সোমবার, ১২ জানুয়ারি ২০২৬ ।। ২৮ পৌষ ১৪৩২ ।। ২৩ রজব ১৪৪৭

শিরোনাম :
নির্বাচন ডাকাতি যেন আর কখনো না ঘটতে পারে সেই ব্যবস্থা করতে হবে গণভোটে ‘হ্যাঁ’ জয়ী হলে আর কখনও রাতের ভোট হবে না: আলী রীয়াজ এবার খামেনির পক্ষে ইরানের রাস্তায় লাখ লাখ মানুষ! কায়কোবাদকে ফের সংসদে দেখতে চায় মুরাদনগর উপজেলা জমিয়ত ‘তিন ভাই মিলে খুন করলেন কেন?’ বিস্মিত বিচারকের প্রশ্ন ‘মোশাররফ ঠাকুরের বক্তব্য অবমাননাকর, তাকে ক্ষমা চাইতে হবে’ নানুপুর মাদরাসার খতমে বুখারি ও দোয়া মাহফিল ১৬ জানুয়ারি ট্রেনের ধাক্কায় দুমড়ে-মুচড়ে গেল পিকআপ ভ্যান, দুই ভাইসহ নিহত ৩ ‘নিকাব নিয়ে কুরুচিপূর্ণ বক্তব্যে মোশাররফ ঠাকুরকে প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে’ ভারতে পৌঁছালেন তালেবান-নিযুক্ত প্রথম কূটনীতিক, দিল্লি দূতাবাসে তোড়জোড়

২৩ মে সারাদেশে বিক্ষোভ ঘোষণা হেফাজতের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

হেফাজতে ইসলাম আগামী ২৩ মে সারাদেশে বিক্ষোভ কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছে। সংগঠনটির পক্ষ থেকে নারী বিষয়ক সংস্কার কমিশন বাতিলসহ চার দফা দাবিতে আজ শনিবার (৩ মে) সকালে সোহরাওয়ার্দী উদ্যানে মহাসমাবেশ থেকে এ ঘোষণা দেওয়া হয়।

সমাবেশে ঢাকা ও চট্টগ্রামসহ সারা দেশ থেকে হাজারো নেতাকর্মী অংশ নেন। সমাবেশের মূল দাবি ছিল হেফাজত নেতাকর্মীদের নামে দায়ের করা মামলা প্রত্যাহার এবং ২০১৩ সালের শাপলা চত্বরের ‘গণহত্যার’ বিচার।

হেফাজতে ইসলামের যুগ্ম মহাসচিব আজিজুল হক ইসলামাবাদী বলেন, “সরকার যখন নির্বাচন ঘোষণা করেছে, তখন মামলাগুলোর বিষয়ে যদি এখনই সুরাহা না হয়, তাহলে নির্বাচন-পরবর্তী সরকার এসব মামলাকে রাজনৈতিক অস্ত্র হিসেবে ব্যবহার করতে পারে। আমাদের এসব মামলা দ্রুত প্রত্যাহার করতে হবে।”

তিনি আরও বলেন, “সরকার যখন বিভিন্ন মহলের দাবি মেনে নিচ্ছে, তখন আমাদের ন্যায্য দাবিগুলো মানতে তাদের আপত্তি কোথায়?”

হেফাজতের উত্থাপিত চার দফা দাবি:

১. নারীবিষয়ক সংস্কার কমিশন ও এর প্রতিবেদন বাতিল করতে হবে।
২. সংবিধানে ‘বহুত্ববাদ’ বাদ দিয়ে আল্লাহর ওপর পূর্ণ আস্থা ও বিশ্বাস পুনর্বহাল করতে হবে।
৩. হেফাজতের নেতাকর্মীদের বিরুদ্ধে দায়ের হওয়া সব মামলা প্রত্যাহার এবং শাপলা চত্বরসহ সব ‘গণহত্যার’ বিচার করতে হবে।
৪. ফিলিস্তিন ও ভারতে মুসলিম গণহত্যা ও নিপীড়ন বন্ধে সরকারকে কার্যকর পদক্ষেপ নিতে হবে।

সংগঠনটি জানিয়েছে, সরকার দাবি না মানলে আরও বৃহত্তর কর্মসূচি দেওয়া হবে।

এমএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ