সম্প্রতি প্রধান উপদেষ্টার কাছে জমা দেওয়া নারী বিষয়ক সংস্কার কমিশনের সুপারিশ নিয়ে সারাদেশের আলেম-উলামার মধ্যে অসন্তোষ বিরাজ করছে। এটাকে ইসলামবিরোধী আখ্যায়িত করে তারা শুধু এই সুপারিশ নয়, পুরো কমিশন বাতিলের দাবি জানিয়েছেন। এ ব্যাপারে সরকার থেকে এখনো কোনো বক্তব্য না আসায় ইসলামপ্রিয় মানুষের মধ্যে ক্ষোভ আরও বেড়েছে।
নারী সংস্কার কমিশনের সুপারিশ দাখিলের পর আজই প্রথম শুক্রবার (২৫ এপ্রিল)। ইতোমধ্যে পুরো সুপারিশ নিয়ে পর্যালোচনা করেছেন বিশেষজ্ঞ আলেমরা। তারা সেখানে বেশ কিছু আপত্তিকর জায়গা চিহ্নিত করেছেন। এমন ধারাও এখানে রয়েছে যা কেউ বিশ্বাস করলে তার ঈমান থাকবে না। এজন্য কোনো মুসলিম দেশের সরকার এ ধরনের ইসলামবিরোধী সুপারিশ কোনোভাবেই বাস্তবায়ন করতে পারে না বলে মনে করছে তৌহিদি জনতা।
খোঁজ নিয়ে জানা গেছে, আজ শুক্রবার জুমাপূর্ব আলোচনায় খতিবরা নারী সংস্কার কমিশনের কুরআন-সুন্নাহবিরোধী ধারাগুলো নিয়ে আলোচনা করবেন। একাধিক খতিবের সঙ্গে আলোচনায় জানা গেছে, তারা এ ব্যাপারে প্রস্তুতি নিয়েছে এবং সাধারণ মুসল্লিদের সচেতন করবেন। ধারণা করা হচ্ছে, দেশের বেশির ভাগ মসজিদের মিম্বর থেকে আজ একযোগে এই বিষয়ে আলোচনা হবে।
এদিকে শুধু আলোচনা নয়, বেশ কয়েকটি ইসলামি সংগঠন আজ বিক্ষোভের ডাকও দিয়েছে। বাদ জুমা জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের উত্তর গেইটে বিক্ষোভ করবে খেলাফত মজলিস। বেলা তিনটায় একই স্থানে ইসলামী আন্দোলন বাংলাদেশও বিক্ষোভের ডাক দিয়েছে।
নারী সংস্কার কমিশনের প্রতিবেদনের বিরুদ্ধে ইসলামি দলগুলো সবাই ঐকমত্য হয়েছে।
হেফাজতে ইসলাম বাংলাদেশের পক্ষ থেকে আগামী ৩ মে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে মহাসমাবেশ ডাকা হয়েছে। সেখানে যে পাঁচ দাবিতে এই মহাসমাবেশ ডাকা হয়েছে এর মধ্যে বিশেষভাবে গুরুত্ব দেওয়া হচ্ছে এই ইস্যুটাকে। ৩ মের মধ্যে দাবি পূরণ না হলে হেফাজতের পক্ষ থেকে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেওয়া হয়েছে।
এমএম/