বৃহস্পতিবার, ০৬ নভেম্বর ২০২৫ ।। ২১ কার্তিক ১৪৩২ ।। ১৫ জমাদিউল আউয়াল ১৪৪৭

শিরোনাম :
চব্বিশের যুবশক্তিকে নিয়েই ইনসাফের বাংলাদেশ গড়তে চাই মাসনা মাদরাসার  বার্ষিক মাহফিল—আত্মশুদ্ধি ও রূহানিয়্যাতের মহামিলন সৌদিতে সভা-সমাবেশ নিয়ে কঠোর সতর্কতা বাংলাদেশ দূতাবাসের ট্রাম্পের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর প্রত্যয় জোহরান মামদানির প্রধান উপদেষ্টার কাছে জামায়াতে ইসলামীসহ ৮ দল স্মারকলিপি দেবে আজ প্রথম মুসলিম দেশ হিসেবে তামাক নিষিদ্ধের ঘোষণা দিল মালদ্বীপ 'বাঙ্গরাবাজার থানা’ উপজেলা হলে খুলে যাবে সম্ভাবনার নতুন দুয়ার হজ চুক্তি সই করতে সৌদি আরব যাচ্ছেন ধর্ম উপদেষ্টা জোটে ভোট কাটে রাজনীতির ঠোঁট ভারতের প্রেসক্রিপশনে আন্দোলন সফল হতে দেবে না জনগণ: মাওলানা ইউসুফী

‘জুলাই গণ-অভ্যুত্থান স্মৃতি জাদুঘর’ নির্মিত হবে টেন্ডার ছাড়াই

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

২০২৪ সালের জুলাইয়ের গণ-অভ্যুত্থানের স্মৃতিকে অম্লান রাখতে এবং সে সময়কার শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে সাবেক প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন ‘গণভবন’কে রূপান্তর করা হচ্ছে ‘জুলাই গণ-অভ্যুত্থান স্মৃতি জাদুঘর’-এ।

মঙ্গলবার (১৫ জুলাই) সচিবালয়ে অর্থনৈতিক বিষয়ক উপদেষ্টা পরিষদের বৈঠকে এ প্রকল্পের নীতিগত অনুমোদন দেওয়া হয়। বৈঠকে সভাপতিত্ব করেন অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ। বৈঠক শেষে তিনি জানান, আগামী ৫ আগস্টের মধ্যে জাদুঘরটির নির্মাণ ও সংস্কারকাজ শেষ করে উদ্বোধন করা হবে। এসব কাজ সম্পন্ন হবে সরাসরি ক্রয়পদ্ধতিতে (ডিরেক্ট প্রোকিউরমেন্ট)—অর্থাৎ, কোনো টেন্ডার ছাড়াই।

প্রকল্পটির মোট প্রাক্কলিত ব্যয় নির্ধারণ করা হয়েছে ১১১ কোটি ১৯ লাখ ৮১ হাজার টাকা।

প্রকল্পের আওতায় দুটি ভাগে কাজ হবে: বৈদ্যুতিক ও যান্ত্রিক (ইএম) এবং পূর্ত কাজ। ইএম অংশে থাকবে বিদ্যুৎ সংযোগ, সুইচ ও অন্যান্য যন্ত্রপাতি স্থাপন। পূর্ত অংশে ভবনের কাঠামোগত সংস্কারসহ অন্যান্য নির্মাণকাজ অন্তর্ভুক্ত থাকবে।

গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের আওতাধীন গণপূর্ত বিভাগ এসব কাজ বাস্তবায়ন করবে। ইএম কাজের দায়িত্ব পেয়েছে ‘শুভ্রা ট্রেডার্স’, যার জন্য বরাদ্দ ধরা হয়েছে ৪০ কোটি ৮৩ লাখ টাকা। আর পূর্ত কাজ বাস্তবায়ন করবে ‘দি সিভিল ইঞ্জিনিয়ার্স লিমিটেড’; এতে ব্যয় হবে ৭০ কোটি ৩৭ লাখ টাকা।

বৈঠকে আরও সিদ্ধান্ত নেওয়া হয়েছে, পূর্ববর্তী আওয়ামী লীগ সরকারের আমলে স্বাক্ষরিত ইনডিপেনডেন্ট পাওয়ার প্ল্যান্ট (আইপিপি) চুক্তিগুলোর অসঙ্গতি পর্যালোচনা করা হবে। অর্থ উপদেষ্টা জানান, এসব চুক্তি হাইকোর্টের নির্দেশনা অনুযায়ী আইনি পরামর্শের ভিত্তিতে পুনর্মূল্যায়ন করা হবে। কোনো সিদ্ধান্তই একতরফাভাবে নেওয়া হবে না।

এমএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ