সোমবার, ১২ জানুয়ারি ২০২৬ ।। ২৮ পৌষ ১৪৩২ ।। ২৩ রজব ১৪৪৭

শিরোনাম :
নির্বাচন ডাকাতি যেন আর কখনো না ঘটতে পারে সেই ব্যবস্থা করতে হবে গণভোটে ‘হ্যাঁ’ জয়ী হলে আর কখনও রাতের ভোট হবে না: আলী রীয়াজ এবার খামেনির পক্ষে ইরানের রাস্তায় লাখ লাখ মানুষ! কায়কোবাদকে ফের সংসদে দেখতে চায় মুরাদনগর উপজেলা জমিয়ত ‘তিন ভাই মিলে খুন করলেন কেন?’ বিস্মিত বিচারকের প্রশ্ন ‘মোশাররফ ঠাকুরের বক্তব্য অবমাননাকর, তাকে ক্ষমা চাইতে হবে’ নানুপুর মাদরাসার খতমে বুখারি ও দোয়া মাহফিল ১৬ জানুয়ারি ট্রেনের ধাক্কায় দুমড়ে-মুচড়ে গেল পিকআপ ভ্যান, দুই ভাইসহ নিহত ৩ ‘নিকাব নিয়ে কুরুচিপূর্ণ বক্তব্যে মোশাররফ ঠাকুরকে প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে’ ভারতে পৌঁছালেন তালেবান-নিযুক্ত প্রথম কূটনীতিক, দিল্লি দূতাবাসে তোড়জোড়

সাদা পতাকা উড়িয়ে’ পরাজয় স্বীকার করেছে ভারত: দাবি পাকিস্তানের


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: ইন্টারনেট

পাকিস্তানের রাষ্ট্রীয় গণমাধ্যম পিটিভি নিউজের এক ভিডিও ফুটেজে একটি কাঠামোর ওপর সাদা পতাকা উড়তে দেখা যায়। দাবি করা হচ্ছে, সেটি ভারতীয় সেনা ঘাঁটি থেকে ওড়ানো হয়েছে।

ভারত-পাকিস্তানের সামরিক সীমান্ত রেখা লাইন অব কন্ট্রোল সংলগ্ন চুরা কমপ্লেক্স এলাকায় সাদা পতাকা উড়িয়েছে ভারতীয় সেনাবাহিনী। পাকিস্তানের তথ্যমন্ত্রী আতাউল্লাহ তারার দাবি করেছেন, সাদা পতাকা প্রদর্শনের মাধ্যমে ভারত পরাজয় স্বীকার করে নিয়েছে।

আজ বুধবার সকাল ৭টায় সাংবাদিকদের এসব তথ্য জানান তারার। তার বক্তব্য প্রচারের সময় পাকিস্তানের রাষ্ট্রীয় গণমাধ্যম পিটিভি নিউজে, এমন একটি ভিডিও ফুটেজ সম্প্রচার করা হয়, যেখানে একটি কাঠামোর ওপর সাদা পতাকা উড়তে দেখা যায়, যা দাবি করা হয় ভারতীয় সেনা ঘাঁটি থেকে ওড়ানো হয়েছে।

তথ্যমন্ত্রী আতাউল্লাহ তারার বলেন, লাইন অব কন্ট্রোল সংলগ্ন ভারতীয় সেনাঘাঁটিগুলোতে 'সাদা পতাকা' ওড়ানো হচ্ছে।

তিনি আরও জানান, ভারতীয় একটি যুদ্ধবিমান ভূপাতিত হওয়ার দৃশ্য ভারতীয় সংবাদমাধ্যমেও প্রচার করা হয়েছে। তারার দাবি করেন, পাকিস্তান সেনাবাহিনীর রাতভর পালটা অভিযানের পর লাইন অব কন্ট্রোলের আশপাশের ভারতীয় সেনাঘাঁটিগুলোতে সাদা পতাকা ওড়ানো হয়, যা ভারতের পরাজয় স্বীকারের ইঙ্গিতই বহন করে।

তিনি আবারও দাবি করেন, ভারতীয় বাহিনী যেখানে নিরীহ বেসামরিক মানুষদের ওপর হামলা চালিয়েছে, পাকিস্তান সশস্ত্র বাহিনী কেবল সামরিক স্থাপনাগুলো লক্ষ্য করেই আঘাত হেনেছে এবং সেগুলো ধ্বংস করেছে।

আরএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ