বুধবার, ১৩ আগস্ট ২০২৫ ।। ২৮ শ্রাবণ ১৪৩২ ।। ১৯ সফর ১৪৪৭

শিরোনাম :
‘আরপিও সংশোধনীর সাথে পিআর পদ্ধতি সংযুক্ত হলে নির্বাচনী অরাজকতা দূর হবে’ প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিতে কাজ করছে সরকার : প্রধান উপদেষ্টা সমকামী এক্টিভিস্ট কর্তৃক দুই বিশ্ববিদ্যালয় শিক্ষককে হত্যার হুমকি সত্য বলার কারণে সারজিসের বিরুদ্ধে বিএনপি মামলা করেছে: শায়খে চরমোনাই জুলাই আমাদের শিখিয়েছে কীভাবে ফ্যাসিবাদের কবর দিতে হয় : এ্যানি সমীকরণ এখনো শেষ হয়নি: নাহিদ ইসলাম পৃথিবী এক ক্ষণস্থায়ী সরাইখানা ছাড়া কিছু নয় পিআর পদ্ধতিতে জবাবদিহিমূলক সরকার কায়েম হবে: পীর সাহেব চরমোনাই  জেদের বশবর্তী হয়ে প্রকৃতির ক্ষতি করছে পাথর খেকোরা: আলী হাসান ওসামা ‘ফেব্রুয়ারিতে নির্বাচন হলে সংস্কার ও নতুন সংবিধান বাস্তবায়ন হবে না’

সমন্বয়ক রিয়াদকে সহায়ত করা নিয়ে আস-সুন্নাহ ফাউন্ডেশনের বিবৃতি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

গুলশানে চাঁদাবাজির অভিযোগে গ্রেপ্তার আবদুর রাজ্জাক বিন সোলাইমান ওরফে রিয়াদের পরিবারকে অর্থ সহায়তা দেওয়ার অভিযোগ অস্বীকার করেছে আস-সুন্নাহ ফাউন্ডেশন।

মঙ্গলবার (২৯ জুলাই) পাঠানো এক বিজ্ঞপ্তিতে সংস্থাটি জানায়, রিয়াদ বা তার পরিবারকে তারা কোনো আর্থিক অনুদান দেয়নি।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, আস-সুন্নাহ ফাউন্ডেশনের রেকর্ড অনুযায়ী, সংশ্লিষ্ট ইউনিয়নে রিয়াদ, তার পিতা আবু রায়হান বা তার মা রেজিয়া বেগম—এই তিনজনের কেউই তাদের উপকারভোগী হিসেবে তালিকাভুক্ত নন। তাদের কোনো বিকাশ নম্বরেও লেনদেনের তথ্য পাওয়া যায়নি।

এর আগে, চাঁদাবাজির ঘটনায় রিয়াদের গ্রেপ্তারের পর একটি সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে তার মা রেজিয়া বেগম দাবি করেন, বন্যার পর সরকারের দেওয়া চার বান্ডিল ঢেউটিন বিক্রি করেছেন এবং আস-সুন্নাহ ফাউন্ডেশন থেকে ৫০ হাজার টাকা পেয়েছেন—যা দিয়ে ঘরের নির্মাণকাজ চালাচ্ছেন।

তবে ফাউন্ডেশন এসব দাবি সম্পূর্ণ ভিত্তিহীন বলে জানিয়েছে।

উল্লেখ্য, ঢাকা প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী রিয়াদ বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের কেন্দ্রীয় সদস্য এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বেসরকারি বিশ্ববিদ্যালয় কমিটির যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করছেন।

২৭ জুলাই গুলশানে আওয়ামী লীগের নেত্রী ও সাবেক সংসদ সদস্য শাম্মী আহমেদের বাসায় চাঁদা নিতে গিয়ে রিয়াদসহ পাঁচজনকে গ্রেপ্তার করে পুলিশ। এই ঘটনার পর থেকে সামাজিক ও সংবাদমাধ্যমে রিয়াদ ও তার পরিবার নিয়ে নানা আলোচনা চলছে।

এনএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ