রবিবার, ২১ সেপ্টেম্বর ২০২৫ ।। ৬ আশ্বিন ১৪৩২ ।। ২৯ রবিউল আউয়াল ১৪৪৭

শিরোনাম :
আজ ফিলিস্তিনকে স্বীকৃতি দিচ্ছে যুক্তরাজ্য খেলাফত মজলিস বানিয়াচং উপজেলা শাখার ইউনিয়ন প্রতিনিধি সম্মেলন ‘নীলনদের পানি যেমন নীল নয়, তেমনি জামায়াতেও ইসলাম নেই’ কিশোরগঞ্জ জেলা বিএনপির সভাপতি শরীফুল, সম্পাদক মাজহারুল ইসলামি শক্তির মধ্যে অনৈক্য সৃষ্টিকারী বক্তব্য থেকে বিরত থাকা উচিত গণঅধিকার পরিষদ ও এনসিপির একীভূত হওয়ার আলোচনা, নেতৃত্ব নিয়ে জটিলতা পিআর সিস্টেমের নির্বাচন নিরাপদ নির্বাচন, আদর্শের নির্বাচন: শায়খে চরমোনাই মসজিদ নিয়ে দ্বন্দ্ব, সড়কে জুমা আদায় হেফাজতের চার রাহবার সিরাতে মুস্তাকিমের পথ প্রদর্শক ছিলেন: হেফাজত আমির শ্রীমঙ্গলে খেলাফত মজলিসের সিরাতুন্নবী (সা.) সম্মেলন

সাদা পতাকা উড়িয়ে’ পরাজয় স্বীকার করেছে ভারত: দাবি পাকিস্তানের


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: ইন্টারনেট

পাকিস্তানের রাষ্ট্রীয় গণমাধ্যম পিটিভি নিউজের এক ভিডিও ফুটেজে একটি কাঠামোর ওপর সাদা পতাকা উড়তে দেখা যায়। দাবি করা হচ্ছে, সেটি ভারতীয় সেনা ঘাঁটি থেকে ওড়ানো হয়েছে।

ভারত-পাকিস্তানের সামরিক সীমান্ত রেখা লাইন অব কন্ট্রোল সংলগ্ন চুরা কমপ্লেক্স এলাকায় সাদা পতাকা উড়িয়েছে ভারতীয় সেনাবাহিনী। পাকিস্তানের তথ্যমন্ত্রী আতাউল্লাহ তারার দাবি করেছেন, সাদা পতাকা প্রদর্শনের মাধ্যমে ভারত পরাজয় স্বীকার করে নিয়েছে।

আজ বুধবার সকাল ৭টায় সাংবাদিকদের এসব তথ্য জানান তারার। তার বক্তব্য প্রচারের সময় পাকিস্তানের রাষ্ট্রীয় গণমাধ্যম পিটিভি নিউজে, এমন একটি ভিডিও ফুটেজ সম্প্রচার করা হয়, যেখানে একটি কাঠামোর ওপর সাদা পতাকা উড়তে দেখা যায়, যা দাবি করা হয় ভারতীয় সেনা ঘাঁটি থেকে ওড়ানো হয়েছে।

তথ্যমন্ত্রী আতাউল্লাহ তারার বলেন, লাইন অব কন্ট্রোল সংলগ্ন ভারতীয় সেনাঘাঁটিগুলোতে 'সাদা পতাকা' ওড়ানো হচ্ছে।

তিনি আরও জানান, ভারতীয় একটি যুদ্ধবিমান ভূপাতিত হওয়ার দৃশ্য ভারতীয় সংবাদমাধ্যমেও প্রচার করা হয়েছে। তারার দাবি করেন, পাকিস্তান সেনাবাহিনীর রাতভর পালটা অভিযানের পর লাইন অব কন্ট্রোলের আশপাশের ভারতীয় সেনাঘাঁটিগুলোতে সাদা পতাকা ওড়ানো হয়, যা ভারতের পরাজয় স্বীকারের ইঙ্গিতই বহন করে।

তিনি আবারও দাবি করেন, ভারতীয় বাহিনী যেখানে নিরীহ বেসামরিক মানুষদের ওপর হামলা চালিয়েছে, পাকিস্তান সশস্ত্র বাহিনী কেবল সামরিক স্থাপনাগুলো লক্ষ্য করেই আঘাত হেনেছে এবং সেগুলো ধ্বংস করেছে।

আরএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ