সোমবার, ২২ সেপ্টেম্বর ২০২৫ ।। ৭ আশ্বিন ১৪৩২ ।। ৩০ রবিউল আউয়াল ১৪৪৭

শিরোনাম :
কাদিয়ানিদেরকে রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণা করুন: সম্মিলিত খতমে নবুওয়াত পরিষদ গাজায় ইসরায়েলি আগ্রাসনের প্রতিবাদে মরক্কোতে হাজারো মানুষের বিক্ষোভ দাওয়াত ও তাবলিগের নীরব বিপ্লব ফিলিস্তিনকে স্বীকৃতি দিলো যুক্তরাজ্য-কানাডা ও অস্ট্রেলিয়া গ্রেপ্তার এড়াতে বাস পাল্টায়, গন্ধে ১৪ কেজি গাঁজাসহ ধরা খেল তরুণী দুপুরের মধ্যে সাত অঞ্চলে ঝড়ের আভাস সত্তর হাজার কালেমা পড়লে কি মাগফিরাত পাওয়া যায়? ঢাবির হল রিডিংরুমে বসছে এসি, সংস্কার হবে ক্যান্টিনও: ডাকসু জিএস ধর্ষণে অন্তঃসত্ত্বা মাদরাসা ছাত্রী, অভিযুক্ত জামায়াতকর্মী গ্রেপ্তার. ইসলামকে একটি বার সুযোগ দেওয়ার অনুরোধ শায়খে চরমোনাইয়ের

গাজায় ফের হামলার তীব্রতা বাড়িয়েছে ইসরায়েল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ফাইল ছবি

ফিলিস্তিনের গাজায় আবারও হামলার তীব্রতা বাড়িয়েছে দখলদার ইসরায়েল। বৃহস্পতিবার থেকে অবরুদ্ধ ওই উপত্যকায় হামলা আরও জোরদার করে ইহুদিবাদী সেনারা।

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা জানিয়েছে, সেখানকার পরিস্থিতি এখন ভয়ঙ্কর এবং বিশৃঙ্খল।  

গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, দখলদার ইসরায়েল বৃহস্পতিবার মধ্যাঞ্চলীয় গাজা সিটির আহলি আরব হাসপাতালে কাছে হামলা চালায়। এতে অন্তত ৮ ফিলিস্তিনি নিহত হন।
এছাড়া গাজার উত্তরাঞ্চলের জাবালিয়া শরণার্থী ক্যাম্পেও হামলা হয়েছে। সেখানকার হামলায় অন্তত দুই ফিলিস্তিনি প্রাণ হারিয়েছেন।

ওই ক্যাম্পের বাসিন্দারা জানিয়েছেন সেখানে হামলার তীব্রতা বাড়ছে। হামলায় ধ্বংসস্তূপে যারা আটকা পড়েছেন তাদের উদ্ধার করতে হিমশিম খাচ্ছেন বেসামরিক বিভাগের কর্মীরা।

আরেক শরণার্থী ক্যাম্প নুসেরাতের কাছাকাছি ব্যাপক লড়াই চলছে।

আল জাজিরার সাংবাদিক তারেক আবু আজম রাফা থেকে জানিয়েছেন, দখলদার ইসরায়েলি সেনারা ব্যাপক কামান হামলা চালিয়ে পুরো পাড়া ধ্বংস করে দিচ্ছে। হামলা চালাতে তারা নজরদারি ড্রোন এবং যুদ্ধবিমান ব্যবহার করছে।

ইসরায়েলের হামলায় বৃহস্পতিবার গাজায় আরও ৬৩ জনের মৃত্যু হয়েছে। এছাড়া একই সময়ের মধ্যে আহত হয়েছেন আরও ৪৫ জন।

এ নিয়ে গাজায় মোট নিহতের সংখ্যা দাঁড়িয়েছে ৩৩ হাজার ৫৪৫ জনে। অপরদিকে আহত হয়েছেন আরও ৭৬ হাজার ৯৪ জন। সূত্র: আল জাজিরা

কেএল/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ