শনিবার, ২৫ অক্টোবর ২০২৫ ।। ৯ কার্তিক ১৪৩২ ।। ৩ জমাদিউল আউয়াল ১৪৪৭

শিরোনাম :
বিয়ে করতে যাওয়ার পথে বরকে ধরে নিয়ে গেল ইসরায়েলি সেনারা ভাঙ্গায় ইসকনকে নিষিদ্ধের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ  ‘আর্থ-সামাজিক ও রাজনৈতিক অস্থিরতা দূর করতে সিরাতের বাস্তবায়ন জরুরি’ খতমে নবুওয়ত মহাসম্মেলন সফল করতে পীর সাহেব চরমোনাইয়ের আহ্বান খুরশিদ আলম কাসেমীর বাবার ইন্তেকাল, বাংলাদেশ খেলাফত মজলিস মহাসচিবের শোক ‘অভিভাবকরা স্কুল বাদ দিয়ে কওমি মাদরাসার দিকে ঝুঁকছেন’ চান্দিনায় কওমি মাদ্রাসা সংগঠনের উদ্যোগে আন্তর্জাতিক ইসলামী মহাসম্মেলন পিআর পদ্ধতি ছাড়া সুষ্ঠু নির্বাচন সম্ভব নয় : মাওলানা বোরহান উদ্দিন   বিশ্বের ৪৫০ প্রভাবশালী ইহুদির ইসরায়েলের ওপর জাতিসংঘের নিষেধাজ্ঞার আহ্বান মহেশখালীতে মহানবী (সাঃ)-কে অবমাননার অভিযোগে উত্তম কুমার গ্রেফতার

হাউ অ্যান ইকোনোমি গ্রোস: অর্থনীতির সহজ পাঠ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মোহাম্মাদ হুজাইফা

অর্থনীতি নিয়ে গল্পাকারে চমৎকার একটি বই অনুবাদ করেছেন অপু তানভীর। ঠিক অনুবাদ নয় বরং ইংরজি ভাষার একটি গল্পকে তিনি নিজের মত বলেছেন।

‘একটি নির্জন দ্বীপে তিনজন মানুষ বাস করত। তাদের কোনো ইকোনোমি ছিল না।…’ গল্পকে এভাবে শূন্য থেকে শুরু করে লেখক ইকোনোমির জটিলতা পর্যন্ত টেনে নিয়ে গেছেন। দুর্বোধ্য বিষয়কে এমনভাবে হেসেখেলে বুঝিয়েছেন— মনে হবে ইকোনোমি মজা করে শেখারই বস্তু। অর্থনীতি কীভাবে মানুষের মধ্যে শক্তি তৈরি করে, রাজনীতির পট পরিবর্তন করে, এমনকি দেশ গঠনের পেছনেও অর্থনীতি কীভাবে কাজ করে— সেই বিষয়গুলো গল্পাকারেই তুলে ধরা হয়েছে।

‘মানুষ উদ্যোক্তা হওয়ার মাধ্যমে পুঁজি সৃষ্টি করতে পারে, পুঁজি দিয়ে উৎপাদন বাড়াতে পারে, উৎপাদন যত বাড়বে অর্থনীতির আকার তত বড় হবে’— এই সূত্রটা লেখক পুরো বইতে বোঝাতে চেষ্টা করেছেন। চেষ্টায় তিনি সফল হয়েছেন বলেও আমার মনে হয়।

অর্থনীতিতে কেন ধ্বস নামে কিংবা উৎপাদনের তুলনায় ব্যয় বেড়ে গেলে কী কী সমস্যার সম্মুখীন হতে হয়; লেখক সেগুলোও  গল্পের মধ্যেই খুব সহজে উপস্থাপন করেছেন। পুঁজি আটকে না রেখে ইনভেস্ট করার প্রতিও উৎসাহিত করেছেন তিনি।

অনেকগুলো গুণের মাঝে বইটির একটি সমস্যার কথাও উল্লেখ করতে হয়— এই বইতে বলা হয়েছে সুদের মাধ্যমেও পুঁজি বাড়ানো যেতে পারে। এর জন্য আকর্ষণীয় যুক্তিও লেখক দিয়েছেন। যা সাধারণ মানুষের নিকট অত্যন্ত গ্রহণীয় হবে। আমরা মুসলিম হিসেবে সুদকে কোনোভাবেই সমর্থন করতে পারি না। ইসলাম বলে— সুদ সমাজের জন্য অভিশাপ।

আবারও বইয়ে ফিরি। পুরো বই জুড়ে একটা গল্প। গল্পটি মধ্যযুগের নির্জন কোনো দ্বীপের তিনজন আদিবাসীকে কেন্দ্র করে সাজানো। ১৭টি অধ্যায়ে ভাগ করা। প্রত্যেক অধ্যায়ের শেষে ‘রিয়েলিটি চেক’ শিরোনামে বর্তমানের সঙ্গে নিপুণভাবে সামঞ্জস্য করে দেখানো হয়েছে। এই কারণে এ বইয়ের মাধ্যমে অর্থনীতি আরও বেশি বোধগম্য হয়ে উঠেছে।

বইটি আমার পড়া হয়েছে। যারা অর্থনীতির ছাত্র না, কিন্তু অর্থনীতি বুঝতে চায়— তাদের জন্য বইটি বেশ উপকারী হবে বলে আমার ধারণা।     

বইটি মূলত অনূদিত। ইংরেজি ভাষার দুটি বই থেকে যৌথ অনুবাদ করা হয়েছে। মূল লেখক পিটার শিফ ও অ্যান্ড্রু শিফ।

এক নজরে বইটি-

নাম: হাউ অ্যান ইকোনোমি গ্রোস অ্যান্ড হোয়াই ইট ক্রাশেস
অনুবাদ: অপু তানভীর
সম্পাদনা: হিমাংশু কর
প্রকাশক: পুঁথি
পরিবেশক: কুষ্টিয়া প্রকাশন
প্রথম প্রকাশ: ফেব্রুয়ারি ২০২৪
পৃষ্ঠা সংখ্যা: ২৩৭
মূল্য: ৪৭০ টাকা


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ