সোমবার, ০৫ জানুয়ারি ২০২৬ ।। ২১ পৌষ ১৪৩২ ।। ১৬ রজব ১৪৪৭

শিরোনাম :

নির্বাচনে নৌবাহিনী ও বিমানবাহিনীর সদস্যরাও দায়িত্ব পালন করবেন: স্বরাষ্ট্র উপদেষ্টা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, এবারের জাতীয় নির্বাচনে অন্যান্য বাহিনীর পাশাপাশি নৌবাহিনী ও বিমানবাহিনীর সদস্যরাও দায়িত্বে থাকবেন।

সোমবার (১ সেপ্টেম্বর) দুপুর ২টায় সিলেট জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে মতবিনিময় শেষে সাংবাদিকদের তিনি এ তথ্য জানান।

সাদাপাথর লুট সংক্রান্ত দুদকের প্রতিবেদনের বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, “দুদকও একটি সরকারি প্রতিষ্ঠান। তাদের প্রতিবেদন বর্তমানে খতিয়ে দেখা হচ্ছে। যদি প্রতিবেদন সত্য প্রমাণিত হয়, তাহলে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। আর প্রতিবেদন অসত্য হলে দুদকের সংশ্লিষ্টদের বিরুদ্ধেও আইনগত পদক্ষেপ নেওয়া হবে।”

এর আগে, স্বরাষ্ট্র উপদেষ্টা সকাল ১০টায় বিজিবি সিলেট সেক্টর সদরদপ্তর এবং সিলেট পুলিশ লাইন পরিদর্শন করেন। বিকেলে তিনি সিলেট ক্যান্টনমেন্ট পরিদর্শন শেষে সন্ধ্যায় ঢাকার উদ্দেশ্যে রওনা হবেন।

এমএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ