বৃহস্পতিবার, ০৬ নভেম্বর ২০২৫ ।। ২১ কার্তিক ১৪৩২ ।। ১৫ জমাদিউল আউয়াল ১৪৪৭

শিরোনাম :
জাতিসংঘে আওয়ামী লীগের চিঠি দেওয়ায় কোনো কাজ হবে না: তৌহিদ হোসেন ৭২র সংবিধান বাতিল জুলাই বিপ্লবের অন্যতম প্রেরণা: ইসলামিক বুদ্ধিজীবী ফ্রন্ট প্রকাশিত হয়েছে আবুল ফাতাহ কাসেমী’র নতুন বই ‘ইসলাম ও কাদিয়ানি ধর্ম’  অবিলম্বে জুলাই সনদ ঘোষণার উপর গণভোট দিতে হবে: খেলাফত মজলিস আবারও আফগানিস্তানকে যুদ্ধের হুমকি পাকিস্তানের গুমের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড গণতন্ত্র রক্ষায় প্রয়োজন অনুযায়ী সংবিধান সংশোধন করতে হবে: অ্যাটর্নি জেনারেল যুক্তরাষ্ট্রের ইতিহাসে প্রথম বাংলাদেশি বংশােদ্ভূত বিচারপতি হলেন সোমা সাইদ ধূমপায়ীরা প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক হতে পারবেন না ইসরায়েলের অস্ত্রের চালান আটক বেলজিয়ামের হাতে

বিএনপি আ.লীগের মতো লুটপাট-দুঃশাসনে বিশ্বাসী নয় : খায়ের ভূঁইয়া

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রাজনৈতিক উপদেষ্টা আবুল খায়ের ভূঁইয়া বলেছেন, বিএনপি গণমানুষের দল, জনগণের কাছে বিএনপির জবাবদিহিতা রয়েছে। আওয়ামী লীগের মতো লুটপাট আর দুঃশাসনে বিএনপি বিশ্বাসী নয়।

বৃহস্পতিবার (২৪ এপ্রিল) লক্ষ্মীপুর সদর উপজেলার চররমনী মোহন ইউনিয়নের চররমনী গ্রামে মেঘনা নদীভাঙন এলাকায় পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, আওয়ামী লীগের মতো দিনের ভোট রাতে, রাতের ভোট দিনে আর কখনো হবে না। ভোটকেন্দ্রে ভোটার না থাকলেও ডিসি ও ইউএনওদের ভোটের পার্সেন্টেজ ঘোষণা দেওয়ার নির্বাচন এ দেশে আর হতে দেওয়া যাবে না। এজন্য জনগণের কাছে ভোটের দাবি নিয়ে যেতে হবে। নেতাকর্মীদের জনগণের সঙ্গে আরও বেশি সম্পৃক্ত হয়ে কাজ করতে হবে।

আবুল খায়ের ভূঁইয়া বলেন, প্রত্যেকটি কাজ জনগণের উপকারে করতে হবে। প্রত্যেকটি কাজে জনগণের কাছে আমাদের জবাবদিহিতা থাকতে হবে। বিএনপির নাম ভাঙিয়ে দাঙ্গাহাঙ্গামা করলেই দল থেকে স্থায়ী বহিষ্কার করা হবে। দলের সঙ্গে সম্পৃক্ত আছে এমন কাউকে যেকোনো অপকর্মে লিপ্ত হওয়ার প্রমাণ পেলেই আজীবনের জন্য আর দলে ফেরানো হবে না। এ ব্যাপারে বিএনপি জিরো টলারেন্সে রয়েছে।

এ সময় সদর (পশ্চিম) উপজেলা বিএনপির সদস্যসচিব কামরুজ্জামান সোহেল, যুগ্ম আহ্বায়ক রাব্বি এলাহী জহির প্রমুখ উপস্থিত ছিলেন।

 এনএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ