বৃহস্পতিবার, ০৬ নভেম্বর ২০২৫ ।। ২১ কার্তিক ১৪৩২ ।। ১৫ জমাদিউল আউয়াল ১৪৪৭

শিরোনাম :
জোটে ভোট কাটে রাজনীতির ঠোঁট ভারতের প্রেসক্রিপশনে আন্দোলন সফল হতে দেবে না জনগণ: মাওলানা ইউসুফী ‘বিএনপি ক্ষমতায় এলে প্রতিটি স্কুল-কলেজে ধর্মীয় শিক্ষক নিয়োগের চেষ্টা করব’ বিএনপি-জামায়াতের বাইরে নতুন রাজনৈতিক জোটের উদ্যোগ এনসিপির  মাইলস্টোনে যুদ্ধবিমান বিধ্বস্তের কারণ পাইলটের উড্ডয়ন ত্রুটি পুলিশের খোয়া যাওয়া অস্ত্র উদ্ধারে আবারও পুরস্কার ঘোষণা বিশাল স্বর্ণ ভান্ডার মিলল পাকিস্তানে একীভূত হওয়া ৫ ব্যাংকের অর্থ ও আমানত সুরক্ষিত থাকবে : গভর্নর ষড়যন্ত্রের প্রতিবাদে ইসলামি আরবি বিশ্ববিদ্যালয় সম্মিলিত শিক্ষার্থী ফোরামের মানববন্ধন বৈষ্যমের বিরুদ্ধে সিলেটবাসীকে ঐক্যবদ্ধ ভাবে আন্দোলন করতে হবে

ময়না হত্যার ঘটনা ভিন্নখাতে না নিতে হেফাজত মহাসচিবের আহ্বান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ব্রাহ্মণবাড়িয়ায় ময়না নামের এক শিশুর লাশ মসজিদের দ্বিতীয় তলা থেকে উদ্ধারের ঘটনায় ইমাম ও মুয়াজ্জিনকে গ্রেফতারে উদ্বেগ প্রকাশ করেছেন হেফাজতে ইসলামের মহাসচিব আল্লামা সাজিদুর রহমান। এই ঘটনা যাতে ভিন্নখাতে নেওয়া না হয় সে ব্যাপারে প্রশাসনের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি। এই হত্যাকাণ্ডের সঙ্গে ইমাম-মুয়াজ্জিন বা যে কেউ জড়িত থাকুক, প্রকৃত অপরাধীর সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন তিনি।

বৃহস্পতিবার (১০ জুলাই) বেলা ১২টার দিকে ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে আলোচিত মায়মুনা আক্তার ময়না হত্যাকার ঘটনায় তার বাড়িতে যান হেফাজতে ইসলাম বাংলাদেশের মহাসচিব। এ সময় তার সাথে ছিলেন ব্রাহ্মণবাড়িয়া জেলা হেফাজতের সভাপতি মুফতি মোবারকুল্লাহ, সিনিয়র সহ-সভাপতি মুফতি বোরহান উদ্দিন, সেক্রেটারি মাওলানা আলী আজম কাসেমীসহ জেলার সিনিয়র নেতারা।

দুপুরে নিহত মাইমুনা আক্তার ময়নার পিতা আব্দুর রাজ্জাকসহ শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের সাথে সাক্ষাৎ করেন তিনি। এ সময় সাংবাদিকদের প্রশ্নের উত্তরে মহাসচিব আল্লামা সাজিদুর রহমান বলেন, এই নৃশংস হত্যাকাণ্ডের সাথে জড়িত প্রকৃত দোষীদের খুঁজে বের করে সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড নিশ্চিত করতে হবে। তার সাথে যেন কোনো নিরপরাধ ব্যক্তি হয়রানি ও ভোগান্তির শিকার না হয় এদিকেও প্রশাসন সর্বোচ্চ খেয়াল রাখতে হবে।

সাজিদুর রহমান বলেন, অপরাধী যেই হোক কাউকে ছাড় দেওয়া যাবে না। চাই সে মসজিদের ইমাম সাহেব হোক বা অন্য কেউ। হেফাজতে ইসলাম প্রকৃত দোষীদের কখনো ছাড় দেওয়ার পক্ষে নয়। হেফাজতে ইসলাম সবসময় রাষ্ট্রীয় আইনের প্রতি সর্বোচ্চ শ্রদ্ধাশীল। বিচারবহির্ভূত হত্যাকাণ্ড ও ধর্ষণের বিরুদ্ধে রাষ্ট্র সর্বোচ্চ পদক্ষেপ গ্রহণ করতে হবে। হত্যাকাণ্ডের সাথে জড়িত সন্দেহে মসজিদের ইমাম ও মুয়াজ্জিনকে গ্রেফতার করে রিমান্ড দেওয়ায় উদ্বেগ প্রকাশ করেন তিনি।

আল্লামা সাজিদুর রহমান আরও বলেন, ধর্ষণ ও হত্যাকাণ্ডের সাথে জড়িতদের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড নিশ্চিত করা হলে আজকে আমাদের এমন পরিস্থিতি ও পরিণতি ভোগ করতে হতো না। আমরা প্রশাসনের প্রতি জোর দাবি জানাচ্ছি প্রশাসন যেন বিষয়টিকে ভিন্ন খাতে নিয়ে পরিস্থিতিকে ঘোলাটে না করে। তাই সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত সাপেক্ষে প্রকৃত দোষীদের গ্রেফতার করে তাদেরকে সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড নিশ্চিত করতে হবে। প্রকৃত দোষীদের খুঁজে বের করা সম্পূর্ণ প্রশাসনের দায়িত্ব ও কর্তব্য।

এ সময় শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করে মহান আল্লাহর দরবারে দুআ' করেন হেফাজত মহাসচিব আল্লামা সাজিদুর রহমান।

প্রসঙ্গত, গত রোববার (৬ জুলাই) সকালে সরাইল উপজেলার শাহবাজপুর গ্রামের হাবলিপাড়া জামে মসজিদের দ্বিতীয় তলা থেকে নিখোঁজ মাইমুনা আক্তার ময়নার রক্তাক্ত মরদেহ উদ্ধার করে পুলিশ।

আইএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ