বৃহস্পতিবার, ০৬ নভেম্বর ২০২৫ ।। ২১ কার্তিক ১৪৩২ ।। ১৫ জমাদিউল আউয়াল ১৪৪৭

শিরোনাম :
জোটে ভোট কাটে রাজনীতির ঠোঁট ভারতের প্রেসক্রিপশনে আন্দোলন সফল হতে দেবে না জনগণ: মাওলানা ইউসুফী ‘বিএনপি ক্ষমতায় এলে প্রতিটি স্কুল-কলেজে ধর্মীয় শিক্ষক নিয়োগের চেষ্টা করব’ বিএনপি-জামায়াতের বাইরে নতুন রাজনৈতিক জোটের উদ্যোগ এনসিপির  মাইলস্টোনে যুদ্ধবিমান বিধ্বস্তের কারণ পাইলটের উড্ডয়ন ত্রুটি পুলিশের খোয়া যাওয়া অস্ত্র উদ্ধারে আবারও পুরস্কার ঘোষণা বিশাল স্বর্ণ ভান্ডার মিলল পাকিস্তানে একীভূত হওয়া ৫ ব্যাংকের অর্থ ও আমানত সুরক্ষিত থাকবে : গভর্নর ষড়যন্ত্রের প্রতিবাদে ইসলামি আরবি বিশ্ববিদ্যালয় সম্মিলিত শিক্ষার্থী ফোরামের মানববন্ধন বৈষ্যমের বিরুদ্ধে সিলেটবাসীকে ঐক্যবদ্ধ ভাবে আন্দোলন করতে হবে

ভবিষ্যতে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পরিবর্তনে গণভোট লাগবে : আলী রীয়াজ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাকে সংবিধানে অন্তর্ভুক্ত করা হলে ভবিষ্যতে এ ব্যবস্থায় পরিবর্তন আনতে গণভোটের প্রয়োজন হবে বলে জানিয়েছেন জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক ড. আলী রীয়াজ।

মঙ্গলবার (১৫ জুলাই) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে রাজনৈতিক দলগুলোর সঙ্গে দ্বিতীয় পর্যায়ের ১৪তম দিনের সংলাপের সারসংক্ষেপ তুলে ধরে সাংবাদিকদের এ কথা জানান তিনি।

অধ্যাপক রীয়াজ বলেন, “সংবিধানে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা যুক্ত হওয়ার পর ভবিষ্যতে তা পরিবর্তন করতে চাইলে গণভোট ছাড়া কোনো পথ থাকবে না। যেহেতু রাজনৈতিক দলগুলোর মধ্যে এই ব্যবস্থাকে কেন্দ্র করে মতপার্থক্য নেই, তাই ভবিষ্যতের সম্ভাব্য পরিবর্তনকে গণভোটের আওতায় আনার প্রস্তাব দেওয়া হয়েছে।”

তিনি জানান, তত্ত্বাবধায়ক সরকারের প্রধান নিয়োগে আগামী সপ্তাহে রাজনৈতিক ঐকমত্য গঠনের বিষয়ে আশাবাদী কমিশন।

সংলাপে সংবিধান সংশোধন সংক্রান্ত কিছু বিষয়ে ঐকমত্য হয়েছে জানিয়ে ড. রীয়াজ বলেন, “যদি দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্ট গঠিত না হয় বা উচ্চকক্ষ গঠনের পূর্ব পর্যন্ত সংবিধান সংশোধনের জন্য সংসদের সংখ্যাগরিষ্ঠতার প্রয়োজন হবে। তবে প্রস্তাবনা, রাষ্ট্রের মূলনীতি, অনুচ্ছেদ ৪৮, ৫৬, ১৪২ এবং তত্ত্বাবধায়ক সরকার সংক্রান্ত ৫৮(খ), ৫৮(গ), ৫৮(ঘ) ও ৫৮(ঙ) অনুচ্ছেদগুলো সংবিধানে যুক্ত হলে সেগুলো সংশোধনে গণভোট অপরিহার্য হবে।”

দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্ট গঠন নিয়ে এখনো ঐকমত্য হয়নি জানিয়ে তিনি বলেন, “কোনো কোনো দল ভোটের আনুপাতিক হারে উচ্চকক্ষ চায়, আবার কেউ কেউ আসনের অনুপাতে উচ্চকক্ষ গঠনের প্রস্তাব দিয়েছে। একাধিক আলোচনার পরও এই বিষয়ে রাজনৈতিক দল ও জোটগুলোর মধ্যে ঐক্যমত্য গড়ে ওঠেনি, ফলে কমিশনের ওপরই সিদ্ধান্ত গ্রহণের দায়িত্ব অর্পণ করা হয়েছে।”

কমিশন রাজনৈতিক দলগুলোর সঙ্গে অনানুষ্ঠানিক আলোচনা চালিয়ে যাচ্ছে এবং আগামী সপ্তাহে দ্বিকক্ষ পার্লামেন্ট বিষয়ে একটি সুস্পষ্ট অবস্থান জানানো হবে বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি।

আজকের আলোচনায় অংশ নেয় বিএনপি, বাংলাদেশ জামায়াতে ইসলামী, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি), গণ অধিকার পরিষদ, গণসংহতি আন্দোলন, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি), বিপ্লবী ওয়ার্কার্স পার্টি, আমার বাংলাদেশ (এবি) পার্টিসহ মোট ৩০টি রাজনৈতিক দলের প্রতিনিধিরা।

আলোচনায় আরও উপস্থিত ছিলেন কমিশনের সদস্য বিচারপতি মো. এমদাদুল হক, ড. ইফতেখারুজ্জামান, ড. বদিউল আলম মজুমদার, সফর রাজ হোসেন, ড. মো. আইয়ুব মিয়া এবং প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দার।

এমএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ