় সেনারা ভূপাতিত করেছে ও এর  কোনো যুদ্ধবন্দি ছিল না। বিমানটি বিধ্বস্তের সময় এস-৩০০ আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার ক্ষেপণাস্ত্র বহন করছিল।

এনএ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ