শনিবার, ২৯ মার্চ ২০২৫ ।। ১৫ চৈত্র ১৪৩১ ।। ২৯ রমজান ১৪৪৬

শিরোনাম :
জুমার সময় ভূমিকম্প, মসজিদ ধসে নিহত অন্তত ২০ ক্ষমা করে দেই ; ক্ষমা নিয়ে নেই ভূমিকম্পে মিয়ানমারে নিহত ১৪৪, থাইল্যান্ডে ধ্বংসস্তূপের নিচে শতাধিক মানুষ কাবা প্রাঙ্গণে টানা ৩৫ বছর কোরআন খতমের রেকর্ড গড়বেন যিনি শরহে বেকায়ায় ১ম স্থান নারায়ণগঞ্জের জামিআ উম্মে মুআয তা'লীমুননিসা’র  হিফজুল কুরআনে সারাদেশে প্রথম গাজীপুরের বাইতুল হিকমাহ’র শিক্ষার্থী মু’তাসিম বিল্লাহ  ৩ মে ঢাকায় হেফাজতে ইসলামের মহাসমাবেশ এবং জুন মাসে জাতীয় কনভেনশন অনুষ্ঠিত হবে আহত নূরুল করীম আকরামের খোঁজ নিতে হাসপাতালে ইসলামী আন্দোলনের নেতৃবৃন্দ মেশকাতে ১ম স্থানসহ ঈর্ষণীয় সাফল্য ফাতিমাতুযযাহরা’র আলেমদের নানা পেশা

প্রথমবার কোরআন প্রতিযোগিতার আয়োজন করল ছাত্রদল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

বিএনপির ছাত্র সংগঠন জাতীয়তাবাদী ছাত্রদল প্রথমবারের মতো হিফজুল কোরআন ও কোরআন তেলাওয়াত প্রতিযোগিতার আয়োজন করেছে। এই আয়োজনের রেজিস্ট্রেশন চলছে। আয়োজনটি বেশ সাড়া ফেলেছে বলে জানা গেছে। এছাড়া ছাত্রদলের এই আয়োজন নানা মহলে প্রশংসিতও হয়েছে।

জানা যায়, প্রতিযোগিতায় রেজিস্ট্রেশনের শেষ সময় আগামী বৃহস্পতিবার (১৩ মার্চ)। প্রতিযোগিতার বাছাই পর্ব অনুষ্ঠিত হবে আগামী ১৪ ও ১৫ মার্চ। চূড়ান্ত পর্ব অনুষ্ঠিত হবে ১৬ মার্চ। বাছাই পর্ব স্ব স্ব শিক্ষাপ্রতিষ্ঠানে এবং চূড়ান্ত পর্ব ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অনুষ্ঠিত হবে।

রেজিস্ট্রেশন লিংক: https://forms.gle/mzogiLsLbuUsCBQV9 

প্রতিযোগিতা দুটি গ্রুপে অনুষ্ঠিত হবে:

  • গ্রুপ ক ‘হিফজুল কোরআন’ এতে সারা দেশের কোরআনের হাফেজরা অংশগ্রহণ করতে পারবেন।
  •  গ্রুপ খ ‘কোরআন তেলাওয়াত’ এতে স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের ছাত্র-ছাত্রীরা অংশগ্রহণ করতে পারবেন।

প্রতিযোগিতায় পুরস্কার হিসেবে থাকবে

  • প্রথম পুরস্কার : নগদ ২০ হাজার টাকা ও সম্মাননা ক্রেস্ট
  • দ্বিতীয় পুরস্কার : নগদ ১৫ হাজার টাকা ও সম্মাননা ক্রেস্ট
  • তৃতীয় পুরস্কার : ১০ হাজার টাকা ও সম্মাননা ক্রেস্ট
  • ৪র্থ-১০ স্থান : আকর্ষণীয় গিফট সামগ্রী ও সম্মাননা ক্রেস্ট।

যোগাযোগ:

০১৭৫৫-৩৭৮২১৫ (শরীফ প্রধান শুভ, প্রচার সম্পাদক ছাত্রদল), ০১৯৩৭-১৭৩৯১১ (ছানাউল্লাহ), ০১৬১৬-৭৫৬৭৩৭ (জামিল), ০১৮২৩-৬০২৮৭১ (ফাহাদ আজাদ)।

এনআরএন/


সম্পর্কিত খবর



সর্বশেষ সংবাদ