বৃহস্পতিবার, ০৬ নভেম্বর ২০২৫ ।। ২১ কার্তিক ১৪৩২ ।। ১৫ জমাদিউল আউয়াল ১৪৪৭

শিরোনাম :
চব্বিশের যুবশক্তিকে নিয়েই ইনসাফের বাংলাদেশ গড়তে চাই মাসনা মাদরাসার  বার্ষিক মাহফিল—আত্মশুদ্ধি ও রূহানিয়্যাতের মহামিলন সৌদিতে সভা-সমাবেশ নিয়ে কঠোর সতর্কতা বাংলাদেশ দূতাবাসের ট্রাম্পের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর প্রত্যয় জোহরান মামদানির প্রধান উপদেষ্টার কাছে জামায়াতে ইসলামীসহ ৮ দল স্মারকলিপি দেবে আজ প্রথম মুসলিম দেশ হিসেবে তামাক নিষিদ্ধের ঘোষণা দিল মালদ্বীপ 'বাঙ্গরাবাজার থানা’ উপজেলা হলে খুলে যাবে সম্ভাবনার নতুন দুয়ার হজ চুক্তি সই করতে সৌদি আরব যাচ্ছেন ধর্ম উপদেষ্টা জোটে ভোট কাটে রাজনীতির ঠোঁট ভারতের প্রেসক্রিপশনে আন্দোলন সফল হতে দেবে না জনগণ: মাওলানা ইউসুফী

সশস্ত্র বাহিনীর ম্যাজিস্ট্রেসির ক্ষমতার মেয়াদ আরও দুই মাস বাড়াল সরকার


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহীত

সেনাবাহিনীর ক্যাপ্টেন ও তদূর্ধ্ব পদমর্যাদার কর্মকর্তাদের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট হিসেবে দায়িত্ব পালনের ক্ষমতা আরও ৬০ দিনের জন্য বাড়িয়েছে অন্তর্বর্তীকালীন সরকার। রোববার (১৩ জুলাই) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ বিষয়ে একটি প্রজ্ঞাপন জারি করা হয়।

নতুন এ মেয়াদ অনুযায়ী, সেনাবাহিনীর পাশাপাশি কোস্টগার্ড ও বর্ডার গার্ড বাংলাদেশে (বিজিবি) প্রেষণে নিয়োজিত সমপদমর্যাদার কর্মকর্তারাও আগামী দুই মাস পর্যন্ত সারা দেশে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট হিসেবে দায়িত্ব পালন করতে পারবেন।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, ফৌজদারি কার্যবিধি ১৮৯৮ এর ১২(১) ও ১৭ ধারার অধীনে এই ক্ষমতা প্রদান করা হয়েছে। এ ছাড়া কার্যবিধির ৬৪, ৬৫, ৮৩, ৮৪, ৮৬, ৯৫(২), ১০০, ১০৫, ১০৭, ১০৯, ১১০, ১২৬, ১২৭, ১২৮, ১৩০, ১৩৩ এবং ১৪২ ধারায় প্রযোজ্য ক্ষমতা প্রয়োগ করতে পারবেন এসব কর্মকর্তা।

রাজনৈতিক অস্থিরতা ও আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে অন্তর্বর্তীকালীন সরকার গত বছর জুলাই থেকে পর্যায়ক্রমে সেনাবাহিনীর কর্মকর্তাদের এ ক্ষমতা দিয়ে আসছে। মাঠপর্যায়ে চেকপোস্ট, তল্লাশি, জননিরাপত্তা নিশ্চিতে সামরিক বাহিনীর এ ভূমিকা গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে বলে মনে করছেন বিশ্লেষকরা।

সাধারণত সিভিল প্রশাসনের ম্যাজিস্ট্রেটরাই এ ধরণের ক্ষমতা প্রয়োগ করে থাকেন। তবে বিশেষ প্রয়োজনে ও সংকটকালীন সময়ে সশস্ত্র বাহিনীর কর্মকর্তাদেরও এই ক্ষমতা অর্পণ করা হয়।

এসএকে/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ