বৃহস্পতিবার, ০৬ নভেম্বর ২০২৫ ।। ২১ কার্তিক ১৪৩২ ।। ১৫ জমাদিউল আউয়াল ১৪৪৭

শিরোনাম :
৭২র সংবিধান বাতিল জুলাই বিপ্লবের অন্যতম প্রেরণা: ইসলামিক বুদ্ধিজীবী ফ্রন্ট প্রকাশিত হয়েছে আবুল ফাতাহ কাসেমী’র নতুন বই ‘ইসলাম ও কাদিয়ানি ধর্ম’  অবিলম্বে জুলাই সনদ ঘোষণার উপর গণভোট দিতে হবে: খেলাফত মজলিস আবারও আফগানিস্তানকে যুদ্ধের হুমকি পাকিস্তানের গুমের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড গণতন্ত্র রক্ষায় প্রয়োজন অনুযায়ী সংবিধান সংশোধন করতে হবে: অ্যাটর্নি জেনারেল যুক্তরাষ্ট্রের ইতিহাসে প্রথম বাংলাদেশি বংশােদ্ভূত বিচারপতি হলেন সোমা সাইদ ধূমপায়ীরা প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক হতে পারবেন না ইসরায়েলের অস্ত্রের চালান আটক বেলজিয়ামের হাতে যমুনায় জামায়াতসহ ইসলামি ৮ দলের প্রতিনিধিরা

ফিলিস্তিন ও কাশ্মীর ইস্যুতে উম্মাহর  ঐক্য জরুরি: নেজাম ইসলাম পার্টি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

বাংলাদেশ নেজামে ইসলাম পার্টির কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সাধারণ সভায় নেতৃবৃন্দ বলেছেন, ফিলিস্তিন ও কাশ্মীর সঙ্কট নিরসনে পুরো মুসলিম জাহানের ইস্পাত কঠিন ঐক্যের বিকল্প নেই। পৃথিবীর দেশে দেশে স্বাধীনতাকামী মুসলমানদের পাশে দাঁড়াতে সুদৃঢ় ঐক্যের ভিত রচনা করতে হবে।

 শনিবার (২৬ এপ্রিল) সকাল ১০ টায় রাজধানীর পুরানা পল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত সভায় নেতৃবৃন্দ এই মন্তব্য করেছেন। তারা বলেছেন, ফিলিস্তন, ভারত ও কাশ্মীরে মুসলিম গণহত্যা বন্ধে বিশ্বসভার কোন উদ্যোগ দেখা যাচ্ছে না। 

নেতৃবৃন্দ নারীবিষয়ক সংস্কার কমিশনের প্রস্তাবনা ইসলাম বিরোধী হওয়ায় তীব্র প্রতিবাদ জানিয়েছেন। নারীবিষয়ক সংস্কার কমিশনসহ সুপারিশমালা বাতিলের জোর দাবি জানান।

পার্টির আমীর আল্লামা সরোয়ার কামাল আজিজীর সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় স্বাগত বক্তব্য রাখেন, সিনিয়র নায়েবে আমীর মাওলানা আব্দুল মাজেদ আতহারী। 

মহাসচিব মাওলানা মুসা বিন ইযহারের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন, নায়েবে আমীর আব্দুর রহমান চৌধুরী,  মাওলানা আব্দুল খালেক নিজামী, যুগ্মসচিব মাওলানা ইলিয়াস খান, মাওলানা মুহাম্মদ আজিজুল হক ইসলামাবাদী, সহকারী মহাসচিব মাওলানা মোজ্জাম্মেল হক তালুকদার, মাওলানা মুহাম্মদ ইয়াছিন হাবিব,  মাওলানা হাফেজ আজিজুল হক, সংগঠন সচিব মাওলানা আবু তাহের খান, সহকারী অর্থ সচিব আনোয়ারুল কবির, দফতর সচিব মাওলানা মুফতি  দ্বীনে আলম হারুনী, শিক্ষা ও প্রশিক্ষণ সচিব মুফতি শরীফুর রহমান, সমাজকল্যাণ সচিব মাওলানা এরশাদ বিন জালাল, শিল্প ও বাণিজ্য সচিব শাকিরুল হক খান, প্রচার সচিব আব্দুল্লাহ আল-মাসউদ খান, সহকারী আন্তর্জাতিক বিষয়ক সচিব হাফেজ আমানুল হক, ছাত্রবিষয়ক সচিব হাফেজ মুহাম্মদ আবুল মঞ্জুর, নির্বাহী সদস্য মুফতি ওয়াহিদুজ্জামান, মাওলানা আব্দুর রহমান জিহাদী, মাওলানা হোসাইন আতাউল্লাহ হোসাইনী, মাওলানা আনোয়ার হোসাইন রব্বানী, ড. মাওলানা ওমর ফারুক, হাফেজ জাকারিয়া খালেদ, মাওলানা আতিকুর রহমান সিদ্দিকী, ইসলামী ছাত্রসমাজের কেন্দ্রীয় সভাপতি এহতেশামুল হক সাখী, মহাসচিব বিএম আমীর জিহাদী প্রমুখ।

এমএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ