রবিবার, ২১ সেপ্টেম্বর ২০২৫ ।। ৫ আশ্বিন ১৪৩২ ।। ২৯ রবিউল আউয়াল ১৪৪৭

শিরোনাম :

ইরানের পাল্টা হামলা: ইসরায়েলের আকাশসীমায় শতাধিক ড্রোন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আন্তর্জাতিক ডেস্ক | আওয়ার ইসলাম

ইসরায়েলের হামলার জবাবে পাল্টা হামলা চালিয়েছে ইরান। গত কয়েক ঘণ্টায় ইরান ইসরায়েলে ১০০টিরও বেশি ড্রোন হামলা চালিয়েছে বলে জানিয়েছে তেল আবিব।বিষয়টি নিশ্চিত করেছে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ)।

এর আগে ইসরায়েল তেহরান ও তার আশপাশের গুরুত্বপূর্ণ পারমাণবিক ও সামরিক স্থাপনাগুলোর ওপর ভয়াবহ হামলা চালায়। এতে ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)-এর প্রধান কমান্ডার জেনারেল হোসেইন সালামি নিহত হন।

এই হামলার পর তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলি খামেনি। জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে তিনি বলেন, “জায়নবাদি শাসকরা নিজেদের জন্য তিক্ত ও যন্ত্রণাদায়ক পরিণতি ডেকে এনেছে। ইসরায়েলের জন্য ভয়াবহ শাস্তি অপেক্ষা করছে।”

তিনি আরও বলেন, “জায়নবাদিরা তাদের রক্তাক্ত হাত দিয়ে আমাদের প্রিয় দেশের বিরুদ্ধে অপরাধ করেছে। এমনকি আবাসিক এলাকাও তারা টার্গেট করেছে, যা তাদের বর্বরতা প্রমাণ করে।”

ইরানি বার্তাসংস্থা ইরনা জানিয়েছে, এই পাল্টা হামলা ইরানের প্রতিরক্ষা সক্ষমতার অংশ হিসেবেই বিবেচিত হচ্ছে।

এনএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ