তদন্ত কর্মকর্তার শুনানি নিয়ে ঢাকার মহানগর হাকিম জি.এম. ফারহান ইশতিয়াক এ আদেশ দেন।
জুলাই আন্দোলনের মধ্যে লালবাগ থানার মামলায় সাবেক সংসদ সদস্য হাজী সেলিম এবং ছাত্রলীগের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সাধারণ সম্পাদক তানভীর হাসান সৈকতকে গ্রেপ্তার দেখিয়েছে আদালত।
তদন্ত কর্মকর্তার শুনানি নিয়ে ঢাকার মহানগর হাকিম জি.এম. ফারহান ইশতিয়াক এ আদেশ দেন।
মামলার তদন্ত কর্মকর্তা লালবাগ থানার এসআই আবুল ফারেজ জুয়েল তাদের গ্রেপ্তার দেখানোর আবেদন করেন। আদালত আসামিদের উপস্থিতিতে শুনানির জন্য এদিন ঠিক করেছিলেন।
শুনানিতে দুইজনকে আদালতে হাজির করা হয়। পরে আদালত তাদের গ্রেপ্তার দেখানোর আদেশ দেন বলে রাষ্ট্রপক্ষে প্রসিকিউটর মুহাম্মদ শামছুদ্দোহা সুমন জানিয়েছেন।।
মামলার অভিযোগে বলা হয়েছে, গেল বছরের ১৯ জুলাই বিকালে রাজধানীর ইডেন কলেজের সামনে দিয়ে বাসায় ফেরার পথে গুলিবিদ্ধ হয়ে মারা যান মোহাম্মদ শাওন শিকদার।
এ ঘটনায় গত ২১ জানুয়ারি লালবাগ থানায় শেখ হাসিনাসহ ৪০ জনকে আসামি করে আত্মীয় পরিচয়ে মামলা করেন ইকবাল মজুমদার তৌহিদ।
আরএইচ/