শনিবার, ২০ সেপ্টেম্বর ২০২৫ ।। ৪ আশ্বিন ১৪৩২ ।। ২৮ রবিউল আউয়াল ১৪৪৭

শিরোনাম :
বকেয়া বেতনের দাবিতে ভালুকায় শ্রমিকদের মহাসড়ক অবরোধ শিশু-কিশোর সংগঠন 'অংকুর' এর সীরাতুন্নবী সা. কুইজ প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠিত জুলাই সনদের ভিত্তিতে পিআর পদ্ধতিতে নির্বাচন চাই - খুলনা ইসলামী আন্দোলন  কাতারের মধ্যস্থতায় আফগানিস্তানে কারাবন্দি ব্রিটিশ দম্পতির মুক্তি মাদকের বিরুদ্ধে মুরাদনগরে ওলামা পরিষদের মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ পাকিস্তানে পৃথক বিস্ফোরণে নিহত অন্তত ১১ ইসলামি বইমেলা পরিদর্শনে জাতীয় মসজিদের খতিব প্রাথমিকে গানের নয়, ধর্মীয় শিক্ষক নিয়োগ দিতে হবে: শায়খে চরমোনাই পীর সাহেব চরমোনাইয়ের সঙ্গে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের ‘মিট আপ’ আফগানিস্তানের বাগরাম বিমান ঘাঁটি আবারও নিয়ন্ত্রণে নিতে চায় যুক্তরাষ্ট্র

প্রকৌশল শিক্ষার্থীদের দাবি পর্যালোচনায় কমিটির বৈঠক শুরু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

প্রকৌশল পেশায় বিএসসি ও ডিপ্লোমাধারীদের দাবির যৌক্তিকতা যাচাই করে সুপারিশ প্রণয়নের জন্য গঠিত কমিটি বৈঠকে বসেছে। বৃহস্পতিবার (২৮ আগস্ট) বিকাল ৩টা ১০ মিনিটে সচিবালয়ের ১ নম্বর নতুন ভবনে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব দপ্তরের ছোট কনফারেন্স রুমে বৈঠকটি শুরু হয়।

সভায় তিনজন উপদেষ্টা ও প্রকৌশলী সংগঠনের দুই প্রতিনিধি মিলিয়ে ছয়জন উপস্থিত ছিলেন। তবে দুজন সদস্য অনুপস্থিত ছিলেন। বৈঠকের সভাপতিত্ব করেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ; সড়ক পরিবহন ও সেতু এবং রেলপথ মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান।

এছাড়া শিল্প মন্ত্রণালয় ও গৃহায়ন মন্ত্রণালয়ের উপদেষ্টা আদিলুর রহমান খান এবং পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন ও পানি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান সভায় অংশ নেন। তবে শিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা অধ্যাপক ড. চৌধুরী রফিকুল আবরার বিদেশে থাকায় অনুপস্থিত ছিলেন।

সভায় ইনস্টিটিউশন অব ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশ (আইইবি)-এর সভাপতি প্রকৌশলী মোহাম্মদ রেজাউল ইসলাম ও ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স-এর সভাপতি প্রকৌশলী মো. কবির হোসেন উপস্থিত ছিলেন। এছাড়া কমিটির সদস্য সচিব ও জনপ্রশাসন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (সংগঠন ও ব্যবস্থাপনা) কাজী মুহাম্মদ মোজাম্মেল হকও উপস্থিত ছিলেন। অসুস্থতার কারণে বোর্ড অব অ্যাক্রেডিটেশন ফর ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনিক্যাল এডুকেশনের চেয়ারম্যান অধ্যাপক ড. প্রকৌশলী তানভির মঞ্জুর বৈঠকে অংশ নিতে পারেননি।

এর আগে, তিন দফা দাবিতে গত দুই দিন ধরে শাহবাগ মোড়ে অবস্থান কর্মসূচি পালন করেন বুয়েটসহ বিভিন্ন প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। বুধবার তারা প্রধান উপদেষ্টার বাসভবন ঘেরাওয়ের চেষ্টা করলে পুলিশের সঙ্গে সংঘর্ষের ঘটনা ঘটে। আজ বৃহস্পতিবার সব প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে শাটডাউন কর্মসূচি পালন করা হচ্ছে।

উল্লেখ্য, গত বুধবার (২৭ আগস্ট) দুপুরে শিক্ষার্থীদের তিন দফা দাবি পর্যালোচনার জন্য আট সদস্যের এই কমিটি গঠন করে প্রজ্ঞাপন জারি করে মন্ত্রিপরিষদ বিভাগ।

এমএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ