বৃহস্পতিবার, ০৬ নভেম্বর ২০২৫ ।। ২১ কার্তিক ১৪৩২ ।। ১৫ জমাদিউল আউয়াল ১৪৪৭

শিরোনাম :
জোটে ভোট কাটে রাজনীতির ঠোঁট ভারতের প্রেসক্রিপশনে আন্দোলন সফল হতে দেবে না জনগণ: মাওলানা ইউসুফী ‘বিএনপি ক্ষমতায় এলে প্রতিটি স্কুল-কলেজে ধর্মীয় শিক্ষক নিয়োগের চেষ্টা করব’ বিএনপি-জামায়াতের বাইরে নতুন রাজনৈতিক জোটের উদ্যোগ এনসিপির  মাইলস্টোনে যুদ্ধবিমান বিধ্বস্তের কারণ পাইলটের উড্ডয়ন ত্রুটি পুলিশের খোয়া যাওয়া অস্ত্র উদ্ধারে আবারও পুরস্কার ঘোষণা বিশাল স্বর্ণ ভান্ডার মিলল পাকিস্তানে একীভূত হওয়া ৫ ব্যাংকের অর্থ ও আমানত সুরক্ষিত থাকবে : গভর্নর ষড়যন্ত্রের প্রতিবাদে ইসলামি আরবি বিশ্ববিদ্যালয় সম্মিলিত শিক্ষার্থী ফোরামের মানববন্ধন বৈষ্যমের বিরুদ্ধে সিলেটবাসীকে ঐক্যবদ্ধ ভাবে আন্দোলন করতে হবে

তিস্তা মহাপরিকল্পনা এ বছরের শেষ নাগাদ চূড়ান্ত হবে: উপদেষ্টা রিজওয়ানা হাসান


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহীত

অন্তর্বর্তীকালীন সরকারের পানি সম্পদ এবং পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান জানিয়েছেন, তিস্তা নদী পুনঃখনন ও অববাহিকা উন্নয়নের জন্য প্রণীত ‘তিস্তা মহাপরিকল্পনা’ এ বছরের শেষ নাগাদ চূড়ান্ত করা হবে।

মঙ্গলবার (১৫ জুলাই) সকালে সৈয়দপুর বিমানবন্দরে অবতরণ করার পর সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তিনি। পরে কুড়িগ্রামের রাজারহাট উপজেলার তিস্তা নদীর তীর রক্ষা প্রকল্প এলাকা পরিদর্শনে রওনা দেন উপদেষ্টা।

সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, “গত কয়েক মাসে তিস্তা মহাপরিকল্পনা নিয়ে উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে। মাঠপর্যায়ের সব কাজ ইতোমধ্যে শেষ হয়েছে। আগামী ১৭ জুলাই বিশেষজ্ঞদের সঙ্গে এ প্রকল্পের পাঁচটি মূল বিষয়ে আলোচনা চূড়ান্ত করা হবে।”

তিনি আরও জানান, ওই আলোচনার ভিত্তিতে প্রস্তাবনা প্রথমে সরকারের অনুমোদনের জন্য উপস্থাপন করা হবে, এরপর অর্থনৈতিক সম্পর্ক বিভাগ (ইআরডি)-এর মাধ্যমে চীনা কর্তৃপক্ষের কাছে পাঠানো হবে। কারণ এটি বাংলাদেশ ও চীনের যৌথ উদ্যোগ। তাই প্রকল্প বাস্তবায়নে উভয় দেশের সম্মতির প্রয়োজন।

এ সময় তিস্তা তীর রক্ষা প্রকল্প এলাকা পরিদর্শনে উপদেষ্টার সঙ্গে আরও উপস্থিত ছিলেন নীলফামারীর জেলা প্রশাসক মো. নায়িরুজ্জামান, সৈয়দপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নুর-ই আলম সিদ্দিকী এবং সংশ্লিষ্ট অন্যান্য দপ্তরের কর্মকর্তারা।

এসএকে/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ