বৃহস্পতিবার, ০৬ নভেম্বর ২০২৫ ।। ২১ কার্তিক ১৪৩২ ।। ১৫ জমাদিউল আউয়াল ১৪৪৭

শিরোনাম :
চব্বিশের যুবশক্তিকে নিয়েই ইনসাফের বাংলাদেশ গড়তে চাই মাসনা মাদরাসার  বার্ষিক মাহফিল—আত্মশুদ্ধি ও রূহানিয়্যাতের মহামিলন সৌদিতে সভা-সমাবেশ নিয়ে কঠোর সতর্কতা বাংলাদেশ দূতাবাসের ট্রাম্পের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর প্রত্যয় জোহরান মামদানির প্রধান উপদেষ্টার কাছে জামায়াতে ইসলামীসহ ৮ দল স্মারকলিপি দেবে আজ প্রথম মুসলিম দেশ হিসেবে তামাক নিষিদ্ধের ঘোষণা দিল মালদ্বীপ 'বাঙ্গরাবাজার থানা’ উপজেলা হলে খুলে যাবে সম্ভাবনার নতুন দুয়ার হজ চুক্তি সই করতে সৌদি আরব যাচ্ছেন ধর্ম উপদেষ্টা জোটে ভোট কাটে রাজনীতির ঠোঁট ভারতের প্রেসক্রিপশনে আন্দোলন সফল হতে দেবে না জনগণ: মাওলানা ইউসুফী

‘কেউ স্বৈরাচার হতে চাইলে জনগণ সঙ্গে সঙ্গে তাদের পতন ঘটাবে’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, “স্বৈরাচার পতনে যেন আর ১৬ বছর অপেক্ষা করতে না হয়, সে জন্যই আমরা কাজ করছি। আশা করি, আগামী দিনে কেউ স্বৈরাচার হতে চাইলে জনগণ সঙ্গে সঙ্গে তাদের পতন ঘটাবে। কারণ, জনগণ রাস্তায় নামলে কোনো শক্তি তাদের থামাতে পারে না।”

মঙ্গলবার (১ জুলাই) ‘জুলাই গণঅভ্যুত্থান’ স্মরণে মাসব্যাপী কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

রাজধানীর তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে আয়োজিত এ অনুষ্ঠান বাংলাদেশ টেলিভিশনে সরাসরি সম্প্রচার করা হয়। সকাল ১১টায় আনুষ্ঠানিকভাবে এই কর্মসূচির উদ্বোধন করেন প্রধান উপদেষ্টা।

এ সময় ড. ইউনূস বলেন, “এ দেশের জনগণ গণতন্ত্র ও ন্যায়ের পক্ষে সোচ্চার। ইতিহাস সাক্ষ্য দেয়, বারবার অন্যায়-অবিচারের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছে এই দেশের মানুষ। তাই আগামী দিনেও কেউ যদি স্বৈরশাসনের চেষ্টা করে, জনগণ তা মেনে নেবে না।”

তিনি আরও বলেন, ‘জুলাই গণঅভ্যুত্থান’ আমাদের আন্দোলনের ইতিহাসে অনুপ্রেরণার উৎস। তাই নতুন প্রজন্মের উচিত এই ইতিহাস জানা এবং গণতন্ত্র ও মানবাধিকারের প্রতি অঙ্গীকারবদ্ধ থাকা।

এনএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ