বৃহস্পতিবার, ০৮ মে ২০২৫ ।। ২৪ বৈশাখ ১৪৩২ ।। ১০ জিলকদ ১৪৪৬

শিরোনাম :
ইত্তেফাকুল মাদারিসিল ক্বাওমিয়্যাহ কেরানীগঞ্জের শিক্ষক সম্মেলন অনুষ্ঠিত শাপলা ও পিলখানার বিচার দাবিতে জমিয়তের বিক্ষোভ মিছিল সামরিক হামলার নিন্দা জানিয়ে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান তারেক রহমানের ভারতকে যুদ্ধ যুদ্ধ খেলা বন্ধ করতে হবে: ইসলামী মুক্তিযোদ্ধা পরিষদ হজযাত্রীদের সবধরনের সুবিধা দেওয়ার নির্দেশ সৌদি যুবরাজের নারী কমিশন ইসলামিক চিন্তাবিদদের সমন্বয়ে পুনর্গঠন করতে হবে ইসলামী ঐক্যজোটের সঙ্গে সংলাপে বসছে ইসলামী আন্দোলন আইসক্রিম খাওয়া স্বাস্থ্যের জন্য কতটা ভালো? অধিকাংশ সংস্কার প্রস্তাবে ইসলামী আন্দোলনের ঐকমত্য, কয়েকটিতে দ্বিমত কোনো সন্ত্রাসী যেন দেশে প্রবেশ করতে না পারে: আইজিপি

সাদা পতাকা উড়িয়ে’ পরাজয় স্বীকার করেছে ভারত: দাবি পাকিস্তানের


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: ইন্টারনেট

পাকিস্তানের রাষ্ট্রীয় গণমাধ্যম পিটিভি নিউজের এক ভিডিও ফুটেজে একটি কাঠামোর ওপর সাদা পতাকা উড়তে দেখা যায়। দাবি করা হচ্ছে, সেটি ভারতীয় সেনা ঘাঁটি থেকে ওড়ানো হয়েছে।

ভারত-পাকিস্তানের সামরিক সীমান্ত রেখা লাইন অব কন্ট্রোল সংলগ্ন চুরা কমপ্লেক্স এলাকায় সাদা পতাকা উড়িয়েছে ভারতীয় সেনাবাহিনী। পাকিস্তানের তথ্যমন্ত্রী আতাউল্লাহ তারার দাবি করেছেন, সাদা পতাকা প্রদর্শনের মাধ্যমে ভারত পরাজয় স্বীকার করে নিয়েছে।

আজ বুধবার সকাল ৭টায় সাংবাদিকদের এসব তথ্য জানান তারার। তার বক্তব্য প্রচারের সময় পাকিস্তানের রাষ্ট্রীয় গণমাধ্যম পিটিভি নিউজে, এমন একটি ভিডিও ফুটেজ সম্প্রচার করা হয়, যেখানে একটি কাঠামোর ওপর সাদা পতাকা উড়তে দেখা যায়, যা দাবি করা হয় ভারতীয় সেনা ঘাঁটি থেকে ওড়ানো হয়েছে।

তথ্যমন্ত্রী আতাউল্লাহ তারার বলেন, লাইন অব কন্ট্রোল সংলগ্ন ভারতীয় সেনাঘাঁটিগুলোতে 'সাদা পতাকা' ওড়ানো হচ্ছে।

তিনি আরও জানান, ভারতীয় একটি যুদ্ধবিমান ভূপাতিত হওয়ার দৃশ্য ভারতীয় সংবাদমাধ্যমেও প্রচার করা হয়েছে। তারার দাবি করেন, পাকিস্তান সেনাবাহিনীর রাতভর পালটা অভিযানের পর লাইন অব কন্ট্রোলের আশপাশের ভারতীয় সেনাঘাঁটিগুলোতে সাদা পতাকা ওড়ানো হয়, যা ভারতের পরাজয় স্বীকারের ইঙ্গিতই বহন করে।

তিনি আবারও দাবি করেন, ভারতীয় বাহিনী যেখানে নিরীহ বেসামরিক মানুষদের ওপর হামলা চালিয়েছে, পাকিস্তান সশস্ত্র বাহিনী কেবল সামরিক স্থাপনাগুলো লক্ষ্য করেই আঘাত হেনেছে এবং সেগুলো ধ্বংস করেছে।

আরএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ