শুক্রবার, ১৯ সেপ্টেম্বর ২০২৫ ।। ৪ আশ্বিন ১৪৩২ ।। ২৭ রবিউল আউয়াল ১৪৪৭

শিরোনাম :
বকেয়া বেতনের দাবিতে ভালুকায় শ্রমিকদের মহাসড়ক অবরোধ শিশু-কিশোর সংগঠন 'অংকুর' এর সীরাতুন্নবী সা. কুইজ প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠিত জুলাই সনদের ভিত্তিতে পিআর পদ্ধতিতে নির্বাচন চাই - খুলনা ইসলামী আন্দোলন  কাতারের মধ্যস্থতায় আফগানিস্তানে কারাবন্দি ব্রিটিশ দম্পতির মুক্তি মাদকের বিরুদ্ধে মুরাদনগরে ওলামা পরিষদের মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ পাকিস্তানে পৃথক বিস্ফোরণে নিহত অন্তত ১১ ইসলামি বইমেলা পরিদর্শনে জাতীয় মসজিদের খতিব প্রাথমিকে গানের নয়, ধর্মীয় শিক্ষক নিয়োগ দিতে হবে: শায়খে চরমোনাই পীর সাহেব চরমোনাইয়ের সঙ্গে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের ‘মিট আপ’ আফগানিস্তানের বাগরাম বিমান ঘাঁটি আবারও নিয়ন্ত্রণে নিতে চায় যুক্তরাষ্ট্র

জাতীয় পার্টির মাধ্যমে আওয়ামী লীগকে ফেরানোর চেষ্টা চলছে : আসিফ মাহমুদ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

অন্তর্বর্তীকালীন সরকারের যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ অভিযোগ করেছেন যে, জাতীয় পার্টিকে ব্যবহার করে আওয়ামী লীগকে ফেরানোর পরিকল্পনা চলছে।

রোববার (৩১ আগস্ট) বিকেল পৌনে তিনটার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের সামনে এক সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।

আসিফ মাহমুদ বলেন, “রিফাইন্ড আওয়ামী লীগ গঠনের প্রচেষ্টা ব্যর্থ হওয়ায় এখন জাতীয় পার্টির ভেতর দিয়ে আওয়ামী লীগকে ফেরানোর উদ্যোগ নেওয়া হচ্ছে। অথচ জাতীয় পার্টি হলো স্পষ্টভাবে চিহ্নিত একটি ফ্যাসিবাদী শক্তি। আমরা দেখেছি, অতীতে তারা বারবার আওয়ামী লীগের ফ্যাসিবাদী সংসদকে বৈধতা দিয়েছে। ভারতের প্রেসক্রিপশনে তারা বাংলাদেশে কৃত্রিম সংসদ ও কৃত্রিম গণতন্ত্র প্রতিষ্ঠার নাটক করেছে।”

তিনি আরও বলেন, এই চিহ্নিত ফ্যাসিবাদীদের কেউ সমর্থন করার চেষ্টা করলে কিংবা সরকার যদি তাদের পৃষ্ঠপোষকতা করে, তবে জনগণের পক্ষ থেকে ফ্যাসিবাদবিরোধী রাজনৈতিক দলগুলো সেটি প্রতিহত করবে।

আসিফ মাহমুদ মনে করেন, আগামীর বাংলাদেশে আওয়ামী লীগকে বাইরে রেখে একটি গণতান্ত্রিক রাজনৈতিক সমঝোতা হোক এটি অনেকেই চাইবে না। তিনি আশঙ্কা প্রকাশ করে বলেন, “কেউ কেউ নির্বাচনের সময় পিছিয়ে দেওয়ার চেষ্টায় থাকবে। আওয়ামী লীগকে বিভিন্ন ফরমেটে ফেরানো না গেলে নির্বাচন বানচাল করার চেষ্টা হতে পারে। তবে গণতান্ত্রিক শক্তিগুলো সে প্রচেষ্টা রুখে দিতে প্রস্তুত।”

জাতীয় পার্টি নিষিদ্ধ করা প্রসঙ্গে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি জানান, এ বিষয়ে সরকার এখনও কোনো চূড়ান্ত সিদ্ধান্ত নেয়নি। তবে অংশীজনদের সঙ্গে আলোচনা চলছে। প্রধান উপদেষ্টা ইতোমধ্যে বিভিন্ন রাজনৈতিক দল ও সংগঠনের সঙ্গে বৈঠক করেছেন। সেখান থেকে পাওয়া মতামতের ভিত্তিতেই পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।ৎ

এমএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ