বৃহস্পতিবার, ০৬ নভেম্বর ২০২৫ ।। ২০ কার্তিক ১৪৩২ ।। ১৫ জমাদিউল আউয়াল ১৪৪৭

শিরোনাম :
বিএনপি-জামায়াতের বাইরে নতুন রাজনৈতিক জোটের উদ্যোগ এনসিপির  মাইলস্টোনে যুদ্ধবিমান বিধ্বস্তের কারণ পাইলটের উড্ডয়ন ত্রুটি পুলিশের খোয়া যাওয়া অস্ত্র উদ্ধারে আবারও পুরস্কার ঘোষণা বিশাল স্বর্ণ ভান্ডার মিলল পাকিস্তানে একীভূত হওয়া ৫ ব্যাংকের অর্থ ও আমানত সুরক্ষিত থাকবে : গভর্নর ষড়যন্ত্রের প্রতিবাদে ইসলামি আরবি বিশ্ববিদ্যালয় সম্মিলিত শিক্ষার্থী ফোরামের মানববন্ধন বৈষ্যমের বিরুদ্ধে সিলেটবাসীকে ঐক্যবদ্ধ ভাবে আন্দোলন করতে হবে পেঁয়াজের বাজার নিয়ন্ত্রনে সরকারকে ন্যাপের আহ্বান জুলাই সনদ বাস্তবায়ন ব্যতীত দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ গঠন সম্ভব নয়: কামাল হোসেন ঘূর্ণিঝড় টাইফুন কালমেগি আঘাত, নিহত বেড়ে ১০০, নিখোঁজ ২৬

ধর্ম উপদেষ্টার বক্তব্য প্রত্যাখান করলো শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশন


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহীত

‘দেশের মসজিদসমূহের সভাপতি হবেন প্রশাসনিক কর্মকর্তাগণ’—ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেনের এমন বক্তব্যকে অযৌক্তিক ও ইসলামের পরিপন্থী আখ্যায়িত করে তা ঘোরতরভাবে প্রত্যাখ্যান করেছে ইমাম-খতীবদের সংগঠন শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশন।

শুক্রবার (১৮ জুলাই) সংগঠনের চেয়ারম্যান মুফতি শামীম মজুমদারের স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ প্রতিক্রিয়া জানানো হয়। এতে বলা হয়, খুলনার বয়রায় মেট্রোপলিটন মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ধর্ম উপদেষ্টা যেই প্রস্তাব দিয়েছেন, তা মসজিদভিত্তিক সমাজব্যবস্থায় শঙ্কা ও বিশৃঙ্খলা তৈরি করতে পারে।

প্রেস বিজ্ঞপ্তিতে মুফতি শামীম মজুমদার বলেন, "ধর্ম উপদেষ্টার বক্তব্য গণমাধ্যমে প্রকাশিত হওয়ার পর বিষয়টি আমাদের দৃষ্টিগোচর হয়। আমরা মনে করি, এ বক্তব্য ইসলামী শরিয়তের শিক্ষার সঙ্গে সাংঘর্ষিক এবং তা বাস্তবায়ন হলে মসজিদপ্রেমী তৌহিদি জনতার মনে ক্ষোভ ও বিভ্রান্তি সৃষ্টি হতে পারে।"

তিনি আরও বলেন, "মসজিদের সভাপতির দায়িত্ব ডিসি ও ইউএনওদের ওপর অর্পণ করা হলে বহু স্থানে অমুসলিম কর্মকর্তা দায়িত্বপ্রাপ্ত হবেন, যা কুরআনের নির্দেশনার পরিপন্থী। সূরা তাওবার ১৮ নম্বর আয়াত অনুযায়ী, মসজিদ পরিচালনায় সংশ্লিষ্ট ব্যক্তির ঈমান, তাকওয়া ও আল্লাহর প্রতি পূর্ণ বিশ্বাস থাকা অপরিহার্য।"

সংগঠনটির  চেয়ারম্যান  আশঙ্কা প্রকাশ করে বলেছে, এ ধরনের সিদ্ধান্ত বাস্তবায়িত হলে মসজিদে জমি ও অর্থ অনুদান প্রদানসহ সামাজিকভাবে মসজিদ নির্মাণে মানুষের আগ্রহ কমে যেতে পারে। একইসাথে রাজনৈতিক প্রভাব খাটিয়ে মসজিদের মিম্বারে খতীবদের কণ্ঠরোধ করার প্রবণতা বাড়তে পারে বলেও শঙ্কা প্রকাশ করা হয়।

বিবৃতিতে ধর্ম উপদেষ্টাকে তার বক্তব্য প্রত্যাহারের আহ্বান জানানো হয় এবং মসজিদ পরিচালনার ক্ষেত্রে দেশবরেণ্য আলেম ও অভিজ্ঞ ব্যক্তিদের মাধ্যমে একটি গ্রহণযোগ্য নীতিমালা প্রণয়ন করে গেজেট আকারে প্রকাশের দাবি জানানো হয়। যাতে মসজিদ পরিচালনার দায়িত্ব থাকে সমাজের ইমানদার, অবিতর্কিত ও গ্রহণযোগ্য ব্যক্তিদের হাতে।

এসএকে/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ