পাকিস্তানের আজাদ কাশ্মিরসহ দেশটির কয়েকটি স্থানে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ভারত। মধ্যরাতে পাকিস্তানের মোট নয়টি জায়গায় হামলা চালানো হয়েছে বলে ভারতের সরকার দাবি করেছে।
অন্যদিকে ভারত-শাসিত কাশ্মিরে পাল্টা হামলা চালিয়েছে পাকিস্তানের সামরিক বাহিনী। এতে কমপক্ষে ৩ জন নিহত হয়েছেন বলে ভারতীয় সেনাবাহিনী জানিয়েছে। বুধবার (৭ মে) এই তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।
সংবাদমাধ্যমটি বলছে, সংবাদ সংস্থা রয়টার্স এবং এএফপি জানিয়েছে— ভারত-শাসিত কাশ্মিরে পাকিস্তানি সেনাদের সামরিক অভিযানে তিনজন ভারতীয় বেসামরিক নাগরিক নিহত হয়েছেন বলে ভারতীয় সেনাবাহিনী জানিয়েছে।
ভারতীয় সেনাবাহিনী এক বিবৃতিতে জানিয়েছে, পাকিস্তানি সেনাবাহিনী কাশ্মিরকে বিভক্তকারী সীমান্ত নিয়ন্ত্রণরেখা পেরিয়ে “নির্বিচারে গুলিবর্ষণ” শুরু করেছে।
তাদের দাবি, “নির্বিচারে গুলিবর্ষণ/গোলাবর্ষণে তিনজন নিরীহ বেসামরিক নাগরিক প্রাণ হারিয়েছেন। ভারতীয় বাহিনীও আনুপাতিকভাবে জবাব দিচ্ছে।”
এদিকে ভারতের মিসাইল হামলার জবাবে দেশটির পাঁচটি যুদ্ধবিমান ভূপাতিত করার কথা জানিয়েছেন পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ। মার্কিন সংবাদমাধ্যম ব্লুমবার্গকে এ তথ্য জানান তিনি। এছাড়া কয়েকজন ভারতীয় সেনাকে যুদ্ধবন্দি হিসেবে আটকের কথাও জানিয়েছেন তিনি।
খাজা আসিফ জানিয়েছেন, যদি ভারত আগ্রাসী মনোভাব বাদ দেয় তাহলে তারা তাদের সঙ্গে আলোচনায় বসবেন। কিন্তু ভারত যদি আগ্রাসী কিছু করে তাহলে তারা অবশ্যই জবাব দেবেন।
খাজা আসিফ বলেন, “যদি এসব শত্রুতাপূর্ণ কর্মকাণ্ড বন্ধ হয়, আমরা অবশ্যই ভারতের সঙ্গে কথা বলব। আমরা চাই না এই পরিস্থিতি আরও খারাপ হোক। কিন্তু ভারত থেকে যদি শত্রুতাপূর্ণ কিছু আসে, তাহলে আমাদের জবাব দিতে হবে।”
এনএইচ/