শনিবার, ২৯ মার্চ ২০২৫ ।। ১৫ চৈত্র ১৪৩১ ।। ২৯ রমজান ১৪৪৬

শিরোনাম :
ঈদের ফিরতি ট্রেনের টিকিট : সর্বশেষ দিন ৩০ মার্চ। চাঁদ দেখা কমিটির সভা রোববার, জানা যাবে কবে ঈদ জুমার সময় ভূমিকম্প, মসজিদ ধসে নিহত অন্তত ২০ ক্ষমা করে দেই ; ক্ষমা নিয়ে নেই ভূমিকম্পে মিয়ানমারে নিহত ১৪৪, থাইল্যান্ডে ধ্বংসস্তূপের নিচে শতাধিক মানুষ কাবা প্রাঙ্গণে টানা ৩৫ বছর কোরআন খতমের রেকর্ড গড়বেন যিনি শরহে বেকায়ায় ১ম স্থান নারায়ণগঞ্জের জামিআ উম্মে মুআয তা'লীমুননিসা’র  হিফজুল কুরআনে সারাদেশে প্রথম গাজীপুরের বাইতুল হিকমাহ’র শিক্ষার্থী মু’তাসিম বিল্লাহ  ৩ মে ঢাকায় হেফাজতে ইসলামের মহাসমাবেশ এবং জুন মাসে জাতীয় কনভেনশন অনুষ্ঠিত হবে আহত নূরুল করীম আকরামের খোঁজ নিতে হাসপাতালে ইসলামী আন্দোলনের নেতৃবৃন্দ

প্রকল্প সম্পন্ন, মসজিদুল হারামে নতুন যুগের সূচনা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

পবিত্র মসজিদুল হারাম গোটা দুনিয়ার মুসলমানদের প্রাণ। এই হারাম শরিফকে সম্প্রসারণের মহাপরিকল্পনা নিয়েছিল সৌদি সরকার। প্রায় ১৫ বছরে সেই প্রকল্প অবশেষে শেষ হয়েছে। এর মাধ্যমে হজ ও ওমরাযাত্রীদের নতুন সুযোগ-সুবিধা বৃদ্ধি এবং মসজিদুল হারামে এক নতুন যুগের সূচনা হলো বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

বিস্তৃত সংস্কার ও সম্প্রসারণ কার্যক্রমের মাধ্যমে মসজিদ আল হারাম এক নতুন রূপ লাভ করেছে, যেখানে সংযোজিত হয়েছে অত্যাধুনিক সুযোগ-সুবিধা, উন্নত ভিড় ব্যবস্থাপনা ব্যবস্থা, ব্যাপকভাবে সম্প্রসারিত নামাজের স্থান। এই প্রকল্পের ফলে দর্শনার্থীদের অভিজ্ঞতা আরও উন্নত হবে বলে মনে করে সৌদি।

কর্তৃপক্ষ জানিয়েছে, সম্প্রসারণ প্রকল্পের সফল সমাপ্তি সৌদি আরবের দূরদর্শী দৃষ্টিভঙ্গির প্রতিফলন। এটি দেশটির ধর্মীয় ঐতিহ্য সংরক্ষণের পাশাপাশি সৌদি আরবের বৃহত্তর ভিশন ২০৩০ লক্ষ্য অর্জনের সাথে সামঞ্জস্যপূর্ণ।

এই প্রকল্প ব্যাপক সমর্থন লাভ করেছে, এর সফল সমাপ্তি হজ, ওমরা এবং অন্যান্য বিশেষ উপলক্ষ্যে ক্রমবর্ধমান হজযাত্রীদের সুষ্ঠু ব্যবস্থাপনার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

মসজিদ আল হারাম এই নতুন উন্নয়নের ধাপে প্রবেশ করায়, হজযাত্রী ও দর্শনার্থীরা আরও আধুনিক, দক্ষ ও আধ্যাত্মিকভাবে মনোমুগ্ধকর পরিবেশ উপভোগ করতে পারবেন, যা পবিত্র এই স্থানের ঐতিহ্যকে যথাযথভাবে সম্মান জানায়। সূত্র : দ্য ইসলামিক ইনফরমেশন

এমএইচ/


সম্পর্কিত খবর



সর্বশেষ সংবাদ