রবিবার, ২১ সেপ্টেম্বর ২০২৫ ।। ৬ আশ্বিন ১৪৩২ ।। ২৯ রবিউল আউয়াল ১৪৪৭

শিরোনাম :
রাতেই ঢাকাসহ তিন অঞ্চলে ঝড়ের আভাস অর্থনীতির মূল লক্ষ্য হতে হবে উদ্বৃত্ত সৃষ্টি: বাণিজ্য উপদেষ্টা চবির আরবি বিভাগের নতুন সভাপতি অধ্যাপক ড. গিয়াস উদ্দিন তালুকদার ডেঙ্গুতে একদিনে ১২ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৭৪০ সিরাতকে ধারণের মাধ্যমেই সত্যিকার পরিবর্তন সম্ভব: ধর্ম উপদেষ্টা সিরাতুন্নবী (সা.) সাধারণ জ্ঞান প্রতিযোগিতার লাইভ ড্র অনুষ্ঠান ২৩ সেপ্টেম্বর জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্রে যাচ্ছেন সিরিয়ার প্রেসিডেন্ট নির্বাচন পদ্ধতি নিয়ে সিদ্ধান্ত নেবে রাজনৈতিক দলগুলো: প্রেসসচিব আফগানিস্তানের এক ইঞ্চি মাটিও নিয়ে কোনো চুক্তি নয়: প্রতিরক্ষা কর্মকর্তা বক্তা আমির হামজার ক্ষমা প্রার্থনা, সতর্ক করল জামায়াত

পুরো আফগানিস্তানের চেয়ে একজন পাকিস্তানির মূল্য বেশি: পাক সেনাপ্রধান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
পাকিস্তানের সেনাপ্রধান অসিম মুনির।

পাকিস্তানের সেনাপ্রধান জেনারেল অসিম মুনির বলেছেন, পুরো আফগানিস্তানের চেয়ে একজন পাকিস্তানির জীবনের মূল্য বেশি।

সরকারি বিশ্ববিদ্যালয়গুলোর শিক্ষার্থীদের নিয়ে আয়োজিত এক অনুষ্ঠানে এমন মন্তব্য করেন মুনির। তিনি বলেন, ‘যখন প্রত্যেক পাকিস্তানির নিরাপত্তার বিষয়টি আসে, তখন পুরো আফগানিস্তানকে অভিশপ্ত করে দেওয়া যাবে।’

জেনারেল মুনির আরও বলেন, পাকিস্তান গত ৫০ বছরে ৫০ লাখ আফগানকে আশ্রয় দিয়েছে। কিন্তু যেসব আফগান পাকিস্তানের সন্তানদের জন্য হুমকি হয়ে দাঁড়াবে তখনই তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে পাকিস্তান।

এছাড়া তিনি অভিযোগ করেন, বালুচিস্তানের বিচ্ছিন্নতাবাদীদের আশ্রয়-প্রশ্রয় দিচ্ছে আফগানিস্তান। তিনি শিক্ষার্থীদের আরও স্মরণ করিয়ে দেন, যখন পাকিস্তান স্বাধীনতা লাভ করে তখন জাতিসংঘে তাদের স্বীকৃতি পাওয়ার ক্ষেত্রে একমাত্র বিরোধীতাকারী দেশ ছিল আফগানিস্তান।

শিক্ষার্থীদের তিনি বলেন, পাকিস্তানের মানুষ ইতিহাস পড়ে না। এ কারণে তারা অনেক কিছু জানতে পারে না।

তিনি উপস্থিত শিক্ষার্থীদের আরও বলেন, আফগানিস্তানকে তারা কোনো কিছুতে সহায়তা করবেন না।

এদিতে গত নভেম্বর থেকে নিজ ভূখণ্ডে আশ্রিত আফগানদের দেশে পাঠানো শুরু করেছে পাকিস্তান। আন্তর্জাতিকভাবে এ নিয়ে উদ্বেগ প্রকাশ এবং তীব্র ও অসহনীয় ঠান্ডা আবহাওয়া সত্ত্বেও আফগানদের আফগানিস্তানে পাঠিয়ে দিচ্ছে পাকিস্তান।

কিন্তু দীর্ঘ সময় ধরে পাকিস্তানে থাকা এসব আফগান নিজ দেশে ফিরলেও; কোথায় যাবেন বা কী করবেন সে বিষয়গুলো নিয়ে অনিশ্চয়তার মধ্যে পড়েছেন।

সূত্র: খামা প্রেস

এনএ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ