শনিবার, ২০ সেপ্টেম্বর ২০২৫ ।। ৫ আশ্বিন ১৪৩২ ।। ২৮ রবিউল আউয়াল ১৪৪৭

শিরোনাম :
মসজিদে নববীতে এক দিনে বিতরণ ১৮৩ টন জমজমের পানি কলকাতায় বাংলাদেশি ইলিশের দাম চড়া, আগ্রহ হারাচ্ছে ক্রেতারা মাদরাসাতুল কুরআনে ‍দুই দিনব্যাপী সিরাত প্রতিযোগিতা অনুষ্ঠিত আগামী সরকার জুলাই আত্মত্যাগকে ধারণ করবে: স্বরাষ্ট্র উপদেষ্টা  ভারত থেকে দেশবিরোধী অপকৌশলে লিপ্ত শেখ হাসিনা: এ টি এম আজহার ৩৭ বছরের ইমামকে রাজকীয় বিদায় ইমাম-খতিবদের হয়রানি বন্ধে হেফাজতের ‘বিশেষ সেল’ খোলার আহ্বান এদেশের সব ভালো কাজেই বিএনপির অবদান রয়েছে: মির্জা ফখরুল সংকট এড়িয়ে ফ্যাসিবাদবিরোধী ঐক্য বজায় রাখার আহ্বান সালাহউদ্দিনের জামায়াতের আমির হামযার বক্তব্যের কড়া প্রতিবাদ মুহসীন হল শিক্ষার্থীদের

ইরান-ইসরায়েল উত্তে'জনা: খামেনির পর কে? ক্ষম'তার ভবিষ্যৎ ঘিরে জল্পনা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ইরান ও ইসরায়েলের মধ্যে চলমান সংঘর্ষ অষ্টম দিনে পৌঁছেছে। পাল্টাপাল্টি হামলার মধ্যে উত্তপ্ত হয়ে উঠছে পুরো মধ্যপ্রাচ্য। এই পরিস্থিতিতে যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এক চাঞ্চল্যকর মন্তব্য ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির ভবিষ্যৎ নেতৃত্ব নিয়ে নতুন করে প্রশ্ন তুলেছে।

ট্রাম্প বলেন,

“আমরা জানি কোথায় লুকিয়ে আছেন তথাকথিত সুপ্রিম লিডার (খামেনি)… তবে তাঁকে সরানোর পরিকল্পনা এখনো নেই।”

সেই সঙ্গে তিনি তেহরানের প্রতি ‘নিঃশর্ত আত্মসমর্পণ’-এর আহ্বান জানান।

অন্যদিকে, ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেন,

“এই সংঘর্ষ বাড়বে না, বরং শেষ হবে। আমরা ইতিমধ্যেই ইরানের শীর্ষ পরমাণু বিজ্ঞানীদের লক্ষ্যবস্তু করেছি।”

ইসরায়েলের ‘অপারেশন রাইজিং লায়ন’-এর আওতায় ইরানের পরমাণু স্থাপনায় হামলার পর, পাল্টা জবাবে তেহরান ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়ে। এর জবাবে আয়াতুল্লাহ খামেনি কড়া ভাষায় হুঁশিয়ারি দেন—

“ইরানি জাতিকে আত্মসমর্পণ করানো যাবে না। জায়নবাদিদের প্রতি কোনো দয়া দেখানো হবে না।”

খামেনির পর কে হবেন ইরানের সর্বোচ্চ নেতা?

বর্তমান উত্তপ্ত প্রেক্ষাপটে আন্তর্জাতিক মহলে প্রশ্ন উঠেছে—খামেনির উত্তরসূরি কে হবেন? বিশ্লেষকরা কয়েকজন সম্ভাব্য ব্যক্তির নাম সামনে এনেছেন:

মোজতাবা খামেনি

খামেনির দ্বিতীয় পুত্র। আইআরজিসি ও রক্ষণশীল গোষ্ঠীর মধ্যে প্রভাবশালী হলেও উত্তরাধিকার নিয়ে বিতর্ক রয়েছে।

আলিরেজা আরাফি

‘অ্যাসেম্বলি অব এক্সপার্টস’-এর সদস্য ও কোম ধর্মীয় শিক্ষা কেন্দ্রের প্রধান। গার্ডিয়ান কাউন্সিলের সদস্য, কট্টর রক্ষণশীল।

আয়াতুল্লাহ হাশেম হোসেইনি বুশেহরি

অ্যাসেম্বলি অব এক্সপার্টস-এর উপ-সভাপতি। খামেনির ঘনিষ্ঠ, ধর্মীয় ভাষণ ও খুৎবায় সক্রিয়।

আলি আসগর হেজাজি

খামেনির নিরাপত্তা উপদেষ্টা। গোপন গোয়েন্দা নেটওয়ার্কে অদৃশ্য প্রভাব রাখেন বলে ধারণা করা হয়।

গোলাম হোসেইন মহসেনি এজেই

বর্তমান বিচারপ্রধান। কট্টরপন্থী ও গোয়েন্দা অভিজ্ঞতাসম্পন্ন।

মোহাম্মদ মোহাম্মাদি গোলপায়েগানি

খামেনির স্টাফ প্রধান। প্রশাসনিক দক্ষতায় পরিচিত হলেও প্রচারবিমুখ।

আলি আকবর ভেলায়েতি

সাবেক পররাষ্ট্রমন্ত্রী। অভিজ্ঞ কূটনীতিক, রক্ষণশীলদের কাছে গ্রহণযোগ্য।

কমাল খারাজি

পররাষ্ট্র পরিষদের সদস্য। বিশ্লেষণী ও কৌশলী দৃষ্টিভঙ্গিতে অভিজ্ঞ।

আলি লারিজানি

সাবেক স্পিকার ও আলোচক। বাস্তববাদী ও মধ্যপন্থী রক্ষণশীল হিসেবে পরিচিত।

রেজা পাহলভি (শাসনব্যবস্থা পরিবর্তিত হলে)

সাবেক রাজার পুত্র। প্রবাসে অবস্থান করছেন। ধর্মনিরপেক্ষ ও গণতান্ত্রিক ইরানের পক্ষে। তবে তার সম্ভাবনা কেবল শাসনব্যবস্থার রূপান্তরের ওপর নির্ভরশীল।

সূত্র: NDTV

এনএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ