রবিবার, ২১ সেপ্টেম্বর ২০২৫ ।। ৬ আশ্বিন ১৪৩২ ।। ২৯ রবিউল আউয়াল ১৪৪৭

শিরোনাম :
সিলেট মহানগরীর ২০নং ওয়ার্ড যুব জমিয়তের আহবায়ক কমিটি গঠন সম্পন্ন পেশীশক্তি ও কালো টাকার দৌরাত্ম বন্ধে পিআর পদ্ধতির প্রয়োজন- আহমদ আবদুল কাইয়ূম জেদ্দায় হজ সম্মেলন ও প্রদর্শনী নভেম্বরে আজ ফিলিস্তিনকে স্বীকৃতি দিচ্ছে যুক্তরাজ্য খেলাফত মজলিস বানিয়াচং উপজেলা শাখার ইউনিয়ন প্রতিনিধি সম্মেলন ‘নীলনদের পানি যেমন নীল নয়, তেমনি জামায়াতেও ইসলাম নেই’ কিশোরগঞ্জ জেলা বিএনপির সভাপতি শরীফুল, সম্পাদক মাজহারুল ‘ইসলামি শক্তির মধ্যে অনৈক্য সৃষ্টি করে এমন বক্তব্য থেকে বিরত থাকুন’ গণঅধিকার পরিষদ ও এনসিপির একীভূত হওয়ার আলোচনা, নেতৃত্ব নিয়ে জটিলতা পিআর সিস্টেমের নির্বাচন নিরাপদ নির্বাচন, আদর্শের নির্বাচন: শায়খে চরমোনাই

ভারতের আরেক যুদ্ধবিমান ভূপাতিত, সবমিলিয়ে দাঁড়াল তিনে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ভারতের আরও একটি যুদ্ধবিমান ভূপাতিত করেছে পাকিস্তান। দেশটির নিরাপত্তা ও সরকারি সূত্র যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যম সিএনএনের কাছে এ তথ্য নিশ্চিত করেছে।

পাকিস্তানের এক জ্যেষ্ঠ গোয়েন্দা কর্মকর্তা জানিয়েছেন, ভারতের ভূখণ্ডের ভেতর আলাদা তিনটি জায়গায় বিমানগুলো ভূপাতিত করা হয়েছে। এরসঙ্গে গুলি করে আকাশ থেকে নামানো হয়েছে নয়াদিল্লির একটি ড্রোনও।

আরেক কর্মকর্তা আলাদাভাবে সিএনএনকে নিশ্চিত করেন ভারতের তিনটি যুদ্ধবিমান ও একটি ড্রোন ভূপাতিত করা হয়েছে।

তবে সিএনএন জানিয়েছে, তারা নিজেরা পাকিস্তানের এ দাবির সত্যতা যাচাই করতে পারেনি। তবে বিষয়টি নিশ্চিতে হতে ভারত সরকার ও দেশটির সেনাবাহিনীর সঙ্গে যোগাযোগের চেষ্টা চালানো হচ্ছে বলে জানিয়েছেন সংবাদমাধ্যমটি।

পাকিস্তানের ডিজিএফআইয়ের মহাপরিচালক লেফটেনেন্ট জেনারেল আহমেদ শরীফ চৌধুরী ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ানকে বলেছেন, আমরা নিশ্চিত করছি ভারতের অন্তত দুটি যুদ্ধবিমান ভূপাতিত করা হয়েছে।

তবে নাম গোপন রাখার শর্তে অপর এক জ্যেষ্ঠ সামরিক কর্মকর্তা গার্ডিয়ানকে বলেন, পাকিস্তানের সেনারা ভারতের তিনটি বিমান ভূপাতিত করেছে।

তিনি বলেন, “আমরা ভারতের পাঞ্জাব প্রদেশের বাথিন্দাতে একটি যুদ্ধবিমান, এবং দুটি বিমান ভারত অধিকৃত কাশ্মিরের অবন্তীপোরা এবং আখনুরে ভূপাতিত করেছি। পাকিস্তানে হামলার পর এই যুদ্ধবিমানগুলো ভারতে অবস্থান করছিল এবং ওই সময় আমরা (বিমান বিধ্বংসী) মিসাইল ছুড়ি।”

তিনি আরও বলেন, “পাকিস্তানে বেসামরিকদের ওপর হামলা চালিয়ে ভারত এই দ্বন্দ্বের সৃষ্টি করেছে। তাই আমাদের জবাব দিতে হতে। আমাদের দেশের অখণ্ডতা রক্ষা করতে হতো।”

গত ২২ এপ্রিল ভারতের জম্মু-কাশ্মিরের পেহেলগামে বন্দুকধারীদের হামলায় ২৬ জন নিহত হন। পাকিস্তান এতে পরোক্ষভাবে জড়িত এমন অভিযোগ তোলার পর দুই দেশের মধ্যে উত্তেজনা দেখা দেয়। যা মঙ্গলবার রাতে চূড়ান্ত রূপ ধারণ করে। ভারত মধ্যরাতে প্রথমে মিসাইল হামলা চালায়; এরপর পাকিস্তানও পাল্টা হামলা চালানো শুরু করে। ভারতের যুদ্ধবিমান ভূপাতিত করার পাশাপাশি তাদের একটি ব্রিগেড সদরদপ্তর ও সীমান্ত রেখার একটি নিরাপত্তা চৌকি ধ্বংস করে দেওয়ার দাবি করেছে পাকিস্তান।

এনএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ