শুক্রবার, ০৯ জানুয়ারি ২০২৬ ।। ২৪ পৌষ ১৪৩২ ।। ২০ রজব ১৪৪৭


৫ মাস ৮ দিনে ‍হাফেজ হলেন সা’দ হাকীম

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মাত্র পাঁচ মাস আট দিনে হাফেজ হলেন শিশু সা’দ হাকীম। তার বয়স নয় বছর আট মাস। তিনি কিশোরগঞ্জ জেলার ভৈরব উপজেলার জামিয়া রাহমানিয়া হাজী জনাব আলী (রাণীর বাজার) মাদরাসার ছাত্র।

সা’দ ভৈরবের জগন্নাথপুর, লক্ষ্মীপুর গ্রামের লোকমান হাকীমের ছেলে। তার বাবা তাবলিগ জামাতের সঙ্গে সম্পৃক্ত এবং পাঞ্জাবির কাপড় বিক্রেতা। এক ভাই ও দুই বোনের মধ্যে সা’দ সবার ছোট।

বুধবার (৭ জানুয়ারি) বিকেলে আনুষ্ঠানিকভাবে সব উস্তাদ ও কমিটির সদস্যদের উপস্থিতিতে সাদ কোরআনের শেষ সবক পড়ে শোনায়। তাকে মাদরাসার পক্ষ থেকে একটি পাগড়ি ও ক্রেস্ট  প্রদান করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন কমিটির সাধারণ সম্পাদক আলহাজ্ব লুৎফুর রহমান সুমন, সিনিয়র সহসভাপতি আলহাজ্ব মো. মুসলিম মিয়া, সহসভাপতি আলহাজ্ব মো. আল আমিন, সদস্য আলহাজ্ব মো. লিটন মিয়া, আলহাজ্ব আনোয়ার হোসেন, বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ্ব মো. জাকির মিয়া। এছাড়া মাদরাসার মুহতামিম হাফেজ নুরুদ্দীন আহমেদ, সা’দের বাবা মো. লোকমান হাকীম, তার চাচা, ভগ্নিপতিসহ অনেকেই উপস্থিত ছিলেন।

মাদরাসার মুহতামিম হাফেজ নূরুদ্দীন আহমেদ ও তার মাশকের শিক্ষক হাফেজ মাওলানা হুসাইন সা'দী ও তার অন্যান্য উস্তাদদের ভাষ্যমতে, সা’দ হাকীম অত্যন্ত নম্র, ভদ্র এবং অধ্যবসায়ী ছাত্র। তার সুন্দর আখলাক, অধ্যবসায় ও মনোযোগী মনোভাবের কারণে সে সকল উস্তাদের প্রিয়পাত্র হতে সক্ষম হয়েছে।

তার বাবা-মায়ের একান্ত প্রত্যাশা—সাদ হাকীম ভবিষ্যতে যেন একজন যোগ্য হাফেজ ও সুদক্ষ আলেম হিসেবে গড়ে উঠে এবং কোরআন-সুন্নাহর খেদমতে নিজেকে নিয়োজিত করতে পারে।

আরএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ