সোমবার, ১২ জানুয়ারি ২০২৬ ।। ২৮ পৌষ ১৪৩২ ।। ২৩ রজব ১৪৪৭

শিরোনাম :
নির্বাচন ডাকাতি যেন আর কখনো না ঘটতে পারে সেই ব্যবস্থা করতে হবে গণভোটে ‘হ্যাঁ’ জয়ী হলে আর কখনও রাতের ভোট হবে না: আলী রীয়াজ এবার খামেনির পক্ষে ইরানের রাস্তায় লাখ লাখ মানুষ! কায়কোবাদকে ফের সংসদে দেখতে চায় মুরাদনগর উপজেলা জমিয়ত ‘তিন ভাই মিলে খুন করলেন কেন?’ বিস্মিত বিচারকের প্রশ্ন ‘মোশাররফ ঠাকুরের বক্তব্য অবমাননাকর, তাকে ক্ষমা চাইতে হবে’ নানুপুর মাদরাসার খতমে বুখারি ও দোয়া মাহফিল ১৬ জানুয়ারি ট্রেনের ধাক্কায় দুমড়ে-মুচড়ে গেল পিকআপ ভ্যান, দুই ভাইসহ নিহত ৩ ‘নিকাব নিয়ে কুরুচিপূর্ণ বক্তব্যে মোশাররফ ঠাকুরকে প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে’ ভারতে পৌঁছালেন তালেবান-নিযুক্ত প্রথম কূটনীতিক, দিল্লি দূতাবাসে তোড়জোড়

ভারতের আরেক যুদ্ধবিমান ভূপাতিত, সবমিলিয়ে দাঁড়াল তিনে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ভারতের আরও একটি যুদ্ধবিমান ভূপাতিত করেছে পাকিস্তান। দেশটির নিরাপত্তা ও সরকারি সূত্র যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যম সিএনএনের কাছে এ তথ্য নিশ্চিত করেছে।

পাকিস্তানের এক জ্যেষ্ঠ গোয়েন্দা কর্মকর্তা জানিয়েছেন, ভারতের ভূখণ্ডের ভেতর আলাদা তিনটি জায়গায় বিমানগুলো ভূপাতিত করা হয়েছে। এরসঙ্গে গুলি করে আকাশ থেকে নামানো হয়েছে নয়াদিল্লির একটি ড্রোনও।

আরেক কর্মকর্তা আলাদাভাবে সিএনএনকে নিশ্চিত করেন ভারতের তিনটি যুদ্ধবিমান ও একটি ড্রোন ভূপাতিত করা হয়েছে।

তবে সিএনএন জানিয়েছে, তারা নিজেরা পাকিস্তানের এ দাবির সত্যতা যাচাই করতে পারেনি। তবে বিষয়টি নিশ্চিতে হতে ভারত সরকার ও দেশটির সেনাবাহিনীর সঙ্গে যোগাযোগের চেষ্টা চালানো হচ্ছে বলে জানিয়েছেন সংবাদমাধ্যমটি।

পাকিস্তানের ডিজিএফআইয়ের মহাপরিচালক লেফটেনেন্ট জেনারেল আহমেদ শরীফ চৌধুরী ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ানকে বলেছেন, আমরা নিশ্চিত করছি ভারতের অন্তত দুটি যুদ্ধবিমান ভূপাতিত করা হয়েছে।

তবে নাম গোপন রাখার শর্তে অপর এক জ্যেষ্ঠ সামরিক কর্মকর্তা গার্ডিয়ানকে বলেন, পাকিস্তানের সেনারা ভারতের তিনটি বিমান ভূপাতিত করেছে।

তিনি বলেন, “আমরা ভারতের পাঞ্জাব প্রদেশের বাথিন্দাতে একটি যুদ্ধবিমান, এবং দুটি বিমান ভারত অধিকৃত কাশ্মিরের অবন্তীপোরা এবং আখনুরে ভূপাতিত করেছি। পাকিস্তানে হামলার পর এই যুদ্ধবিমানগুলো ভারতে অবস্থান করছিল এবং ওই সময় আমরা (বিমান বিধ্বংসী) মিসাইল ছুড়ি।”

তিনি আরও বলেন, “পাকিস্তানে বেসামরিকদের ওপর হামলা চালিয়ে ভারত এই দ্বন্দ্বের সৃষ্টি করেছে। তাই আমাদের জবাব দিতে হতে। আমাদের দেশের অখণ্ডতা রক্ষা করতে হতো।”

গত ২২ এপ্রিল ভারতের জম্মু-কাশ্মিরের পেহেলগামে বন্দুকধারীদের হামলায় ২৬ জন নিহত হন। পাকিস্তান এতে পরোক্ষভাবে জড়িত এমন অভিযোগ তোলার পর দুই দেশের মধ্যে উত্তেজনা দেখা দেয়। যা মঙ্গলবার রাতে চূড়ান্ত রূপ ধারণ করে। ভারত মধ্যরাতে প্রথমে মিসাইল হামলা চালায়; এরপর পাকিস্তানও পাল্টা হামলা চালানো শুরু করে। ভারতের যুদ্ধবিমান ভূপাতিত করার পাশাপাশি তাদের একটি ব্রিগেড সদরদপ্তর ও সীমান্ত রেখার একটি নিরাপত্তা চৌকি ধ্বংস করে দেওয়ার দাবি করেছে পাকিস্তান।

এনএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ