শনিবার, ২০ সেপ্টেম্বর ২০২৫ ।। ৫ আশ্বিন ১৪৩২ ।। ২৮ রবিউল আউয়াল ১৪৪৭

শিরোনাম :
মসজিদে নববীতে এক দিনে বিতরণ ১৮৩ টন জমজমের পানি কলকাতায় বাংলাদেশি ইলিশের দাম চড়া, আগ্রহ হারাচ্ছে ক্রেতারা মাদরাসাতুল কুরআনে ‍দুই দিনব্যাপী সিরাত প্রতিযোগিতা অনুষ্ঠিত আগামী সরকার জুলাই আত্মত্যাগকে ধারণ করবে: স্বরাষ্ট্র উপদেষ্টা  ভারত থেকে দেশবিরোধী অপকৌশলে লিপ্ত শেখ হাসিনা: এ টি এম আজহার ৩৭ বছরের ইমামকে রাজকীয় বিদায় ইমাম-খতিবদের হয়রানি বন্ধে হেফাজতের ‘বিশেষ সেল’ খোলার আহ্বান এদেশের সব ভালো কাজেই বিএনপির অবদান রয়েছে: মির্জা ফখরুল সংকট এড়িয়ে ফ্যাসিবাদবিরোধী ঐক্য বজায় রাখার আহ্বান সালাহউদ্দিনের জামায়াতের আমির হামযার বক্তব্যের কড়া প্রতিবাদ মুহসীন হল শিক্ষার্থীদের

ইরানের জনগণের পাশে রাশিয়া, পুতিনের আশ্বাস

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচিকে ক্রেমলিনে স্বাগত জানিয়েছেন। মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার প্রেক্ষাপটে অনুষ্ঠিত এ বৈঠকের শুরুতে পুতিন বলেন, ‘ইরানি জনগণকে সহায়তা দিতে রাশিয়া প্রস্তুত।’

রাশিয়ার সরকারি বার্তা সংস্থা তাস জানিয়েছে, ১৩ জুন থেকে ইসরায়েল প্রতিদিন ইরানে হামলা চালিয়ে যাচ্ছে। আর ২২ জুন যুক্তরাষ্ট্রের সন্ত্রাসী হামলায় ইরানের তিনটি পারমাণবিক স্থাপনায় ভয়াবহ ক্ষয়ক্ষতির ঘটনা সংঘটিত হওয়ার পর পরিস্থিতি আরও সংকটময় হয়ে উঠেছে। এই উত্তপ্ত পরিস্থিতির মাঝেই রুশ-ইরান কূটনৈতিক বৈঠক অনুষ্ঠিত হলো।

পুতিন বলেন, ‘প্রিয় মন্ত্রী, আপনাকে রাশিয়ায় অভিনন্দন। এই সময় আপনার সফর অত্যন্ত তাৎপর্যপূর্ণ, কারণ এই অঞ্চলের পরিস্থিতি দ্রুত খারাপের দিকে যাচ্ছে।’

তিনি আরও বলেন, ‘ইরানের সঙ্গে আমাদের বহুদিনের, দৃঢ় ও আস্থাপূর্ণ সম্পর্ক রয়েছে। রাশিয়া সব সময় ইরানি জনগণের পাশে রয়েছে এবং তাদের সহায়তায় প্রস্তুত।’

রুশ প্রেসিডেন্ট জানান, ইরান-ইসরায়েল সংঘাতের বিষয়ে মস্কোর অবস্থান স্পষ্ট। তিনি বলেন, ‘ইরানের বিরুদ্ধে কোনো ধরনের উসকানিমূলক আগ্রাসনের কোনো ন্যায্যতা নেই। রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় ইতোমধ্যে এই বিষয়ে আমাদের অবস্থান পরিষ্কার করেছে।’

পুতিন আরও বলেন, ‘ইরানের পররাষ্ট্রমন্ত্রীর এ সফর বর্তমান সংকট নিরসনে যৌথভাবে করণীয় ঠিক করতে দুই দেশের মধ্যে গভীর আলোচনা ও পরামর্শের সুযোগ সৃষ্টি করবে।’

এ সময় ইরানের পররাষ্ট্রমন্ত্রী আরাঘচি বলেন, ‘ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের হামলার কারণে গোটা মধ্যপ্রাচ্যে পরিস্থিতি অস্থিতিশীল হয়ে উঠেছে। তেহরান স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে, এই হামলা অবৈধ এবং ইসলামিক প্রজাতন্ত্র ইরান আত্মরক্ষার পূর্ণ অধিকার রাখে।’

আরাঘচি রাশিয়ার ভূমিকাকে সাধুবাদ জানিয়ে বলেন, ‘ইসরায়েল-যুক্তরাষ্ট্রের অমানবিক কর্মকাণ্ডের বিরুদ্ধে শক্ত অবস্থান নেওয়ার জন্য আমরা রাশিয়ার প্রতি কৃতজ্ঞ। রাশিয়া আজ আন্তর্জাতিক আইন ও ন্যায়ের পক্ষে রয়েছে।’

তিনি জানান, ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি এবং প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান পুতিনের জন্য শুভেচ্ছা ও শুভকামনা পাঠিয়েছেন।

এমএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ