টানা প্রায় ১৫ বছর ধরে কোণঠাসা থাকা জামায়াতে ইসলামী দেশজুড়ে অব্যাহতভাবে তাদের সাংগঠনিক কাজ চালিয়ে যাচ্ছে। এর ধারাবাহিকতায় এবার দলটির মরহুম নেতা মাওলানা দেলাওয়ার হোসাইন সাঈদীর ছেলে মাসুদ সাঈদীর হাতে প্রাথমিক সদস্য ফরম পূরণ করে জামায়াতে যোগ দিলেন চার হিন্দু ধর্মাবলম্বী।
মঙ্গলবার (২২ এপ্রিল) পিরোজপুরের ইন্দুরকানীতে জামায়াতে যোগদানকারীরা হলেন—স্কুলশিক্ষক পলাশ কান্তি মন্ডল (৪৭), রবিন ডাকুয়া (৩৫), রতন বিশ্বাস (৪২) এবং বিমল ব্যাপারী (৫০)। তারা ইন্দুরকানী ও আশপাশের বিভিন্ন গ্রামের বাসিন্দা।
এদের সদস্য ফরম পূরণ প্রক্রিয়াটি গতকাল ইন্দুরকানী সদর ইউনিয়নে একটি গণসংযোগ কর্মসূচির সময় সম্পন্ন হয়। কর্মসূচির প্রধান অতিথি ছিলেন জামায়াতের পিরোজপুর-১ আসনের মনোনীত প্রার্থী ও উপজেলার সাবেক চেয়ারম্যান মাসুদ সাঈদী।
জামায়াতের জেলা সেক্রেটারি অধ্যক্ষ জহিরুল হক বলেন, ‘উল্লেখযোগ্য সংখ্যক নতুন সদস্য যুক্ত হয়েছেন। এটা প্রমাণ করে, আমাদের কার্যক্রম সবার মাঝেই সাড়া ফেলছে।’
১১ এপ্রিল শুরু হওয়া এই কর্মসূচি চলবে ২৫ এপ্রিল পর্যন্ত। এতে আরও কয়েকশ সহযোগী সদস্য সংগ্রহের তথ্যও জানিয়েছে দলটি।
এমএইচ/