রবিবার, ২১ সেপ্টেম্বর ২০২৫ ।। ৫ আশ্বিন ১৪৩২ ।। ২৯ রবিউল আউয়াল ১৪৪৭

শিরোনাম :

ইসরায়েলি বর্বরতার বিরুদ্ধে ঐক্যবদ্ধ হোন: মাওলানা আরশাদ মাদানী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

বর্বর ইহুদি রাষ্ট্র ইসরায়েলের বিরুদ্ধে মুসলিম বিশ্বকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন ভারতের জমিয়তে উলামায়ে হিন্দের সভাপতি ও দারুল উলুম দেওবন্দের প্রখ্যাত মুহাদ্দিস মাওলানা আরশাদ মাদানী।  ইরানের ওপর ইসরায়েলের সাম্প্রতিক হামলার তীব্র নিন্দা জানিয়ে তিনি বলেছেন, যুক্তরাষ্ট্রের সাহায্য ছাড়া ইসরায়েল এত বড় বর্বরতা চালাতে পারে না।

শনিবার (১৪ জুন) নয়া দিল্লির জমিয়তে উলামায়ে ইসলামের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

মাওলানা আরশাদ মাদানী বলেন, যেভাবে ইরানের সামরিক ঘাঁটি ও গুরুত্বপূর্ণ এলাকা লক্ষ্যবস্তু বানানো হয়েছে, তা আন্তর্জাতিক আইন ও জাতিসংঘের সিদ্ধান্ত লঙ্ঘন। এসব হামলা শুধু ইরানের বিরুদ্ধে নয়, বরং মুসলিম বিশ্বের ওপর এক ধরনের যুদ্ধ ঘোষণা।

মাওলানা মাদানী বলেন, ইরাকের বিরুদ্ধে আগেও এভাবে আগ্রাসন চালিয়ে দেশটিকে ধ্বংস করা হয়েছিল। এখন ইরানকেও সেই পথেই নিয়ে যেতে চাচ্ছে ইসরায়েল।

 তিনি অবিলম্বে জাতিসংঘ ও আন্তর্জাতিক সম্প্রদায়কে ইসরায়েলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান এবং মুসলিম দেশগুলোকে ঐক্যবদ্ধ হওয়ার অনুরোধ জানান।

এমএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ