শনিবার, ২০ সেপ্টেম্বর ২০২৫ ।। ৫ আশ্বিন ১৪৩২ ।। ২৮ রবিউল আউয়াল ১৪৪৭

শিরোনাম :

ইরান-ইসরায়েল যুদ্ধে সরাসরি যুক্ত না হতে যুক্তরাষ্ট্রকে রাশিয়ার সতর্কতা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ইরান-ইসরায়েল যুদ্ধের প্রেক্ষাপটে সরাসরি ইসরায়েলকে সামরিক সহায়তা না করতে যুক্তরাষ্ট্রকে সতর্কতা দিয়েছে রাশিয়া। দেশটির উপপররাষ্ট্রমন্ত্রী সের্গেই রায়েবকোভ বুধবার (১৮ জুন) বলেছেন, ইসরায়েলকে যদি যুক্তরাষ্ট্র সরাসরি সামরিক সহায়তা দেয়, তাহলে মধ্যপ্রাচ্যের পরিস্থিতি সম্পূর্ণ অস্থিতিশীল হয়ে পড়তে পারে।

এছাড়া, রুশ পররাষ্ট্র গোয়েন্দা সার্ভিসের প্রধান সের্গেই নারস্কিন আলাদা করে মন্তব্য করেছেন যে, ইরান-ইসরায়েল যুদ্ধ বর্তমানে এক সংকটপূর্ণ পরিস্থিতিতে রয়েছে।

এর আগে একটি মার্কিন সূত্র জানিয়েছিল, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরান-ইসরায়েল সংঘাত নিয়ে একাধিক বিকল্প বিবেচনা করছেন। এর মধ্যে রয়েছে, দখলদার ইসরায়েলের সঙ্গে যৌথভাবে ইরানের পরমাণু কেন্দ্রে হামলা চালানোর বিষয়টি। এসব পরিস্থিতির মধ্যে রাশিয়ার এই সতর্কবার্তা আসে।

এছাড়া, ট্রাম্প ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে ভবিষ্যতে হত্যার হুমকি দেন। তিনি বলেন, “আমরা জানি আয়াতুল্লাহ আলী খামেনি কোথায় আছেন, কিন্তু আমরা তাকে হত্যা করব না। অন্তত এ মুহূর্তে।”

সূত্র: রয়টার্স

এমএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ