রবিবার, ২১ সেপ্টেম্বর ২০২৫ ।। ৬ আশ্বিন ১৪৩২ ।। ২৯ রবিউল আউয়াল ১৪৪৭

শিরোনাম :
নির্বাচন পদ্ধতি নিয়ে সিদ্ধান্ত নেবে রাজনৈতিক দলগুলো: প্রেসসচিব আফগানিস্তানের এক ইঞ্চি মাটিও নিয়ে কোনো চুক্তি নয়: প্রতিরক্ষা কর্মকর্তা বক্তা আমির হামজার ক্ষমা প্রার্থনা, সতর্ক করল জামায়াত আফগানের পানি ও বিদ্যুৎমন্ত্রীর সঙ্গে বাংলাদেশের আলেম প্রতিনিধি দলের সাক্ষাৎ ধর্মীয় অনুশাসনের শিথিলতা পরিবারব্যবস্থা সংকটাপন্ন করে তুলছে: শায়খ আহমাদুল্লাহ বাগরাম বিমানঘাঁটি ফেরত না দিলে খারাপ কিছু ঘটবে, হুমকি ট্রাম্পের আ.লীগকে দল হিসেবে দ্রুত বিচারের আওতায় আনা উচিত : নাহিদ ইসলাম সিলেটে ১ মাস ধরে নিখোঁজ আবিদুল মিয়া সিলেট মহানগরীর ২০নং ওয়ার্ড যুব জমিয়তের আহবায়ক কমিটি গঠন সম্পন্ন পেশীশক্তি ও কালো টাকার দৌরাত্ম বন্ধে পিআর পদ্ধতির প্রয়োজন- আহমদ আবদুল কাইয়ূম

ভোট দিলেন জাতীয় মসজিদের খতিব মুফতি রুহুল আমীন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

|| হাসান আল মাহমুদ ||

দ্বাদশ জাতীয় নির্বাচনের ভোটগ্রহণের প্রথম প্রহরে ভোট দিয়েছেন জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের খতিব হাফেজ মাওলানা মুফতি রুহুল আমীন।

রোববার সকাল ৮টায় ভোটগ্রহণ শুরুর প্রথম দিকেই নিজ এলাকা গোপালগঞ্জের গহরডাঙ্গায় তিনি ভোটাধিকার প্রয়োগ করেছেন বলে জানান আওয়ার ইসলামকে।

ভোট প্রদান শেষে আওয়ার ইসলামকে তিনি বলেন, ‘ভোট দেয়ার জন্যই আমি আমাদের এলাকা গহরডাঙ্গায় এসেছি। আমাদের স্কুল সেন্টারের ভোট কেন্দ্রে ভোটগ্রহণের ফার্স্ট ভোটটা আমি দিয়েছি।’

এসময় তিনি বলেন, ‘আমরা গণতান্ত্রিক দেশে বাস করি, তাই আমি সবাইকে ভোট প্রদান করার জন্য আহ্বান জানাই।’ 

আরো পড়ুন: বার্ষিক পরীক্ষার পর মাদরাসা শিক্ষার্থীদের জন্য আবাসিক ব্যবস্থাপনায় তিন কোর্স

উল্লেখ্য, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সকাল ৮টা থেকে শুরু হয়ে টানা চলবে বিকাল ৪টা পর্যন্ত। দেশে মোট ৩০০টির মধ্যে ২৯৯ আসনে ভোটগ্রহণ চলছে।  ২৯৯ আসনে ভোটার ১১ কোটি ৯৩ লাখ ৩২ হাজার ৯৩৪ জন। পুরুষ ৬ কোটি ৫ লাখ ৯২ হাজার ১৯৭, নারী ৫ কোটি ৮৭ লাখ ৩৯ হাজার ৮৮৯ ও হিজড়া ৮৪৮ জন। মোট ভোট কেন্দ্র ৪২ হাজার ২৪টি। ভোটকক্ষ ২ লাখ ৬০ হাজার ৮৫৬টি। ২৯৯ আসনে এবার নির্বাচনি লড়াইয়ে রয়েছেন ১ হাজার ৯৬৯ জন প্রার্থী। তাঁদের মধ্যে ১ হাজার ৫৩২ জন ২৮ দলের মনোনীত প্রার্থী; বাকি ৪৩৭ জন স্বতন্ত্র।

নির্বাচনে আসা ২৮ দলের মধ্যে আওয়ামী লীগের (নৌকা) ২৬৫, জাতীয় পার্টির (লাঙল) ২৬৪, জাকের পার্টির (গোলাপ ফুল) ২১, তৃণমূল বিএনপির (সোনালি আঁশ) ১৩৫, ন্যাশনাল পিপলস পার্টির (আম) ১২২, বাংলাদেশ কংগ্রেসের (ডাব) ৯৬, জাসদের (মশাল) ৬৬, বাংলাদেশ সুপ্রিম পার্টির (একতারা) ৭৯, বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোটের (ছড়ি) ৬৩, বাংলাদেশ ন্যাশনালিস্ট ফ্রন্ট-বিএনএফের (টেলিভিশন) ৪৫, বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলন-বিএনএমের (নোঙর) ৫৬, বাংলাদেশ তরিকত ফেডারেশনের (ফুলের মালা) ৩৮।

এছাড়া ইসলামী ঐক্যজোটের (মিনার) ৪২, ইসলামিক ফ্রন্ট বাংলাদেশের (চেয়ার) ৩৯, বাংলাদেশ ইসলামী ফ্রন্টের (মোমবাতি) ৩৭, কৃষক শ্রমিক জনতা লীগের (গামছা) ৩০, বাংলাদেশ ওয়ার্কার্স পার্টির (হাতুড়ি) ২৬, গণফ্রন্টের (মাছ) ২১, জাতীয় পার্টি-জেপির (বাইসাইকেল) ১৩, বাংলাদেশ কল্যাণ পার্টির (হাতঘড়ি) ১৬, বাংলাদেশ খেলাফত আন্দোলনের (বটগাছ) ১১, বিকল্পধারা বাংলাদেশের (কুলা) ১০, বাংলাদেশ জাতীয় পার্টির (কাঁঠাল) ৫, গণতন্ত্রী পার্টির (কবুতর) ১০, গণফোরামের (উদীয়মান সূর্য) ৯, বাংলাদেশ সাম্যবাদী দলের (চাকা) ৪।

পাশাপাশি বাংলাদেশ ন্যশনাল আওয়ামী পার্টি-ন্যাপের (কুঁড়েঘর) ৫, বাংলাদেশ মুসলিম লীগ-বিএমএলের (হাত পাঞ্জা) ৪ ও স্বতন্ত্র ৪৩৭ জন। ক্ষমতাসীন আওয়ামী লীগের প্রার্থীর পাশাপাশি তাদের শরিক ওয়ার্কার্স পার্টি, জাসদ, জেপির ছয়জন নৌকা প্রতীকে নির্বাচন করছেন।

কেএল/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ