বুধবার, ০৫ নভেম্বর ২০২৫ ।। ২০ কার্তিক ১৪৩২ ।। ১৪ জমাদিউল আউয়াল ১৪৪৭

শিরোনাম :
একীভূত হওয়া ৫ ব্যাংকের অর্থ ও আমানত সুরক্ষিত থাকবে : গভর্নর ষড়যন্ত্রের প্রতিবাদে ইসলামি আরবি বিশ্ববিদ্যালয় সম্মিলিত শিক্ষার্থী ফোরামের মানববন্ধন বৈষ্যমের বিরুদ্ধে সিলেটবাসীকে ঐক্যবদ্ধ ভাবে আন্দোলন করতে হবে পেঁয়াজের বাজার নিয়ন্ত্রনে সরকারকে ন্যাপের আহ্বান জুলাই সনদ বাস্তবায়ন ব্যতীত দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ গঠন সম্ভব নয়: কামাল হোসেন ঘূর্ণিঝড় টাইফুন কালমেগি আঘাত, নিহত বেড়ে ১০০, নিখোঁজ ২৬ নড়াইল-২ এনপিপির চেয়ারম্যানকে ‘গ্রিন সিগন্যাল’ ঢাকাস্থ বাজিতপুর-নিকলী উলামা পরিষদের মতবিনিময়, কর্মসূচি গ্রহণ মিসরে বাংলাদেশি ছাত্রদের সংগঠন ‘ইত্তিহাদ’-এর নতুন কমিটি দাওরায়ে হাদিস সনদধারীদের নিয়োগে ধর্ম উপদেষ্টার ডিও লেটার

রাস্তায় পড়ে থাকা বস্তুর শরয়ী হকুম

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

|| মুহিউদ্দীন মাআয ||

চলার পথে অনেক সময় বিভিন্ন জিনিস পড়ে থাকতে দেখা যায়। কখনো এমন হয়, সেটা হেফাজত না করলে নষ্ট হয়ে যাবে, বা এমন কেউ নিয়ে যাবে, যে মালিকের কাছে পৌঁছে দিবে না। এমতাবস্থায় পতিত বস্তুটি কুড়িয়ে আসল মালিকের কাছে পৌঁছে দেওয়া আমাদের ধর্মীয় ও মানবিক দায়িত্ব। 

অনেক সময় পথে প্রাপ্ত বস্তুর প্রকৃত মালিককে খুঁজে পাওয়া যায় না। এক্ষেত্রে শরীয়তের বিধান হলো—প্রাপ্ত বস্তুটি মূল মালিকের কাছে পৌঁছানোর যথাসম্ভব চেষ্টা করা। যেমন:- প্রাপ্তস্থানের আশপাশের দোকান-বাসাবাড়িতে খোঁজ নেওয়া, পত্র-পত্রিকায় বিজ্ঞাপন দেওয়া।

খোঁজার পর যদি কোনভাবেই মালিককে না পাওয়া যায় এবং এই ধারণা হয় যে, মালিককে হয়ত পাওয়া যাবে না, তাহলে প্রাপ্ত বস্তু তার মালিকের নামে দান করে দিবে। বস্তুর আসল মালিক দানের সওয়াব পাবে। 

তবে রাস্তায় পড়ে থাকা জিনিস যে কুড়িয়ে নিল যদি সে নিজেই গরীব হয়, তাহলে সেক্ষেত্রে নিজে ব্যবহার করতে পারবে। আর ধনী হলে, তার জন্য ব্যবহার করা জায়েজ হবে না।

এরপর যদি কোনোদিন প্রাপ্ত বস্তুর মালিকের সন্ধান পাওয়া যায়, তাহলে মালিকের কাছে সেটি ফেরত দিতে হবে। তবে দান করে দিয়ে থাকলে মালিক সওয়াব পেয়ে যাবে। আর যদি বস্তুটির মালিক দানের কথা জানার পরও তার জিনিস ফেরত চায় তাহলে জরিমানা দিতে হবে। (রদ্দুল মুহতার, ৬/৪৩৭)

এমএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ