সোমবার, ২২ সেপ্টেম্বর ২০২৫ ।। ৭ আশ্বিন ১৪৩২ ।। ৩০ রবিউল আউয়াল ১৪৪৭

শিরোনাম :
গ্রেপ্তার এড়াতে বাস পাল্টায়, গন্ধে ১৪ কেজি গাঁজাসহ ধরা খেল তরুণী দুপুরের মধ্যে সাত অঞ্চলে ঝড়ের আভাস সত্তর হাজার কালেমা পড়লে কি মাগফিরাত পাওয়া যায়? ঢাবির হল রিডিংরুমে বসছে এসি, সংস্কার হবে ক্যান্টিনও: ডাকসু জিএস ধর্ষণে অন্তঃসত্ত্বা মাদরাসা ছাত্রী, অভিযুক্ত জামায়াতকর্মী গ্রেপ্তার. ইসলামকে একটি বার সুযোগ দেওয়ার অনুরোধ শায়খে চরমোনাইয়ের বক্তা আমির হামজার বক্তব্য মনগড়া ও অসত্য: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সড়ক দুর্ঘটনায় নিহত পরিবারকে ৫ লাখ টাকা ক্ষতিপূরণ দেবে বিআরটিএ নিজ খরচে দৃষ্টিনন্দন মসজিদ নির্মাণ করলেন তামিম ইকবাল ফজলুর রহমানের মন্তব্যের প্রতিবাদ ডাকসু নেতাদের

জার্মানি থেকে হজের জন্য সাইকেলযাত্রা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

জার্মানি থেকে সৌদি আরবের উদ্দেশ্যে সাইকেল চালিয়ে যাত্রা শুরু করেছেন এক তুর্কি অভিযাত্রী। সৌদি আরবে পৌঁছানোর জন্য তাকে ছয় হাজার কিলোমিটার পথ পাড়ি দিতে হবে।

তুরস্কের ২৬ বছর বয়সী বুরাক ওজতুর্ক তার সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে জানিয়েছেন, ২০২৫ সালে পবিত্র হজ পালনের জন্য হজের সময় শুরুর আগেই তিনি মক্কায় পৌঁছাবেন।

সাইক্লিস্ট বুরাক ওজতুর্ক জার্মানির স্টুটগার্ট শহর থেকে রওনা দিয়েছেন। তিনি দশটি দেশ পেরিয়ে পবিত্র নগরীতে পৌঁছানোর পরিকল্পনা করেছেন।

এই সাহসী সাইক্লিস্ট তার ভ্রমণের অভিজ্ঞতা সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করছেন, যার মাধ্যমে তার অনুসারীরা বিভিন্ন দেশের বৈচিত্র্যময় ভূপ্রকৃতি ও সংস্কৃতি সম্পর্কে জানার সুযো্গ পাচ্ছে। নির্দিষ্ট কোনো তারিখ নির্ধারণ না করলেও, ওজতুর্ক আত্মবিশ্বাসী, যে তিনি হজের আনুষ্ঠানিকতা শুরু হওয়ার অনেক আগেই মক্কায় পৌঁছে যাবেন।

ওজতুর্কের যাত্রাপথ ইউরোপ ও মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশকে সংযুক্ত করেছে। তিনি যাত্রাপথে অস্ট্রিয়া, স্লোভেনিয়া, ক্রোয়েশিয়া, সার্বিয়া, কসোভো, উত্তর মেসিডোনিয়া, গ্রীস এবং তার পূর্বপুরুষদের দেশ তুরস্ক পাড়ি দেবেন। এরপর সিরিয়া ও জর্ডান হয়ে অবশেষে ইসলামের জন্মভূমি সৌদি আরব পৌঁছাবেন।

তিনি জানান, এই অসাধারণ যাত্রার পরিকল্পনা দুই বছর আগেই করেছিলেন, কিন্তু পারিবারিক জরুরি পরিস্থিতির কারণে তা স্থগিত করতে হয়। তবে, এই সময়কে তিনি প্রস্তুতির জন্য কাজে লাগিয়েছেন, যার মধ্যে বিভিন্ন দেশের ভিসা ও পারমিট সংগ্রহ করে নিরাপদ যাত্রার ব্যবস্থা করেছেন।

তিনি ভ্রমণ সংক্রান্ত সমস্ত আইনি বিষয় সম্পন্ন করেছেন, যাতে ভ্রমণের সময় যে দেশগুলোতে যাবেন। সেখান দিয়ে যাওয়ার সময় কোনো অসুবিধা না হয়।

এদিকে, সৌদি আরবের হজ ও উমরা মন্ত্রণালয় ইতোমধ্যে সৌদি নাগরিক ও দেশটির মুসলিম বাসিন্দাদের জন্য ২০২৫ সালের হজ নিবন্ধন চালু করেছে। গত বছর হজে প্রায় ১৮ লাখ মুসলিম অংশ নিয়েছিলেন, যার মধ্যে ১৬ লাখ ছিলেন বিদেশি হজযাত্রী।

নারনা/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ