রবিবার, ২১ সেপ্টেম্বর ২০২৫ ।। ৬ আশ্বিন ১৪৩২ ।। ২৯ রবিউল আউয়াল ১৪৪৭

শিরোনাম :
জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্রে যাচ্ছেন সিরিয়ার প্রেসিডেন্ট নির্বাচন পদ্ধতি নিয়ে সিদ্ধান্ত নেবে রাজনৈতিক দলগুলো: প্রেসসচিব আফগানিস্তানের এক ইঞ্চি মাটিও নিয়ে কোনো চুক্তি নয়: প্রতিরক্ষা কর্মকর্তা বক্তা আমির হামজার ক্ষমা প্রার্থনা, সতর্ক করল জামায়াত আফগানের পানি ও বিদ্যুৎমন্ত্রীর সঙ্গে বাংলাদেশের আলেম প্রতিনিধি দলের সাক্ষাৎ ধর্মীয় অনুশাসনের শিথিলতা পরিবারব্যবস্থা সংকটাপন্ন করে তুলছে: শায়খ আহমাদুল্লাহ বাগরাম বিমানঘাঁটি ফেরত না দিলে খারাপ কিছু ঘটবে, হুমকি ট্রাম্পের আ.লীগকে দল হিসেবে দ্রুত বিচারের আওতায় আনা উচিত : নাহিদ ইসলাম সিলেটে ১ মাস ধরে নিখোঁজ আবিদুল মিয়া সিলেট মহানগরীর ২০নং ওয়ার্ড যুব জমিয়তের আহবায়ক কমিটি গঠন সম্পন্ন

নবনির্বাচিত আমির ও মহাসচিবকে অভিনন্দন জানালো ছাত্র আন্দোলন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
আমির মাওলানা হাবিবুল্লাহ মিয়াজী ও মহাসচিব মাওলানা ইউসুফ সাদেক হক্কানী

মাওলানা হাবিবুল্লাহ মিয়াজী বাংলাদেশ খেলাফত আন্দোলনের আমির ও মাওলানা ইউসুফ সাদেক হক্কানী মহাসচিব নির্বাচিত হওয়ায় প্রাণঢালা অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন বাংলাদেশ খেলাফত ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ।

আজ (২৬ এপ্রিল, ২০২৫) গণমাধ্যমে প্রেরিত এক বিবৃতিতে সংগঠনের পক্ষ থেকে এই নবনির্বাচিত নেতৃত্বকে উষ্ণ অভিনন্দন ও আন্তরিক শুভেচ্ছা জানানো হয়।

বাংলাদেশ খেলাফত ছাত্র আন্দোলনের সভাপতি হাফেজ জাকির বিল্লাহ বলেন, “আপনাদের প্রজ্ঞা, অভিজ্ঞতা ও বলিষ্ঠ নেতৃত্ব খেলাফত প্রতিষ্ঠার স্বপ্নকে আরও বেগবান করবে ইনশাআল্লাহ। আমরা বিশ্বাস করি, আপনাদের হাত ধরে খেলাফত আন্দোলন অতীতের সেই গৌরবময় অধ্যায়ে ফিরে যাবে এবং দেশের আপামর জনতার আশা-আকাঙ্ক্ষা পূরণে সক্ষম হবে।”

তিনি আরও বলেন, “বাংলাদেশ খেলাফত ছাত্র আন্দোলনের প্রতিটি সদস্য নবনির্বাচিত আমীর ও মহাসচিবের দিকনির্দেশনায় ঐক্যবদ্ধভাবে কাজ করে যেতে দৃঢ় প্রতিজ্ঞ। আমরা আল্লাহর কাছে আপনাদের সুস্থ জীবন ও দ্বীনের পথে অবিচল থাকার তাওফিক কামনা করছি।”

সাধারণ সম্পাদক মুহাম্মাদ জাকির হোসেন বলেন, "আমরা নবনির্বাচিত নেতৃত্বকে পূর্ণ সমর্থন জানাই এবং বিশ্বাস করি, ছাত্রসমাজকে সাথে নিয়ে আপনারা খেলাফত প্রতিষ্ঠার আন্দোলনকে আরও শক্তিশালী করবেন।"

এমএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ