আগামীকাল ৩০ এপ্রিল, বুধবার নারীবিষয়ক সংস্কার কমিশনের প্রস্তাবনার পরিপ্রেক্ষিতে এক গুরুত্বপূর্ণ জাতীয় সেমিনারের আয়োজন করেছে “জাতীয় উলামা-মাশায়েখ-আইম্মা পরিষদ”। রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে অনুষ্ঠিতব্য এই সেমিনারে দেশের শীর্ষস্থানীয় ইসলামি ও রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত থাকবেন।
সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর ও চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম।
এছাড়াও আলোচনায় অংশ নেবেন জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান, বাংলাদেশ খেলাফত মজলিসের আমীর মাওলানা মামুনুল হক, খেলাফত মজলিসের মহাসচিব, জমিয়তে উলামায়ে ইসলামের মহাসচিব মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দী, ইসলামী ঐক্যজোটের মহাসচিব মাওলানা সাখাওয়াত হোসাইন রাজী এবং গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর।
সেমিনারে নারী কমিশন সংক্রান্ত প্রস্তাবের ধর্মীয় ও সামাজিক দিক বিশ্লেষণ করে ইসলামী দৃষ্টিভঙ্গিতে মতামত তুলে ধরা হবে বলে আয়োজক সূত্রে জানা গেছে। রাজনৈতিক-ধর্মীয় নেতাদের উপস্থিতিতে সেমিনারটি গুরুত্বপূর্ণ বার্তা বহন করবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
আয়োজক পরিষদের পক্ষ থেকে বিভিন্ন পত্রিকা, সংবাদ সংস্থা, ইলেক্ট্রনিক মিডিয়া এবং এফএম রেডিওর প্রতিনিধিদের সংবাদ ও ছবি সংগ্রহের জন্য উপস্থিত থাকার অনুরোধ জানানো হয়েছে।