শুক্রবার, ১৯ সেপ্টেম্বর ২০২৫ ।। ৪ আশ্বিন ১৪৩২ ।। ২৭ রবিউল আউয়াল ১৪৪৭

শিরোনাম :
বকেয়া বেতনের দাবিতে ভালুকায় শ্রমিকদের মহাসড়ক অবরোধ শিশু-কিশোর সংগঠন 'অংকুর' এর সীরাতুন্নবী সা. কুইজ প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠিত জুলাই সনদের ভিত্তিতে পিআর পদ্ধতিতে নির্বাচন চাই - খুলনা ইসলামী আন্দোলন  কাতারের মধ্যস্থতায় আফগানিস্তানে কারাবন্দি ব্রিটিশ দম্পতির মুক্তি মাদকের বিরুদ্ধে মুরাদনগরে ওলামা পরিষদের মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ পাকিস্তানে পৃথক বিস্ফোরণে নিহত অন্তত ১১ ইসলামি বইমেলা পরিদর্শনে জাতীয় মসজিদের খতিব প্রাথমিকে গানের নয়, ধর্মীয় শিক্ষক নিয়োগ দিতে হবে: শায়খে চরমোনাই পীর সাহেব চরমোনাইয়ের সঙ্গে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের ‘মিট আপ’ আফগানিস্তানের বাগরাম বিমান ঘাঁটি আবারও নিয়ন্ত্রণে নিতে চায় যুক্তরাষ্ট্র

সমুদ্রই হবে আন্তর্জাতিক অগ্রযাত্রায় আমাদের মহাসড়ক: প্রধান উপদেষ্টা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস বলেছেন, শুধু গভীর সমুদ্র বন্দর নয়, আমাদের একটি ব্লু ইকোনমি গড়ে তোলার ভিশন নিয়ে কাজ করতে হবে। তিনি বলেন, “ওই এলাকা শুধু ফ্যাসিলিটিং জোন নয়, বরং নতুন শহরের জন্ম হবে। সেখান থেকে আন্তর্জাতিকভাবে কানেক্টিভিটি তৈরি হবে। সমুদ্রই হবে বিশ্বের পথে আমাদের মহাসড়ক।”

বুধবার (৩ সেপ্টেম্বর) রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় নবগঠিত ‘মহেশখালী সমন্বিত উন্নয়ন কর্তৃপক্ষ (মিডা)’ সদস্যদের সঙ্গে বৈঠকে তিনি এ কথা বলেন। বৈঠকে মিডার চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুণ, সদস্য কমোডর তানজিম ফারুক, মো. সারোয়ার আলম এবং প্রধান উপদেষ্টার কার্যালয়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

মিডার চেয়ারম্যান আশিক চৌধুরী মহেশখালী-মাতারবাড়ী প্রকল্পের প্রেজেন্টেশন দেন এবং আগামী চার মাসের কর্মপরিকল্পনা তুলে ধরেন। তিনি জানান, প্রকল্পটি তিন ধাপে সম্পন্ন হবে—প্রথম ধাপ ২০২৫–২০৩০, দ্বিতীয় ধাপ ২০৩০–২০৪৫ এবং তৃতীয় ধাপ ২০৪৫–২০৫৫। প্রকল্প বাস্তবায়ন হলে প্রায় ২৫ লাখ লোকের প্রত্যক্ষ ও পরোক্ষ কর্মসংস্থান হবে এবং জিডিপিতে দেড়শ বিলিয়ন মার্কিন ডলার যুক্ত হবে।

ড. ইউনূস গভীর সমুদ্র গবেষণা ও আন্তর্জাতিক মানের ট্রেনিং ফ্যাসিলিটি গড়ে তোলায় জোর দিয়েছেন। তিনি বলেন, “আমরা সমুদ্র জগতে কখনো প্রবেশ করিনি, এই বিষয়ে গবেষণা ও তথ্য নেই। অন্য দেশের গবেষণাপত্র মিলিয়ে আমাদের নিজস্ব গবেষণা করতে হবে। একাডেমিয়া গড়ে তুলতে হবে এবং ওশান ইকোনমি নিয়ে আন্তর্জাতিক কনফারেন্স আয়োজন করতে হবে।”

বৈঠকে পরিবেশ সংরক্ষণ ও ইকো-ট্যুরিজম পার্ক স্থাপনের বিষয়ে আলোচনা হয়। প্রধান উপদেষ্টা বলেন, “সেখানকার বনভূমি এখন কী অবস্থায় আছে এবং ভবিষ্যতে আমরা কীভাবে দেখতে চাই—তার পরিকল্পনা করতে হবে।”

এমএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ