শনিবার, ২৬ এপ্রিল ২০২৫ ।। ১৩ বৈশাখ ১৪৩২ ।। ২৮ শাওয়াল ১৪৪৬

শিরোনাম :
এবার যে ২০ ভাষায় অনুবাদ করা হবে হজের খুতবা সংসদ ও রাষ্ট্রপতির মেয়াদ ৫ বছরের পক্ষেই জামায়াত স্বামীর টাকায় হজ করলে ফরজ আদায় হবে? ধ্বংসস্তূপের নিচে নিখোঁজ ৩০ ফিলিস্তিনি, নেই উদ্ধারের প্রয়োজনীয় যন্ত্রপাতি পেহেলগামে হামলার স্বচ্ছ তদন্তের জন্য পাকিস্তান প্রস্তুত: শাহবাজ শরীফ জমিয়তের সভাপতি আল্লামা ওবায়দুল্লাহ ফারুক মহাসচিব মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দি খেলাফত আন্দোলনের নতুন মহাসচিব মাওলানা ইউসুফ সাদিক হক্কানী ভাঙ্গায় গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার খেলাফত আন্দোলনের নতুন আমির মাওলানা হাবিবুল্লাহ মিয়াজী পটিয়ার সাবেক সিনিয়র দুই উস্তাদের ইন্তেকালে পীর সাহেব চরমোনাইয়ের শোক

আখাউড়া সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক আহত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএসফ) গুলিতে এক বাংলাদেশি যুবক আহত হওয়ার খবর পাওয়া গেছে।

শুক্রবার (২৫ এপ্রিল) বেলা সাড়ে ১১টার দিকে আখাউড়া উপজেলার মনিয়ন্দ ইউনিয়নের ইটনা গ্রামে এ ঘটনা ঘটে।

আহত ব্যক্তির নাম আসাদুল ইসলাম (২৮)। বর্তমানে তিনি ব্রাহ্মণবাড়িয়ার একটি হাসপাতালে তিনি চিকিৎসাধীন বলে জানা গেছে।

স্থানীয়, উপজেলা প্রশাসন ও বিজিবি সূত্রে জানা যায়, শুক্রবার বেলা ১১টার দিকে আসাদুল ব্যক্তি নদী পার হচ্ছিলেন। দুই দেশের সীমান্ত পিলার ২০২৪/১০ এস থেকে আনুমানিক ১০০ গজ ভারতের অভ্যন্তরে বিএসএফের টহল দলের সদস্যরা আসাদুলকে লক্ষ্য করে ৩টি ছররা গুলি ছোড়েন। এতে তিনি আহত হন। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়ার একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যান।

বিজিবি-৬০ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল জিয়াউর রহমান বলেন, “ঘটনার সময় বিজিবির কোনো সদস্য উপস্থিত ছিলেন না। বাড়িতে গিয়েও আহত যুবককে খুঁজে পাওয়া যায়নি। সেখানকার স্থানীয় লোকজন জানিয়েছেন, ওই যুবক অবৈধভাবে ভারতের সীমান্তে প্রবেশ করেন। ওই ব্যক্তি নদী পার হওয়ার সময় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএসফ) সদসরা তাকে উদ্দেশ্য করে ৩টি গুলি করেন।”

লে. কর্নেল জিয়াউর রহমান আরও বলেন, “শুক্রবার বিকেলে আখাউড়া কর্নেল বাজার বিওপি সীমান্তে দুই দেশের পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। সেখানে বিষয়টি নিয়ে আলোচনা হয়েছে। তবে ঘটনাটি জয়নগরে ঘটেছে। আখাউড়া-আগরতলার জয়নগর সীমান্তে আরেকটি পতাকা বৈঠক হবে। সেখানে বিষয়টি নিয়ে বিস্তারিত আলোচনা হবে।”

স্থানীয় লোকজন ও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের বরাত দিয়ে আখাউড়া উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) জি এম রাশেদুল ইসলাম  বলেন, “আখাউড়ার এক যুবক বিএসএফের গুলিতে আহত হয়েছেন। ওই যুবক ভারতীয় সীমান্তে প্রবেশ করেছিলেন। তবে বর্তমানে তিনি আশঙ্কামুক্ত বলে তার ভাই ইউপি চেয়ারম্যানকে জানিয়েছেন।”

এনএইচ/


সম্পর্কিত খবর



সর্বশেষ সংবাদ