বৃহস্পতিবার, ০৭ আগস্ট ২০২৫ ।। ২২ শ্রাবণ ১৪৩২ ।। ১৩ সফর ১৪৪৭

শিরোনাম :

দারুল উলুম দেওবন্দে ইসলাহি মজলিস অনুষ্ঠিত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

দারুলউলুম দেওবন্দের মসজিদে রশিদে রবিবার (৩ আগস্ট) বাদ মাগরিব অনুষ্ঠিত হয়েছে ইসলাহি মজলিস। কুরআন তেলাওয়াতের মাধ্যমে শুরু হওয়া এই মজলিসে জামিয়ার সব ছাত্র অংশগ্রহণ করে।

মজলিসের সভাপতিত্ব করেন শায়খুল হাদিস ও মোহতামিম আল্লামা আবুল কাসেম নোমানী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মজলিসে শুরার সদস্য মাওলানা রহমতুল্লাহ কাশ্মীরী।

উপস্থাপনায় থাকা শায়খ মুজ্জাম্মেল বাদায়ুনী শিক্ষার্থীদের উস্তাদের প্রতি শ্রদ্ধা, খেদমতের মনোভাব ও গভীর অধ্যয়নের প্রতি মনোযোগী হতে উদ্বুদ্ধ করেন এবং আকাবিরদের স্মৃতিচারণের মাধ্যমে অনুপ্রাণিত করেন।

বিশেষ অতিথি মাওলানা রহমতুল্লাহ কাশ্মীরী তা’লিম, তারবিয়াত, ইসলাহ, আমল-আখলাক, ইখলাস, তাযকিয়া, পরিচ্ছন্নতা ও রিয়াযতের গুরুত্ব তুলে ধরেন এবং আকাবির আসলাফদের শিক্ষণীয় ঘটনাও বর্ণনা করেন।

সমাপনী বক্তব্যে মোহতামিম আল্লামা আবুল কাসেম নোমানী মোবাইল ব্যবহারের অপব্যবহার নিয়ে উদ্বেগ প্রকাশ করেন এবং শিক্ষার্থীদের তাযকিয়া ও ইসলাহের মাধ্যমে প্রকৃত আলেমে দ্বীন হওয়ার আহ্বান জানান। তাঁর রূহানী দোয়ার মাধ্যমে মজলিসের সমাপ্তি ঘটে।

এমএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ