রবিবার, ২১ সেপ্টেম্বর ২০২৫ ।। ৬ আশ্বিন ১৪৩২ ।। ২৯ রবিউল আউয়াল ১৪৪৭

শিরোনাম :
অর্থনীতির মূল লক্ষ্য হতে হবে উদ্বৃত্ত সৃষ্টি: বাণিজ্য উপদেষ্টা চবির আরবি বিভাগের নতুন সভাপতি অধ্যাপক ড. গিয়াস উদ্দিন তালুকদার ডেঙ্গুতে একদিনে ১২ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৭৪০ সিরাতকে ধারণের মাধ্যমেই সত্যিকার পরিবর্তন সম্ভব: ধর্ম উপদেষ্টা সিরাতুন্নবী (সা.) সাধারণ জ্ঞান প্রতিযোগিতার লাইভ ড্র অনুষ্ঠান ২৩ সেপ্টেম্বর জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্রে যাচ্ছেন সিরিয়ার প্রেসিডেন্ট নির্বাচন পদ্ধতি নিয়ে সিদ্ধান্ত নেবে রাজনৈতিক দলগুলো: প্রেসসচিব আফগানিস্তানের এক ইঞ্চি মাটিও নিয়ে কোনো চুক্তি নয়: প্রতিরক্ষা কর্মকর্তা বক্তা আমির হামজার ক্ষমা প্রার্থনা, সতর্ক করল জামায়াত আফগানের পানি ও বিদ্যুৎমন্ত্রীর সঙ্গে বাংলাদেশের আলেম প্রতিনিধি দলের সাক্ষাৎ

মে দিবস উপলক্ষে ইফার আলোচনা ও দোয়া অনুষ্ঠিত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মহান মে দিবস-২০২৫ উপলক্ষে বুধবার (৩০ এপ্রিল) বেলা সাড়ে ১১টায় ইসলামিক ফাউন্ডেশন (ইফা) আগারগাঁও প্রধান কার্যালয় মিলনায়তনে ‘ইসলামের দৃষ্টিতে শ্রমের মর্যাদা ও শ্রমিকের অধিকার’ শীর্ষক আলোচনা সভা, দোয়া  ও মোনাজাত অনুষ্ঠিত হয়েছে। 

অনুষ্ঠানে প্রধান আলোচক ছিলেন ইসলামিক ফাউন্ডেশনের সাবেক বোর্ড অব গভর্নরসের গভর্নর মাওলানা মুফাজ্জল হুসাইন খান। 

এছাড়াও ইসলামিক ফাউন্ডেশনের সচিব  হাজেরা খাতুন, মুহাদ্দিস ড. ওয়ালীয়ূর রহমান খান, উপ-পরিচালক এ কে এম মুজাহিদুল ইসলাম অনুষ্ঠানে বক্তব্য দেন। স্বাগত বক্তব্য দেন- ইসলামিক ফাউন্ডেশনের সমন্বয় বিভাগের পরিচালক মো. রেজ্জাকুল হায়দার। 

এছাড়া ইসলামিক ফাউন্ডেশন জাতীয় শ্রমিক কর্মচারি ইউনিয়নের সভাপতি এম এ বারী, সাধারণ সম্পাদক আব্দুল হক ও ইসলামিক ফাউন্ডেশন শ্রমিক কর্মচারি পরিষদের সম্পাদক মো নজরুল ইসলাম প্রমুখ বক্তব্য দেন।

বক্তারা বলেন, প্রকৃত অর্থে শ্রমিকের অধিকার ও মর্যাদা এখনো প্রতিষ্ঠিত হয়নি। এখনো শ্রমিকরা নানা রকম অবহেলা ও উপেক্ষার শিকার হচ্ছে। মালিক-শ্রমিক সৌহার্দ্যপূর্ণ সম্পর্কের ভিত্তিতে ইসলাম যে শ্রমনীতি ঘোষণা করেছে, তার পূর্ণাঙ্গ বাস্তবায়ন করা গেলে শ্রমিকের অধিকার ও মর্যাদা শতভাগ নিশ্চিত করা সম্ভব হবে বলে বক্তারা আশা প্রকাশ করেন।

 অনুষ্ঠানে ইসলামিক ফাউন্ডেশনের বিভিন্ন বিভাগের পরিচালক, কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।

এমএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ