নির্বাচনের সময় মাঠ প্রশাসনে দায়িত্বে থাকা কোনো কর্মকর্তা যদি কোনো ব্যক্তি বা রাজনৈতিক দলের প্রতি পক্ষপাতিত্ব করেন, তবে তাকে তাৎক্ষণিকভাবে প্রত্যাহার করে প্রচলিত আইনের আওতায় প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. মোখলেস উর রহমান।
বুধবার সচিবালয়ে পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলমের সঙ্গে বৈঠকের পর সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।
সুষ্ঠু ভোট নিশ্চিত করতে মাঠ প্রশাসনকে কী ধরনের নির্দেশনা দেওয়া হবে—এমন প্রশ্নের জবাবে সিনিয়র সচিব বলেন, “এখন পর্যন্ত এমন কোনো পক্ষপাতিত্বের তথ্য আমাদের কাছে নেই। তবে যদি বুঝতে পারি কেউ কোনো ব্যক্তি বা দলের পক্ষে অবস্থান নিয়েছেন, তাহলে তাকে সঙ্গে সঙ্গে প্রত্যাহার করে প্রচলিত আইনে ব্যবস্থা নেওয়া হবে।”
তিনি আরও বলেন, “মাঠ প্রশাসন বলতে আমি বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসক (ডিসি), উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)—এদের বুঝাচ্ছি। এসিল্যান্ড ও অন্যান্য কর্মকর্তারাও নির্বাচনী সময়ে আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশ ও সেনাবাহিনীর সঙ্গে ম্যাজিস্ট্রেট হিসেবে দায়িত্ব পালন করেন। এটি মূলত ম্যাজিস্ট্রেসি ডিউটি।”
সিনিয়র সচিব জানান, নির্বাচন নিয়ে কোনো সংশয় বা দ্বিধাদ্বন্দ্ব নেই। প্রধান উপদেষ্টা এ বিষয়ে ইতোমধ্যেই পরিষ্কার বার্তা দিয়েছেন।
তিনি বলেন, “সিভিল সার্ভিসের গত তিনটি নির্বাচনের অভিজ্ঞতা থেকেই কর্মকর্তাদের জন্য শক্ত বার্তা যাবে। রিটার্নিং অফিসার কারা হবেন তা তফসিল ঘোষণার পর নির্ধারিত হবে। তখন সরাসরি যে নির্দেশনা দেওয়া হবে তার বাইরে কোনো ডিসি স্বাধীনভাবে কিছু করতে পারবেন না। সবাই দেশপ্রেমিক মানুষ, সবাই চায় একটি গর্ব করার মতো সুষ্ঠু ও মডেল নির্বাচন হোক।”
এমএইচ/