শনিবার, ২৯ মার্চ ২০২৫ ।। ১৫ চৈত্র ১৪৩১ ।। ২৯ রমজান ১৪৪৬

শিরোনাম :
ঈদের ফিরতি ট্রেনের টিকিট : সর্বশেষ দিন ৩০ মার্চ। চাঁদ দেখা কমিটির সভা রোববার, জানা যাবে কবে ঈদ জুমার সময় ভূমিকম্প, মসজিদ ধসে নিহত অন্তত ২০ ক্ষমা করে দেই ; ক্ষমা নিয়ে নেই ভূমিকম্পে মিয়ানমারে নিহত ১৪৪, থাইল্যান্ডে ধ্বংসস্তূপের নিচে শতাধিক মানুষ কাবা প্রাঙ্গণে টানা ৩৫ বছর কোরআন খতমের রেকর্ড গড়বেন যিনি শরহে বেকায়ায় ১ম স্থান নারায়ণগঞ্জের জামিআ উম্মে মুআয তা'লীমুননিসা’র  হিফজুল কুরআনে সারাদেশে প্রথম গাজীপুরের বাইতুল হিকমাহ’র শিক্ষার্থী মু’তাসিম বিল্লাহ  ৩ মে ঢাকায় হেফাজতে ইসলামের মহাসমাবেশ এবং জুন মাসে জাতীয় কনভেনশন অনুষ্ঠিত হবে আহত নূরুল করীম আকরামের খোঁজ নিতে হাসপাতালে ইসলামী আন্দোলনের নেতৃবৃন্দ

মসজিদে নববীতে ইতেকাফে ১২০ দেশের চার হাজার মুসল্লি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

চলছে পবিত্র রমজানের শেষ দশক। প্রতিবারের মতো এবারও মদিনার মসজিদে নববীতে ইতেকাফ করছেন বিভিন্ন দেশের মুসল্লিরা। এবার এই মসজিদে ইতেকাফে বসেছেন ১২০ দেশের প্রায় চার হাজার হাজার মুসল্লি। সৌদি প্রেস এজেন্সি (এসপিএ) সূত্রে আরব নিউজের খবরে এ তথ্য জানা যায়। 

খবরে বলা হয়, পুরুষ মুসল্লিদের জন্য মসজিদের পশ্চিম দিকের ছাদের অংশ এবং নারী মুসল্লিদের জন্য উত্তর-পূর্ব অংশ নির্ধারণ করা হয়েছে। পুরুষরা ৬ ও ১০ নম্বর সিড়ি এবং নারীরা ২৪ ও ২৫ নম্বর দরজা দিয়ে নির্ধারিত স্থানে প্রবেশ করতে পারবেন।ইতেকাফরত মুসল্লিদের সুবিধার্থে বিশেষ সহায়তা হেল্প ডেস্ক, ব্যক্তিগত জিনিসপত্র রাখার লকার, ফার্স্ট এইড সুবিধাসহ মেডিক্যাল ক্লিনিক, বহুভাষিক অনুবাদ সেবা এবং ধর্মীয় শিক্ষার ব্যবস্থা করা হয়েছে। 

তাছাড়া ইফতার, রাতের খাবার, সাহরি এবং মোবাইল চার্জিং স্টেশনের সুবিধাও রয়েছে। প্রতি মুসল্লিকে একটি কেয়ার কিট ও রিস্টব্যান্ড দেওয়া হয়েছে, যা তাদের চলাচল ও নির্ধারিত এলাকায় প্রবেশ সহজ করবে।

গালফ নিউজের খবর অনুযায়ী, মক্কার গ্র্যান্ড মসজিদ এবং মদিনার মসজিদে নববীতে ১০ হাজার ইতেকাফকারীর জন্য যাবতীয় ব্যবস্থা সম্পন্ন করেছে সৌদি কর্তৃপক্ষ।

এমএম/


সম্পর্কিত খবর



সর্বশেষ সংবাদ