সোমবার, ২২ সেপ্টেম্বর ২০২৫ ।। ৭ আশ্বিন ১৪৩২ ।। ৩০ রবিউল আউয়াল ১৪৪৭

শিরোনাম :
গ্রেপ্তার এড়াতে বাস পাল্টায়, গন্ধে ১৪ কেজি গাঁজাসহ ধরা খেল তরুণী দুপুরের মধ্যে সাত অঞ্চলে ঝড়ের আভাস সত্তর হাজার কালেমা পড়লে কি মাগফিরাত পাওয়া যায়? ঢাবির হল রিডিংরুমে বসছে এসি, সংস্কার হবে ক্যান্টিনও: ডাকসু জিএস ধর্ষণে অন্তঃসত্ত্বা মাদরাসা ছাত্রী, অভিযুক্ত জামায়াতকর্মী গ্রেপ্তার. ইসলামকে একটি বার সুযোগ দেওয়ার অনুরোধ শায়খে চরমোনাইয়ের বক্তা আমির হামজার বক্তব্য মনগড়া ও অসত্য: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সড়ক দুর্ঘটনায় নিহত পরিবারকে ৫ লাখ টাকা ক্ষতিপূরণ দেবে বিআরটিএ নিজ খরচে দৃষ্টিনন্দন মসজিদ নির্মাণ করলেন তামিম ইকবাল ফজলুর রহমানের মন্তব্যের প্রতিবাদ ডাকসু নেতাদের

আল্লাহু আকবার ধ্বনিতে প্রকম্পিত যুক্তরাষ্ট্রের টাইমস স্কয়ার 

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

টানা তৃতীয়বারের মতো এবারও পবিত্র মাহে রমজানের দ্বিতীয় দিন (৩ মার্চ) তারাবির নামাজ আদায়ের মাধ্যমে যুক্তরাষ্ট্রের টাইমস স্কয়ারে সমাগম ঘটলো হাজারও মুসল্লির। যুক্তরাষ্ট্রে বসবাসরত মুসলিমদের বেশ কয়েকটি সামাজিক সংগঠনের সম্মিলিত প্রয়াসে পূর্ণতা পায় এই আয়োজন। এসময় তরুণ ইমাম ফরাজ 

হোসেনের নেতৃত্বে সম্পন্ন হয় তারাবির নামাজ। যেখানে সন্ধ্যার আগেই কানায় কানায় পরিপূর্ণ হয়ে যায় যুক্তরাষ্ট্রের টাইমস স্কয়ার। হাজারো মুসল্লির কন্ঠে সমস্বরে উচ্চারিত হয়,'নারায়ে তাকবির,আল্লাহু আকবার'।

নামাজ আদায় শেষে যু্দ্ধ থেকে পরিত্রাণ এবং সকল প্রকার সংকট থেকে মুসলিমদের হেফাজত উত্তরণের জন্য মহান রবের দরবারে করা হয় বিশেষ মোনাজাত। এছাড়া ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরাইলী বাহিনীর হামলায় বিধ্বস্ত ফিলিস্তিনিদের জন্য বিশেষ মোনাজাত করা হয়। 

মোনাজাতে গৃহহারা,পরিবার হারানো অসহায় ফিলিস্তিনবাসীদের জন্য কান্নায় ভেঙে পরে হাজারো মানুষ। সংকট থেকে মুক্তি লাভের জন্য দোয়া করা হয় মুসলিম দেশ বিশেষত আফগানিস্তান এবং সুদানের জন্যও।

এবিষয়ে উদ্যোক্তারা জানান, ইসলামভীতি দূর করা,যু্দ্ধ এবং সংকটে মুসলিমদের একাত্মতা, ধর্মের প্রকৃত সৌন্দর্য সম্পর্কে জানানো এবং সম্প্রীতির বার্তা তুলে ধরতেই এমন আয়োজন। এছাড়া সারা বিশ্বে বিনোদনকেন্দ্র হিসেবে পরিচিত টাইমস স্কয়ারে এসময় তারাবির নামাজে অংশ নেন নারীরাও।

গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে হিজাব পরিহিত এক মুসলিম নারী বলেন, আমরা চাই বিশ্ব থেকে ইসলামোফোবিয়া দূর হোক, হিজাবকে পবিত্রতা রক্ষা এবং ধর্মীয় নিয়ম পালনের একটি উপকরণ হিসেবেই বিবেচনা করা হোক।

তিনি আরও বলেন, তাছাড়া এখানে আমরা সমবেত হয়েছি মুসলিম-অমুসলিম সবার সাথে রমজানের বিশেষ মূহুর্তগুলো ভাগ করে নিতে। একসাথে খাবার খাওয়াসহ নিজ ধর্ম সম্পর্কে অমুসলিমদের পরিচয় করানো  অসাধারণ একটি বিষয়।

এনআরএন/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ