বুধবার, ০৫ নভেম্বর ২০২৫ ।। ১৯ কার্তিক ১৪৩২ ।। ১৪ জমাদিউল আউয়াল ১৪৪৭


বৈষম্যের শিকার কর্মকর্তাদের আবেদন ২১ সেপ্টেম্বরের মধ্যে জমার নির্দেশ


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহীত

সশস্ত্র বাহিনীতে কর্মরত অবস্থায় বৈষম্যের শিকার অফিসারদের আবেদনপত্র জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। ২০০৯ সাল থেকে ৪ আগস্ট ২০২৪ পর্যন্ত যেসব কর্মকর্তা বৈষম্যের শিকার হয়েছেন শুধু তাদের আবেদন জমা দিতে বলা হয়েছে।

আগামী ২১ সেপ্টেম্বরের মধ্যে কমিটির সভাপতি বরাবর সশস্ত্র বাহিনী বিভাগে পাঠাতে হবে।

গতকাল বৃহস্পতিবার এক বিজ্ঞপ্তিতে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এ বার্তা দেয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, বৈষম্যের শিকার অফিসারদের মূল আবেদনপত্র ২১ সেপ্টেম্বরের মধ্যে কমিটির সভাপতি বরাবর সশস্ত্র বাহিনী বিভাগে পাঠাতে হবে।

নির্ধারিত সময়সীমার মধ্যে এসব আবেদনপত্র প্রেরণের জন্য অনুরোধ জানানো হয়েছে।

এসএকে/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ