শনিবার, ২০ সেপ্টেম্বর ২০২৫ ।। ৫ আশ্বিন ১৪৩২ ।। ২৮ রবিউল আউয়াল ১৪৪৭

শিরোনাম :
বকেয়া বেতনের দাবিতে ভালুকায় শ্রমিকদের মহাসড়ক অবরোধ শিশু-কিশোর সংগঠন 'অংকুর' এর সীরাতুন্নবী সা. কুইজ প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠিত জুলাই সনদের ভিত্তিতে পিআর পদ্ধতিতে নির্বাচন চাই - খুলনা ইসলামী আন্দোলন  কাতারের মধ্যস্থতায় আফগানিস্তানে কারাবন্দি ব্রিটিশ দম্পতির মুক্তি মাদকের বিরুদ্ধে মুরাদনগরে ওলামা পরিষদের মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ পাকিস্তানে পৃথক বিস্ফোরণে নিহত অন্তত ১১ ইসলামি বইমেলা পরিদর্শনে জাতীয় মসজিদের খতিব প্রাথমিকে গানের নয়, ধর্মীয় শিক্ষক নিয়োগ দিতে হবে: শায়খে চরমোনাই পীর সাহেব চরমোনাইয়ের সঙ্গে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের ‘মিট আপ’ আফগানিস্তানের বাগরাম বিমান ঘাঁটি আবারও নিয়ন্ত্রণে নিতে চায় যুক্তরাষ্ট্র

যেসব খাবার নবীজির অপছন্দ ছিল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহীত

মুহাম্মদ মিজানুর রহমান

হযরত মুহাম্মদ (স.)-এর জীবন ছিল সাদেকী জিন্দেগির এক উৎকৃষ্ট নমুনা। খাওয়া-দাওয়ায়ও তিনি ছিলেন খুবই সংযমী। এক বেলা খেতেন তো আল্লাহর শোকর আদায় করতেন। আর অন্য বেলায় খাবার না থাকলে সবর করতেন। সবর এবং শোকরের এক অসামান্য জিন্দেগি ছিল মহান এই মানুষটির। খাবার হালাল হলেই তিনি সেটা খেতেন । খাবারে ছিল না কোনো বাছবিচার! তবে এর মধ্যেও এমন কিছু খাবার রয়েছে হালাল হওয়ার পরেও নবীজি সেসব খাবার খেতে অপছন্দ করতেন। বিরত থাকতেন সেগুলো খাওয়া থেকেও।

অতিরিক্ত গরম খাবার

নবীজি কখনোই অতিরিক্ত গরম খাবার মুখে দিতেন না। কারণ, গরম খাবার তার কাছে অপছন্দনীয় ছিল। ধোঁয়া উঠা কোনো খাবার তার সামনে এলে তিনি সেটা তৎক্ষণাত খাওয়া থেকে বিরত থাকতেন। খাবারটি ঠান্ডা হওয়ার পূর্ব পর্যন্ত তিনি অপেক্ষা করতেন। পুরোপুরি ঠান্ডা হলেই তিনি সেই খাবার খেতেন।  এক হাদীসে আছে, রাসুল (স.) কখনোই গরম খাবার খেতেন না, বলতেন গরম খাবার বরকতহীন। 

কাঁচা রসুন কাঁচা পেঁয়াজ

কাঁচা রসুন ও কাঁচা পেঁয়াজ হালাল হলেও নবীজি এই দুটি খাবার খাওয়া থেকে সবসময় বিরত থাকতেন। কারণ, কাঁচা রসুন কাঁচা পেঁয়াজ মুখ থেকে দুর্গন্ধ ছড়ায়। তাই এই খাবার দুটো নিজেতো খেতেনই না, অন্যদেরও খেতে নিরুৎসাহিত করতেন। বিশেষ করে কাঁচা রসুন ও কাঁচা পেঁয়াজ খেয়ে নবীজি মসজিদের নিকটবর্তী হতে নিষেধ করেছেন। কাঁচা রসুন ও কাঁচা পেঁয়াজের দুর্গন্ধের কারণে ফেরেশতারা কষ্ট পায়।

দব্বের গোশত

দব্ব বা গুইসাপ সদৃশ প্রাণিটির গোশত বিভিন্ন মাযহাবের দৃষ্টিতে হালাল হলেও নবীজির কাছে দব্বের গোশত অপছন্দনীয় ছিল। তিনি কখনোই এই গোশত খাননি। নবীজি বলতেন, দব্বের গোশত খাওয়া হারাম নয়, কিন্তু এটা যেহেতু আমাদের অঞ্চলে নাই তাই এই গোশতটা আমার অপছন্দনীয়।

এনএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ