শুক্রবার, ১৯ সেপ্টেম্বর ২০২৫ ।। ৪ আশ্বিন ১৪৩২ ।। ২৭ রবিউল আউয়াল ১৪৪৭

শিরোনাম :
মাদকের বিরুদ্ধে মুরাদনগরে ওলামা পরিষদের মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ পাকিস্তানে পৃথক বিস্ফোরণে নিহত অন্তত ১১ ইসলামি বইমেলা পরিদর্শনে জাতীয় মসজিদের খতিব প্রাথমিকে গানের নয়, ধর্মীয় শিক্ষক নিয়োগ দিতে হবে: শায়খে চরমোনাই পীর সাহেব চরমোনাইয়ের সঙ্গে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের ‘মিট আপ’ আফগানিস্তানের বাগরাম বিমান ঘাঁটি আবারও নিয়ন্ত্রণে নিতে চায় যুক্তরাষ্ট্র কেন্দ্রীয় নির্বাহী সদস্যের মায়ের ইন্তেকালে খেলাফত মজলিসের শোক মদিনায় তিন বছর ধরে আইসিইউতে থাকা এক বাংলাদেশি আলেমের করুণ কাহিনি আল্লামা আহমদ শফী রহ.: খণ্ড খণ্ড গল্প চামড়ায় দেওয়া লবণে রং মিশিয়ে তৈরি হতো বিট লবণ

চবির আহত শিক্ষার্থীদের দেখতে হাসপাতালে ধর্ম উপদেষ্টা

সালেহ্ বিপ্লব
সালেহ্ বিপ্লব
শেয়ার
ছবি: সংগৃহীত

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) আহত শিক্ষার্থীদের দেখতে হাসপাতালে পরিদর্শনে গেছেন ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা অধ্যাপক ড. আ ফ ম খালিদ হোসেন। এ সময় তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আহত শিক্ষার্থী ও পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন।

গতকাল সোমবার (১ সেপ্টেম্বর) রাত ১১টায় চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে যান তিনি। এ সময় ধর্ম উপদেষ্টা শিক্ষার্থীদের চিকিৎসায় ঘাটতি না হওয়ার নির্দেশনা প্রদানের পাশাপাশি ঘটনায় প্রকৃত দোষীদের বিচারের আওতায় আনা হবে বলে আশ্বস্ত করেন তিনি।

ড. আ ফ ম খালিদ হোসেন বলেন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় হলো জ্ঞানচর্চার কেন্দ্র। এ ঘটনাকে কেন্দ্র করে দুষ্কৃতকারীদের নতুন কোনো চক্রান্ত বাস্তবায়নের সুযোগ দেওয়া হবে না।’ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশনামতে প্রশাসনের বিভিন্ন টিম চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়সহ নিকটতম এরিয়ায় টহলে থাকবে এবং প্রশাসনের দেওয়া ১৪৪ ধারা অমান্য না করার জন্য শিক্ষার্থী ও স্থানীয়দের আহ্বান জানান তিনি।

পরিদর্শনকালে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ তসলিম উদ্দীন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের সহযোগী অধ্যাপক সাঈদ আহসান খালিদ ও জেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট সাকিব শাহরিয়ার ও উপদেষ্টার ব্যক্তিগত সহকারী ইকরামুল হক প্রমুখ উপস্থিত ছিলেন।

এসএকে/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ