বাড্ডাস্থ উলামায়ে কেরামেগণের অরাজনৈতিক সংগঠন ইত্তিহাদুল উলামা বাড্ডা–এর উদ্যোগে আগামী ৯ জানুয়ারি, শুক্রবার বাদ আসর সীরাত মাহফিল অনুষ্ঠিত হবে। প্রিয় নবী হযরত মুহাম্মদ ﷺ–এর আদর্শ সকল শ্রেণি ও পেশার মানুষের মাঝে ছড়িয়ে দেওয়ার লক্ষ্যে এই মাহফিলের আয়োজন করা হয়েছে।
আয়োজক সূত্রে জানা গেছে, মাহফিলে প্রধান আলোচক হিসেবে মূল্যবান নসীহত পেশ করবেন আল্লামা মুফতি মিজানুর রহমান সাঈদ—প্রতিষ্ঠাতা মুহতামিম, শায়খ যাকারিয়া ইসলামিক রিসার্চ সেন্টার, ঢাকা।
এছাড়া আলোচনায় অংশ নেবেন—আল্লামা মুফতি দিলাওয়ার হুসাইন, মুহতামিম, জামিয়া ইসলামিয়া দারুল উলূম আকবর কমপ্লেক্স, মিরপুর, ঢাকা;
বিশিষ্ট দাঈ মুফতি যুবায়ের আহমদ, পরিচালক, ইসলামী দাওয়াহ ইনস্টিটিউট, মান্ডা, ঢাকা;
এবং মাওলানা আবুল কাশেম আশরাফী, খতীব, খিলগাঁও ঈদগাহ জামে মসজিদ, ঢাকা।
মাহফিলে সভাপতিত্ব করবেন মুফতি আব্দুল কাইয়ুম—সভাপতি, ইত্তিহাদুল উলামা বাড্ডা, ঢাকা।
আয়োজকরা জানান, সীরাতে রাসূল ﷺ–এর আলোকে ব্যক্তি ও সমাজজীবন গঠনের গুরুত্ব তুলে ধরতেই এই মাহফিলের আয়োজন। ধর্মপ্রাণ মুসল্লিদের মাহফিলে সশরীরে উপস্থিত থাকার জন্য বিশেষভাবে আহ্বান জানানো হয়েছে।
মাহফিলে উপস্থিতির জন্য দাওয়াত জানিয়েছেন, মুফতি আশিকুল ইসলাম রহমতনগরী—সেক্রেটারি, ইত্তিহাদুল উলামা বাড্ডা, ঢাকা।
এনএইচ/